![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের স্ট্যাটাস
........................
এতো দ্রুত চোখযুগল পাথর হয়ে যাবে আগে ভাবিনি। শিমের বিচির মতো কটমট কামড়াবো নিজের দাঁত, জানা ছিলো না। রক্তের ভেতর পুশ হবে সিরিঞ্জ সিরিঞ্জ বিষ, জানা ছিলো না।
কাল রাতে কাঁদার জন্যে আমি প্রার্থনায় বসেছিলাম। কান্না এলো না। যে ক ফোটা জল এলো তাও দেখি রক্তবিন্দু। রক্তে কি কান্না হয়? আচ্ছা, চোখ কি পাথর হলে রক্ত ঝরায় প্রিয়? ঝর্ণা কী তবে পাহাড়ের রক্ত? মনে আছে, আমরা একরাতে দুজনে একসাথে কেঁদেছিলাম? খোদার কসম, সে রাতে চোখে অশ্রুই দেখেছিলাম।
কাল রাতে অসহ্য ক্ষোভে আমি নিউট্রন বোমার মতো বিস্ফোরণে ফেটে যাচ্ছিলাম। যে করেছে আমার নিখুঁত সর্বনাশ, সেই বিস্ফোরণেও তাকে আমি মনের ভেতর থেকে ভালোবাসাই দিতে চেয়েছিলাম। তাকে ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে শিমের বিচির মতো কামড়ে গেছি নিজের শাদা শাদা দাঁত।
যে আমার রক্তের ভেতর পুশ করছে প্রতিদিন সিরিঞ্জ সিরিঞ্জ বিষ, আমি তাকে আশির্বাদ করি। আমি চাই, প্রেমে সে মহৎ হোক। আমার বিষাক্ত রক্তের ভেতর খোৎবার মতো পাঠ হচ্ছে তোমার নাম। ভালোবাসার হিমোগ্লোবিন না থাকলে এ রক্ত কবে বুড়িগঙ্গার কালো জল হয়ে যেতো! আমি চাই, আমার অমঙ্গলপ্রত্যাশীরও রক্তে প্রতিদিন ভালোবাসা-হিমোগ্লোবিন জমতে থাকুক।
ভালোবাসা ছাড়া আমার আর কোনো যোগ্যতাই নাই। কেবল এ একটি যোগ্যতা নিয়েই আমি গড়আয়ু পাড়ি দিতে চাই। পাশে তাই আমি বন্ধুকেও চাই, শত্রুকেও চাই।
১৭ জুন, ২০১৬
©somewhere in net ltd.