![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু লক্ষ করলেই দেখবেন, মানুষ যতই আধুনিক (?) হচ্ছে ততই যেন পশুবৃত্তিকে আপনকরে নিচ্ছে। দিন যতই এগুচ্ছে মানুষ পশুর অনুকরনে নিজের সর্বস্ব উজার করে ঢেলে দিচ্ছে।
পশুদের জগতে বস্ত্রের কোন ব্যবস্থা নেই। মানুষ যতই সভ্য(?) হচ্ছে ততই তাদেরও বস্ত্রে স্বল্পতা দেখা দিচ্ছে। পশু যেমন
পূর্ন উলংগ থাকে, মানুষও ধীরে ধীরে ঠিক তেমনি সেই রীতিকে ধারন করছে। বিশেষ করে মহিলারা এমন সব কাপড় পরিধান করছে যা কোন সুস্থ্য মস্তিষ্কের মানুষ
সমর্থন করতে পারে না। পশুদের নেই বিয়ের রীতি। তাদের
জন্যে সমপ্রজাতির বিপরীত লিঙ্গের যে কোন সদস্য উন্মুক্ত। যখন খুশি নিজের কামচাহিদা তারা মেটাতে পারে। মানুষ
ও এখন 'ফ্রি সেক্স" নামক সংস্কৃতির মাধ্যমে এই ব্যবস্থাকে নিজেদের জন্যে বৈধ করে নিচ্ছে। এক্ষেত্রে মানুষ যেন পশুকেও ছাড়িয়ে গেছে, পশুরা সঙ্গমের জন্যে গোপন ও নির্জন স্থান খুজে কিন্ত মানুষ প্রকাশ্যেই এমন অশ্লীলতায় লিপ্ত হয়।
বংশ মর্যাদা বা পিতৃপরিচয়ের ক্ষেত্রে মানুষ যেন পশুকেও ছাড়িয়ে গেছে। পশু শাবকের পিতা কাছে কাছে থেকে খাদ্যের
ব্যবস্থা করে দেয়। আর এমন বহু দেশে বহু সংখ্যক নাগরিক আছে যারা তাদের পিতার নামও বলতে পারে না। এমন জারজ
সন্তানে ভরে গেছে আজ মানবজাতি।
সভ্যতা বুঝি একেই বলেই!!!
ধানমন্ডির লেক আমাদের অনেকেরই চেনা। এর পাশ দিয়ে হাটলে যা দেখা যায়, তাহল অসংখ্য জোড়ায়-জোড়ায় তরুন-তরুনী প্রকাশ্যে অনৈতিক কার্যকলাপ লিপ্ত রয়েছে। রাস্তার পাশ দিয়ে এত মানুষ হেঁটে যাচ্ছে অথচ কারো মাথা ব্যাথা নাই। এরা সবাই স্বামী-স্ত্রীর মত খুব কাছাকাছি।
যারা সেখানে গিয়েছেন তারা জানেন যে, রাস্তাটা খুব সরু। দুই জনের অধিক পাশাপাশি হাঁটা অসম্ভব। এই অবস্থায় কেউ না চাইলেও রাস্তার পাশে বসা এই উশৃংখল তরুন-তরুনিদের দিকে দৃষ্টি চলে যাবে।
এই সমস্ত পার্ক/লেক গুলো কি এজন্যই দেয়া হয়েছে?
কোন মানুষ প্রকাশ্যে এসব করতে পারেনা। এদের তুলনা হতে পারে কুকুরের সাথে। কুকুরের যেমন লজ্জা নেই এদেরও নাই। যা বুঝি কুকুরের জন্য মুগুরের বিকল্প নাই। এই সব কুকুরের জন্য আইনী মুগুরের ব্যাবস্থা করতে হবে।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
প্রকৃতির প্রতিফলন বলেছেন: আল্লাহ্ আপনাকে হেফাজত করুন।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
বাংলার হাসান বলেছেন: কোন মানুষ প্রকাশ্যে এসব করতে পারেনা। এদের তুলনা হতে পারে কুকুরের সাথে। কুকুরের যেমন লজ্জা নেই এদেরও নাই। যা বুঝি কুকুরের জন্য মুগুরের বিকল্প নাই। এই সব কুকুরের জন্য আইনী মুগুরের ব্যাবস্থা করতে হবে। সহমত।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
হাসান নাঈম বলেছেন: আমার একটা প্রশ্ন আছে -
শুধু মেয়েদের পোষাক সংক্ষিপ্ত হচ্ছে কেন? আধুনিক পুরুষ কিন্তু কোট প্যান্ট টাই দিয়ে আপাদমস্তক টাইট করে বেধে রাখে। আমি বলি আধুনিক নারী যদি মিনি স্কার্ট পরে রাস্তায় হাটে, তাহলে আধুনিক পুরুষেরতো জাঙ্গিয়া পরে রাস্তায় নামার কথা। তাহলে আধুনকি পুরুষেরা এত পোষাক পরে কেন??
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭
প্রকৃতির প্রতিফলন বলেছেন: হা--হা--হা
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
লাভ ভাই বলেছেন: কিয়ামত আর বেশি দেরি নাই. ........।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
আমি কবি নই বলেছেন: আসলেই !!!!!
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
িশক্ষানবীশ বলেছেন: বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আর তথাকথিত আধুনিকতা কেড়ে নিচ্ছে শালীনতা...
২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৯
প্রকৃতির প্রতিফলন বলেছেন: ভাল বলেছেন।
৭| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৪১
আমাজোন বলেছেন: উলঙ্গ থাকাই যদি আধুনিকতা হতো..........তাহলে জঙ্গলের আদিম নারীরা সবচেয়ে আধুনিক.......
৮| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩
জাহাজ ব্যাপারী বলেছেন: একবারই (প্রথম ও শেষ বার) বিখ্যাত বলধা গার্ডেন গিয়েছিলাম পাছগাছালি দেখব বলে। নাউযুবিল্লাহ! স্কুল ইউনিফর্ম পরিহিতদের প্রকাশ্য বেহায়াপনা যা দেখেছি তাতে আমি তো ওখানে যাবই না, আর কাউকে যেতেও বলব না।
যাদের স্বভাবসুলভ লজ্জাবোধ নেই তারা মানুষ নয়।
৯| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮
এ জাফর বলেছেন: ভাইজান, আপনি এগুলো এখানে লিখতে এসেছেন কেন? আপনি তো ভুল যায়গায় ক্লিক করেছেন! এখানে তো লিখবেন বল্গাহীন নারী স্বাধীনতার কথা, ধর্মনিরপেক্ষতার কথা ইত্যাদি ইত্যাদি...........। এগুলো লিখলে তো বলতে হয় আপনি কি হেফাজতের ১৩ দফা সমর্থন করেন? তাহলেই সেরেছে!
২০ শে মে, ২০১৩ সকাল ১০:২০
প্রকৃতির প্রতিফলন বলেছেন: হা-হা-হা
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
এ সামাদ বলেছেন: দেখেন এ পোষ্টে কোন মন্তব্য নেই।
কেননে এটা সামুতে মানায় না।
এখানে ইসলামের বিরুদ্ধে লিখলে সেটা ষ্টিকি করা হয়।
তারপরও লেখককে বলব এমন লেখা লিখতে থাকুন।
আমার এ কথাগুলো লেখার জন্য আবার কি শাস্তি পেতে হয় জানিনা।
ভাল থাকুন।