![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় নারীবাদীরা?
কোথায় শাহরীয়ার কবির,
জাফর ইকবাল,
সুলতানা কামাল,
রোকেয়া প্রাচী,
তানিয়া আমীর, লাকি আক্তাররা?
তারা কি এখন অন্ধ হয়ে গিয়েছে?
নারীবাদীদের আন্দোলন কি শুধু আলিম ওলামাদের বিরুদ্ধে? রানা প্লাজায় ফাটল ধরেছে তা জানা সত্যেও কেন অসহায় মা বোনদের কাজে যোগ দিতে চাপ দেয়া হয়েছে?
এর দ্বারা যতগুলো মা বোন মারা গিয়েছে এতে কি নারী অধিকার হরণ হয়নি? তথাকথিত ভন্ড নারীবাদীরা কেন ঘাতক রানার গ্রেফতার ও ফাঁসির দাবি তুলছেনা?
কোথায় গেল নারী সংগঠন গুলো?
কেন তারা এখনো মাঠে নামছেনা?
আসল কথা হল এই সব লম্পট নারীবাদীরা নারীর স্বাধীনতা চায়না এরা চায় নারী স্বাধীনতার নামে ধোকা দিয়ে অবাধ যৌনচারের স্বাধীনতা।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
প্রািন্ত বলেছেন: কতিপয় ফালতু দালাল লোকের নাম লিখেছেন। এদের পশ্চাৎদেশে থু থু দেয়া উচিৎ। এরা শুধু বক্তব্য আর টিভি ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতেই পারে। জন কল্যাণ মূলক কিছু এদের কাছে আশা করা যায় না।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
পথহারা সৈকত বলেছেন: তারা হেফাজতীদের কোন গভীর চক্রান্তের খবর উদ্ধার করতেছে............. অথবা গারো হিলের মন্তব্য
এরা এখন একজন আরেকজনের **ল কাটতেছে/ ছিরতেছে.......
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: গারো হিল বলেছেন: এরা এখন একজন আরেকজনের বাল কাটতেছে.......
বাল কৈতে কি লজ্জা লাগে নাকি?
৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
আহমেদ রিজভী বলেছেন: কি আর করতেছে একটায় মুরগী ফেরী করতাছে, একটায় খোঁজ নিচ্ছে ইসলামী ব্যাংক বা এ জাতীয় আর কোন প্রতিষ্ঠানের পুরষ্কার গ্রহন অনুষ্ঠান আছে কিনা আর বাকি গুলা আছে জমির চাচদের মনোরঞ্জনে ।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
কেএসরথি বলেছেন: উনারা নারীদের অধিকার নিয়ে আলোচনা করতে এই মুহুর্তে বিদেশ ভ্রমনে আছেন। ভ্রমন শেষ হলেই আপনারা উনাদের থেকে বিশাল বিশাল বানী লাভ করবেন।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
আমি হনুমান বলেছেন: মোশারেফা মিশু ও এর ওস্তাদ দের ধরে জুতা পেটা করা উচিত, এরা সবসময়ে সুযোগে থাকে
৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮
ঢাকাবাসী বলেছেন: এইসব সারমেয় শাবকদের কথা বলতে ঘৃনা হয়। শা.কবিররা সহ অন্যরা তো সাভার তেকে মাল পাবেনা তাই সেখানে যায়না।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
দেশে ভালোবাসা নাই বলেছেন: আহমেদ রিজভী বলেছেন: কি আর করতেছে একটায় মুরগী ফেরী করতাছে, একটায় খোঁজ নিচ্ছে ইসলামী ব্যাংক বা এ জাতীয় আর কোন
প্রতিষ্ঠানের পুরষ্কার গ্রহন অনুষ্ঠান আছে কিনা আর বাকি গুলা আছে জমির চাচদের মনোরঞ্জনে ।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
তাজুল_ইসলাম বলেছেন: পরিস্থিতি শান্ত হলে এরা আবার বড় গলায় বলবে আমরা নারীর অধিকার চাই।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
বিশ্বাস করি 1971-এ বলেছেন: Onara jatir bibek. Ekhon awaj dile to comission nai. Ar comission thakleo oita age khewe felsen. Tai ar ki
১২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২
নিয়েল হিমু বলেছেন: এই নারীবাদীরা তো তুমগো মত ঘাশ আর পাতা খায় না যে উদ্ধার কাজে বাম হাত চালানোর জন্য যা যা করার সব করবে । যত্তসব ।
উদ্ধার কাজটা আগে শেষ করতে দেরে ভাই । আজে জীবিত মানুষ গুলারে জীবিত অবস্থায় এবং মৃত লাশ গুলো স্বজনদের কাছে পৌছে দিতে দেরে ভাই এর পরে যদি নারীবাদীরা বসে থাকে তখন আসিশ । এর আগে আল্লার দোহাই লাগে বাম হাত চালাইছ না ।
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
গারো হিল বলেছেন: @নিয়েল হিমু
গেয়াতি ভাইজান কেউতো উদ্ধার কাজে বাম হাত দিতেছে না.......তয় এইটা আমারো জানতে ইচ্ছা করে হেরা কুতায় এখন
এইসব বালছাল চুচীল, পলিটিশিয়ান োয়া মারি এক একটারে......আইজক্কা কাইলক্কা নারীনীতি হেননীতি অমুকনীতি....টেলিভিশনের পর্দার দেহি মুখে ফেনা তুইল্লা ফালায়......অহন কার বালটা ছিড়তেছে এইডার সবাই জিগাইতেছে....হেরার কি মুখে কেউ কস্টেপ মাড়ছে...যে এইডা লইয়া দুইডা কথা কইবার পারবো না...হাইলাইটস হওয়া যাইবো...টিভিতে পেপারে ছবি ছাপাইবো নারী উন্নয়নে বালটা ছি্ড়ছে হেরা আদতে আমার বোন, মা ডুকরে ডুকরে কাদছে স্বজন হারানোর বেদনায় তখন ঘুমটা দিয়া বইয়া থাহে না
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
রাজীব দে সরকার বলেছেন: নিয়েল হিমু বলেছেন:
এই নারীবাদীরা তো তুমগো মত ঘাশ আর পাতা খায় না যে উদ্ধার কাজে বাম হাত চালানোর জন্য যা যা করার সব করবে । যত্তসব ।
উদ্ধার কাজটা আগে শেষ করতে দেরে ভাই । আজে জীবিত মানুষ গুলারে জীবিত অবস্থায় এবং মৃত লাশ গুলো স্বজনদের কাছে পৌছে দিতে দেরে ভাই এর পরে যদি নারীবাদীরা বসে থাকে তখন আসিশ । এর আগে আল্লার দোহাই লাগে বাম হাত চালাইছ না ।
সহমত
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
জাহাজ ব্যাপারী বলেছেন: ওরা যে বেতনভূক SHOE-SEALED! সাভার ট্র্যাজেডীর পক্ষে কথা বলার জন্য ওরা ওদের উপরওয়ালাদের কাছ থেকে কোন অক্সিজেন (ইয়ে মানে মাল) পাচ্ছে না। তাই ওরা এখন কোমা-তে গেছে।
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪
কাকপাখী বলেছেন: আপনার লেখার প্রতি লাইনে লাইনেই তো অপুষ্টি !এর পর থেকে সুন্দর করে প্রতি লাইন পুস্টিগুলে সমৃদ্ধ করে লিখবেন ।নাড়ীবাদীরা তাদের জায়গাতেই ঠিক আছে ।২৮ তারিখের নাড়ী সংহতি সমাবেশ স্থগিত করা হয়েছে উদ্ধার কাজ শেষ করার জন্য ।আর একটা কথা সবার কিছু সব কাজ করতে হয় না ।কেউ অস্ত্র হাতে যুদ্ধ করে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কন্ঠ দিয়ে যুদ্ধ করে ।একটা সত্যি কথা বলি শোনেন বাংলাদেশে নাড়ীদের পক্ষ নিয়ে যারা বিন্দুমাত্র কথা বলে তারা কিন্তু এরাই ,অন্য কাউকেই দেখি না কথা বলতে ।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
প্রকৃতির প্রতিফলন বলেছেন: ভাই আপনি একটু চিকিৎসা করান। আপনার ভাল চিকিৎসার প্রয়োজন।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
আহমেদ রিজভী বলেছেন: এগুলার একটারেও যদি হাতের কাছে পাইতাম থাফ্রাইয়া এদের চেতনা আর চুচিশীলতা বাইর করতাম ।
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: রাজীব দে সরকার ও নিয়েল হিমু বলেছেন: এই নারীবাদীরা তো তুমগো মত ঘাশ আর পাতা খায় না....... ঠিকই কইছেন ভাই, তাগো তো ঘাশ পাতা হজম হবে না..... তাদের দরকার শ্রমিকদের রক্ত আর মাংস। এর আগের ঘটনা গুলোই এর প্রমান দেয়।
আরে বলদ, নারীবাদীরাকি এখন সব উদ্ধার কাজে গেছে নাকি যে মাঠে নামা যাবে না....... যে যার যার কাজ করলেই তো হয়।
১৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮
বিডি আমিনুর বলেছেন: ঐ সব গাঁজাখোর চুসিল গুলা এই জায়গা কোন লাভ দেখতে পাচ্ছেনা তাই আপাতত তেনারা গাঞ্জা নিয়েই বেস্ত আছে ।
২০| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: কথা ভুল বলেন নাই। এইদেশে নারী স্বাধীনতা বলতে বুঝায় নারীদের যে কোন ধরনের ড্রেস পড়ার আর যেখানে সেখানে ডেটিং করার স্বাধীনতা। সেক্সুয়াল অবসেশন বড় কঠিন জিনিষ!
২১| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
শফিক১৯৪৮ বলেছেন: ঐসব মুর্গীর দোকানদার আর সেকসুয়ালি অবসেসড মাতারিরা আছে মালের ধান্ধায়, সাভারে মাল নাই গেলে চেয়ে বসে কিনা সেই ডরে যায়না ঘরে বইসা বইসা গান্জা টানতাছে।
২২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭
নিয়েল হিমু বলেছেন: আমাবর্ষার চাঁদ @ আয়োডিন যুক্ত লবন বেশি করে খান ঘাঁশ আর পাতার সাথে তাহলেই হবে । আর কাকপাখীর ১৬ নাম্বার মন্তব্যটা এক নজর দেখে নেওয়ার আহব্বান রইল
গারো হিল @ দেশী ভাই নতুন কৈরা কি আর কমু আপ্নারে কন ?
২৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
এ সামাদ বলেছেন: কথা ভুল বলেন নাই। এইদেশে নারী স্বাধীনতা বলতে বুঝায় নারীদের যে কোন ধরনের ড্রেস পড়ার আর যেখানে সেখানে ডেটিং করার স্বাধীনতা। সেক্সুয়াল অবসেশন বড় কঠিন জিনিষ!
২৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
আমাজোন বলেছেন: নারীবাদী দালাল গুলা নারীর অধিকার চায়না.......ওরা চায় নারীর শরীর অবাধ ব্যবহারের অধিকার..........
২৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০
প্রকৃতির প্রতিফলন বলেছেন: (y)
২৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১
স্বাধীনচেতা মানবী বলেছেন: আপনি কি বলতে চাইছেন, যখন হাজার হাজার মানুষ রানা প্লাজার মাঝে মৃত্যুর কঠিন পাহারায় রয়েছেন তখন নারীবাদীরা মানবাধিকার এর কথা না বলে নারীদের কথা বলবে । নারীবাদীরা নারী বলে তাদের বাবা ভাইয়ের কথা বলবে না ? আর নারীবাদী মাত্রই অবাধ যৌনাচার চায় একথা আপনি কোথা থেকে জেনেছেন ? যার থেকে জেনেছেন উনি আর যাই হন না কেন অন্তত নারীবাদী নন । একটা মেয়েকে টিজ করলে যারা থাপ্পড় লাগাতে পারে তারা যৌনাচার চান না, সদাচার চান । আপনি নারীবাদীদের নিয়ে যে বাজে মন্তব্যগুলো করেছেন তাতে গা গুলিয়ে আসছে । ভিন্নধর্মী কিছুকে আপনি কোনকিছুর প্রতীক হিসেবে ব্যাবহার করতে পারেন না ।
২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
প্রকৃতির প্রতিফলন বলেছেন: দেখুন আপু, আমি নারীজাতিকে সম্মান করি।
আল্লাহ্ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন। এবং দুটি জাতিতে বিভক্ত করেছেন। একটি নারী, একটি পুরুষ। এবং এদেরকে দুটি সম্পূর্ণ সতন্ত্র বৈশিষ্ট দিয়ে সৌন্দর্য মন্ডিত করেছেন। এরা পরস্পরের সহায়ক। পরস্পরের প্রতিদ্বন্দ্বি নয়।
মহান আল্লাহ্ বলেছেন-
"আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা’আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী। (সুরা আত তওবাঃ ৭১)
"আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেনে কানন-কুঞ্জের, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ। তারা সে গুলোরই মাঝে থাকবে। আর এসব কানন-কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুতঃ এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি। এটিই হল মহান কৃতকার্যতা। (সুরা আত তওবাঃ ৭২)
কিন্তু এই নারীবাদীরা নারী-পুরুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বি করে তুলেছে।
আপু আপনি কি মনে করেন আল্লাহ্ নারীদেরকে পর্যাপ্ত অধিকার দেন নি?
এই নারীবাদীরা যখন আল্লাহ্র দেয়া বিধানকে মধ্যযুগীয় বলে, সেকেলে বলে তখন আমারও গা গুলিয়ে আসে।
আপনি বললেন- ঐ নারীবাদীরা নাকি "যৌনাচার চান না, সদাচার চান" । তো কিভাবে তারা এই সদাচার অর্জন করবে? রাস্তায় বের হয়ে?
অথচ আল্লাহ্ তো বললেন-
"তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে। (সুরা আল আহযাবঃ ৩৩)
আল্লাহ্ তো চাচ্ছেন আপনাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
মহান আল্লাহ্ আরো বলেন-
"নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাযতকারী পুরুষ, , লজ্জাস্থান হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার। (সুরা আল আহযাবঃ ৩৫)
আপনি দয়া করে এই পোষ্টটা পড়ুন।
২৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
কেএসরথি বলেছেন: রাজীব দে সরকার যে চামচামি করবে সেটা তো জানা কথাই।
ভেবে অবাক লাগছে যে, নিয়েল হিমুও চমাচামি করতেছে
জাফর স্যারের কাছ থেকে একটা কথা শুনতে চেয়েছিলাম। আর আনিসুল হক কাছ থেকেও।
২৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
স্বাধীনচেতা মানবী বলেছেন: আপনারা যে ছত্রছায়ায় আছেন বা থাকছেন সেটা কি ? সকলেই দুই নির্লজ্জ মহিলাকে বছরের পর বছর ভোট দিয়ে নেতৃত্বের জন্য রাখছেন । আমাদের ইসলাম ধর্মে কি নারী নেতৃত্বকে হারাম করেনি ? "বিজ্ঞান না কোরান" নামক একটি বইতে পড়েছিলাম পুরুষদের ব্রেইন এর ওজন ২৪৭ গ্রাম এবং তা নতুন নতুন বুদ্ধিমত্তা সৃষ্টি করতে পারে, অপরপক্ষে নারী মগজ প্রায় ১৫০ গ্রাম যা বুদ্ধিমত্তা বৃদ্ধি করেনা বরং সীমাবদ্ধ পরিসরে তার রুপান্তর ঘটে । আমার প্রশ্ন আপনারা নারীবাদীদের গুষ্টি উদ্ধার করলেন যা নিজের চোখে দেখলাম এবং আমার কাছে ও অপমানজনক । এমন করে ওই মহিলাদ্বয় কে কিছু বলছেন না কেন ? আমরা ওনাদের মত শক্তিশালী এবং সুগঠিত নয় বলেই কি আমরা খুব খারাপ হয়ে গেলাম ।
আর একটি কথা, মেয়েদের ঘরের মধ্যে বন্দী করে রাখার কোন যুক্তি আমি দেখিনা । আপনি একটা মেয়েকে বোরকা পরাতে পারেন তার নিরাপত্তার জন্য কিন্তু আশেপাশের ছেলেদের চোখে হিজাব পরাতে পারবেন ?
আপনি অনেক আয়াতের বিবৃতি দিয়ে তথ্যবহুল কমেন্ট করেছেন কিন্তু একবারও আপনার মাথায় আসেনি যে আপনি যেটার পক্ষে কথা বলছেন, তারই বিপক্ষে অবস্থান নিয়ে ফেলেছেন । আপনি বলছেন ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন তাহলে আপনি কেন সম্মান দিয়ে কথা বললেন না ? কেন লম্পট উপাধি দিলেন ? লাম্পট্যের বৈশিষ্ট্য কি আপনার কাছে ? যখন মধ্যবয়সী মহিলাকে দেখলেও নিজের অধিকার ছেড়ে সাহায্য করতে আসেন না তখন কোথায় থাকে সম্মান ? আর মেয়েরা বাইরে বের হওয়া কি আপনার কাছে যৌনাচার মনে হয় ? নারীবাদীরা নারী-পুরুষকে প্রতিপক্ষ করে তোলেনি কখনোই । একজন মেয়ের টিকে থাকার জন্য যা দরকার তার অভিযোজন ক্ষমতাই হচ্ছে নারীবাদ । আশা করি পরের কমেন্টে আমার বাবা এবং ভাইকেও আপনি আমার প্রতিদ্বন্দ্বী করে তুলবেন না । নারীবাদীরাও কিন্তু বিয়ে করে সংসার করে, স্নেহময়ি মা হন, দুবেলা পরিবারের জন্য রান্না করেন । যারা ঘষেমেজে সাদা চামড়া প্রদর্শন করেন তাদের সঙ্গে নারীবাদের কোন সম্পর্ক নেই । সর্বোপরি নারীদের প্রতি পুরুষদের মনোভাব পরিবর্তন করুন, মা কিংবা বোন ভাবুন ; খারাপ চোখে না তাকালে (কতিপয় নোংরামি ছাড়া) ভালো কিছুই দেখতে পাবেন ।
২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
প্রকৃতির প্রতিফলন বলেছেন: সর্বপ্রথমেই আমি আপনার সাথে কথা শুরু করছি শান্তির সম্ভাষণে।
আসসালামু আলাইকুম। (আপনার উপর আল্লাহ্সুবানাহুতায়ালার শান্তি বর্ষিত হোক)
আপু আপনি উত্তেজিত হয়ে পড়ছেন। একটু শান্ত হোন।
আপু আপনি সর্বপ্রথম আমার এই পোস্টটি পড়ুন।
আপনি বললেন-"আপনারা যে ছত্রছায়ায় আছেন বা থাকছেন সেটা কি ? সকলেই দুই নির্লজ্জ মহিলাকে বছরের পর বছর ভোট দিয়ে নেতৃত্বের জন্য রাখছেন।"
এই কথার উত্তরে আমি বলব- আপনি কি আমার সম্পর্কে জানেন যে আমি এই দুই মহিলাকে কখনো ভোট দিয়েছি কি না?
এটা তো আমার উপর মিথ্যা অপবাদ দিলেন।
"আপনারা যে ছত্রছায়ায় আছেন বা থাকছেন সেটা কি? "- এই কথার মানে কি?
আপু দয়াকরে এই পোষ্টটি পড়ুন।
আপনি সম্ভবত আমার পূর্বের দেয়া জবাবে যে পোস্টটির লিংক দিয়েছিলাম তা সম্পূর্ণ পড়েন নি।
ঐ পোস্টটির প্রথম দিকটা পড়তে আপনার কাছে খারাপ লাগলেও একটু কষ্ট করে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।
যে সমস্ত তথা কথিত আধুনিক মানবেরা ইসলামের নারী সংক্রান্ত বিধান সেকেলে/তালেবানি/মধ্যযুগীয় বিধান মনে করেন এবং যারা বলে থাকে ইসলাম নারীদের গৃহবন্দী করেছে, স্বাধীনতা এবং অধিকার খর্বিত করেছে তাদের চিন্তাধারার বাস্তবতা প্রসঙ্গে . . . .
আর আপু আমি সকল নারীবাদীদের খারাপ বলিনি। আমি নাম উল্লেখ করে দিয়েছি প্রথমেই। সব জায়গাতেই ভাল খারাপ থাকে। ঠিক একই রকমভাবে এই নারীবাদীদের সমাজেও ভাল খারাপ রয়েছে। যারা নারীবাদীরা নারীদের অধিকার নিয়ে কথা বলে আনি তাদের খারাপ বলিনি। কিন্তু যারা নারীর অধিকার বলতে যা বোঝায় নারী-পুরুষ অবাধ মেলা-মেশা, নারীদের বেপর্দাভাবে চলাফেরা, ইত্যাদি তা আমি খারাপ বলেছি। যে সমস্ত নারীবাদীরা বিয়ে করে সংসার করে, স্নেহময়ি মা হন, ঈমানদার নারী, অনুগত নারী, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল নারী, বিনীত নারী, দানশীল নারী, নিজের আব্রু হেফাযতকারী নারী, এদের আমি অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান করি। সত্যি কথা বলতে এদের জন্য এমনিতেই মন থেকে একটা সম্মান চলে আসে।
কিন্তু আপনাকে এটা মানতেই হবে যে নারীবাদীদের মধ্যে খারাপ বৈশিষ্টের কিছু নারী রয়েছে। তাদের প্রতিও একই রকমভাবে এমনিতেই মন থেকে একটা ঘৃণা চলে আসে।
আমার এই পোষ্টটা শুধু তাদের জন্যই ছিল।
তাই এখানে আপনার উত্তেজিত হওয়ার কোন কারন নেই।
২৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
গুরুদেবজী বলেছেন: নারীদের প্রকৃত অধিকার দেখে আসুন এই পোস্টটি: Click This Link
০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪৬
প্রকৃতির প্রতিফলন বলেছেন: +
৩০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১
ইকবাল১৫০২ বলেছেন: আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনি একাই সাভারের দ্বায়িত্ব নিয়ে নিয়েছেন। টিভির ছবি দেখেত মনে হচ্ছে না কেবল আপনি আর কথিত হেফাজতে ইসলাম সেখানে কাজ করছে। সব কিছুর মধ্যে একটা ধর্মীয় হুলুদ দিলে খুব শান্তি না?
একটা মানবিক বিপর্যয়, যেখানে সকল সাধারণ মানুষ যোগ দিয়েছে উদ্ধারকারী দলের সাথে। তার সাথে অশ্লিলভাবে আরেক দলকে আক্রমণ করে নিজেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন।
ঈমানী দ্বায়িত্ব নাকি অন্য কিছু?
২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
প্রকৃতির প্রতিফলন বলেছেন: আপনার মতে এই মুহূর্তে ঐ সমস্ত ব্যক্তিবর্গের ভূমিকা কি ঠিক?
৩১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন:
৩২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
হযবরল আমি বলেছেন: সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাসহ অন্যদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারার বদলে দুর্বল ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ উঠেছে, ভবন মালিক রানা যুবলীগ নেতা বলেই সবচেয়ে কম শাস্তি রয়েছে খুঁজে খুঁজে এমন ধারায় মামলা করেছে পুলিশ। যদিও গতকাল মামলার যথাযথ ধারা সংশোধন করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে এর পরও কিছু বিতর্কিত ধারা সংযোজন করা হয়েছে এবং এটি মামলাকে ক্ষতি করতে পারে।
ভবন ধসের পরদিন ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা হয়। একটি মামলা করে পুলিশ। ইমারত নির্মাণ আইনে আরেকটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এটিও দায়সারা গোছের মামলা বলে আইনজীবীরা মনে করেন।
এ বিষয়ে আইনজীবীদের ভাষ্য হচ্ছে, এটি হত্যাকাণ্ড। হত্যার উদ্দেশ্য না থাকলেও যে কাজটির ফলে দুর্ঘটনা ঘটেছে তা
অপরাধজনক নরহত্যা। এই অপরাধজনক নরহত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। অথচ পুলিশ যে অভিযোগে মামলা করেছে তা প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মাত্র পাঁচ বছরের কারাদণ্ড। অন্যদিকে রাজউকের করা মামলায় সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে শুধু সোহেল রানাকে আসামি করা হয়েছে।
দুর্ঘটনার মামলা : সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ খান গত ২৫ এপ্রিল রাত পৌনে ১টার দিকে মামলা করেন দণ্ডবিধির ৩০৪.ক ধারায়। এ ধারায় বলা হয়েছে, বেপরোয়া বা অবহেলাজনকভাবে কাজ করে কারও মৃত্যু ঘটালে এবং তা যদি নরহত্যা না হয় তবে পাঁচ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধ হবে। তবে এ ধারাটি জামিনযোগ্য অপরাধ। আইনানুযায়ী যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা গ্রেপ্তার হলে সহজেই জামিন পেয়ে যাবেন। এ মামলার আসামিরা হলেন মূল ভবনের মালিক মো. আ. খালেক, তাঁর ছেলে সোহেল রানা, গার্মেন্ট মালিক আমিনুল ইসলাম, ডেভিড মেয়র রেকো, আনিসুজ্জামান ও বজলুস সামাদ।
আইনজীবীরা বলছেন, যদি জানা থাকে যে ভবনটি ভেঙে পড়তে পারে এবং জেনেও যদি কেউ সেখানে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ভবনে শ্রমিকদের কাজ করতে বাধ্য করানো হয় তবে অপরাধজনক নরহত্যা হবে। এ ক্ষেত্রে দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা করলে যথার্থ হতো। এই ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন অথবা ১০ বছরের কারাদণ্ড। এটি অজামিনযোগ্য। কিন্তু তা না করে জামিনযোগ্য ধারায় মামলা করা অবশ্যই ত্রুটিপূর্ণ ও বিশেষ উদ্দেশ্যপূর্ণ। দণ্ডবিধির ৩০৪ ধারায় বলা হয়েছে, যে কাজ দ্বারা মৃত্যু সংঘটিত হয়, সেই কাজ যদি মৃত্যু সংঘটনের বা মারাত্মক জখমের উদ্দেশ্যে করা হয় তবে তা অপরাধজনক নরহত্যা। এটির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর মৃত্যু সংঘটিত হতে পারে বলে জানা থাকা সত্ত্বেও সেরকম কোনো কাজ করতে বাধ্য করলে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধানও একই ধারায় বলা হয়েছে। রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ার পরও শ্রমিকদের সেখানে কাজ করতে বাধ্য করায় এই ধারা প্রযোজ্য বলে আইনজীবীরা মনে করেন।
৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
দাস্তান বলেছেন: আহমেদ রিজভী বলেছেন: কি আর করতেছে একটায় মুরগী ফেরী করতাছে, একটায় খোঁজ নিচ্ছে ইসলামী ব্যাংক
বা এ জাতীয় আর কোন প্রতিষ্ঠানের পুরষ্কার গ্রহন অনুষ্ঠান আছে কিনা আর বাকি গুলা আছে জমির চাচদের
মনোরঞ্জনে ।
৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
রানা িসরাজুল বলেছেন: আসল কথা হল এই সব লম্পট নারীবাদীরা নারীর স্বাধীনতা চায়না এরা চায় নারী স্বাধীনতার নামে ধোকা দিয়ে অবাধ যৌনচারের স্বাধীনতা।
৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
রাইসুল বাঙ্গালী বলেছেন: জাতি আপনের মত নারীবাদীকেই খুঁজছে!
৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
নবকবি বলেছেন: লিস্টিতে যাদের নাম আছে হেরা সব আওয়ামী লীগের বুদ্ধিজীবী (মানুষ না)।
৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
প্যাপিলন বলেছেন: এত াল্পুষ্ট এর ভিড়ে আর নতুন কইরা াল্পুষ্ট দিতে ইচ্ছে করতাসেনা
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
গারো হিল বলেছেন: এরা এখন একজন আরেকজনের াল কাটতেছে.......