![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদলে দাও বদলে যাও সেই প্রথম আলো।
ধিক্কার জানাবার ভাষা হারিয়ে ফেলেছি......!!
এক দিকে লাশের মিছিল আর চাপা পড়া মানুষের বাচার জন্য আর্তনাদ পাশে হাজার হাজার স্বজনদের প্রিয় জনকে ফিরে পাবার তীব্র আকাংখা ঠিক সেই মুহূর্তে
প্রথম আলর দিন বদলের ধারায় অনুষ্ঠিত হতে চলেছে মেরিল প্রথম আলো তারকা মেলার পুরুস্কার ।মানুষের সকল অনুরোধের পরও 'প্রথম আলো' কর্তৃপক্ষ তাদের পূর্ব নির্ধারিত 'মেরিল-প্রথম আলো পুরস্কার' অনুষ্ঠান স্থগিত করে নাই।
ধিক্কার জানাই এই অসুস্থ বুদ্ধি প্রতিবন্দিদের।
এখনও শ্ত শত লাশ দাফনের অপেক্ষায় অনেক লোক এখনও উদ্ধারের অপেক্ষায়।সেই দিনে প্রথম আলোর এই অনুষ্ঠান সবাইকে রীতিমত হতবাক করেছে।
ঘেন্নায় আমাদের মুখ তিতা হয়ে আসে।
আমরা এক্স ফাইলের পক্ষ থেকে ধিক্কার জানাই ঐ দিন বদলের ধারাকে।
ছিঃ প্রথম আলো! ছিঃ মেরিল!
ছিঃ!ছিঃ!ছিঃ!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
বাধা মানিনা বলেছেন: হেফাজতের ডান্ডা বেরী এদের বিরুদ্ধেই এই মুহূর্তেই প্রয়োজন।