নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনুগ্রহ

প্রকৃতির প্রতিফলন

সদা সত্যের সঙ্গে আছি।

প্রকৃতির প্রতিফলন › বিস্তারিত পোস্টঃ

জন্মগত মুসলিম !!!

৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

অধিকাংশ ক্ষেত্রেই নওমুসলিমরাই ইসলামকে সঠিকভাবে পালন করে থাকে। কারণ তারা জেনে বুঝে মুসলিম হয়েছে।

আর আমারা ইসলামকে কম মানি আর বোঝার চেষ্টাও করিনা,

কারণ আমারা জন্মগত মুসলিম !!!



আমাদের দেশের জন্মগত মুসলিম গুলো ইসলাম বলতে শুধু টুপি আর দাড়িকেই বোঝে। তাদের ইসলামের বিধি-বিধান সম্পর্কে তেমন কোন জ্ঞান নেই। আজ মসজিদে বয়স্ক এক লোক, ইয়া লম্বা দাড়ি , সাদা জোব্বা, দেখে মনে হল কোন আলেম। আমি নামাজের সময় কাতার ঠিক করার জন্য পায়ের সাথে পা লাগানো তো দুরের কথা, শুধু তার কাঁধের সাথে কাঁধ লাগাতেই সে চাপতে শুরু করল। সেও চাপে, আমিও তার দিকে চাপি। এক পর্যায়ে সে আমার উপর ভীষণ চটে গেল।

সে বলল- এই গরমের মধ্যে এত চাপতেছেন কেন?



আমি তার রাগের কোন প্রতিক্রিয়া না দেখিয়ে খুব শান্তভাবেই বললাম- এটা রাসুলের (সাঃ) আদেশ। কাতারে ফাঁকা রাখলে শয়তান ফাঁকের মধ্য দিয়ে যাতায়াত করে।এর উত্তরে সে বলল- আপনি কি দেখেন না, সবাই তো ফাঁকা-ফাঁকা হয়েই দাঁড়াচ্ছে। তাদের নামাজ কি হয় না। এভাবে নামাজ পড়লেও হবে।

পরে সে রাগ করে পেছনে গিয়ে দাঁড়াল।



এরা আসলে নামে মাত্র মুসলিম, জন্মগত মুসলিম, গরুর গোশত খাওয়া মুসলিম। এরা ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ, মূর্খ, জাহিল। এদের কারনেই ইসলামের বদনাম হয়। তাই আমি সকলকে অনুরোধ করব- কোন মুসলিমকে দিয়ে ইসলামকে বিচার করবেন না। ইসলামকে বিচার করুন কোরআন এবং সুন্নাহ দিয়ে। তবেই আপনি ইসলামের সৌন্দর্য খুজে পাবেন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

সত্য কথা বলি বলেছেন: ইসলামকে বিচার করুন কোরআন এবং সুন্নাহ দিয়ে। তবেই আপনি ইসলামের সৌন্দর্য খুজে পাবেন।
সুন্দর বলেছেন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

প্রকৃতির প্রতিফলন বলেছেন: অনেকেই হয়তো- নামাজের কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানোর দলিল চাইবেন। তাই আমি দলিল দিয়ে দিচ্ছি।

"আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সাঃ) বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা আমি আমার পেছন দিক থেকেও তোমাদের দেখতে পাই। আনাস (রাঃ) বলেন, তখন আমরা প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির সাথে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। [সহিহ বুখারি, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৬৮৯]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.