![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্দীত্বের দোহাই দিয়ে যারা মেয়েদেরকে আসলে কাপড় খোলাতে চান, তারা জানেন আ যে প্রকৃতপক্ষে মেয়েদেরকে আরও বেশি বন্দী করেন। এইদেশে ছেলে মেয়ে উভয়ের কাপড় চোপড়ে যে ব্যাপক বিবর্তন হয়েছে তা অজানা নয়। এইদেশে ১৯৯৯ সালে কোন মেয়ে মাজাক্কালি পরার শখ হয় নাই, হয়েছে হিন্দী সিনেমা দেখার পর। এইদেশে ১৯৫২ সালে লেগিংস পরে কোন মেয়ে মাঠে নেমেছে দেখা যায় না, এটা দেখা যায় ২০১১ সালে। চিপা জিন্স দূরে থাক, আজ থেকে ১০ বছর আগে জিন্স পরতেও কোন মেয়েকে দেখা যায় নাই, আজকে অলিতে গলিতে। আপনি কি কখনও চিন্তা করেছেন কারা ঠিক করে মেয়েরা কি পরবে ? কাদের হাতের ডিজাইনের জামা ফলো করছি আমরা ?
একটা মেয়ে কি কাপড় পরে সেটা ঠিক করে তার কালচার, ফ্যাশন হাউজ আর কিছু মডেল, সেটা সেই মেয়ে ঠিক করে না। বরং সে মার্কেটে যায়, সিনেমা দেখে, ম্যাগাজিন ঘাটে, সেখানে যেসব ড্রেসের বিজ্ঞাপন করা হয় সেগুলোই তারা পরে। আজকে যেটাতে স্মার্ট লাগছে, কালকে সেটা ক্ষ্যাত, কে বলেছে ? শখ আর সারিকা বলেছে।
কাদেরকে দিয়ে ঠিক করানো হয় কোনটা পরতে হবে আর কোনটা খুলে ফেলতে হবে ? এটা ঠিক করানো হয় এই মম-বিন্দু-ইশানাদের কে দিয়ে। বছরখানেক আগে লাক্স চ্যানেল আইয়ে এইদেশের মেয়েদেরকে শেখানো হল পার্টিতে গেলে হাটুর উপর কাপড় তুলতে হয়। নকশা শেখায় দিল ওড়নার জায়গা বুকে নয়, হাতে, না পরলেও চলবে। হিন্দী সিরিয়াল আর সিনেমাগুলো শেখায় শাড়ির ফাঁকে নাভি না দেখিয়ে চাম্মাক চালো হওয়ার কোন সুযোগ নেই। আমার প্রশ্ন তথাকথিত “স্মার্ট”,”উচ্ছল” এবং “মুক্ত” মেয়েরা যখন এইসব কাপড় পরে তখন কি তারা সেগুলো নিজে থেকে পরে নাকি তাদেকে এইসব ড্রেস পরানোর সেগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ঘোষণা করে সাইকোলজিক্যালি তাদেরকে প্রেসার দেয়া হয় ?
২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:২১
আল্লামা ইকবাল বলেছেন: আপনার পোষ্টের জন্য ধন্যবাদ । উপরে দেখেন একজন আইসা পড়ছে - ওনারা নারীদের কে বিকিনি পড়িয়ে ছাড়বেন । অতঃপর বলবেন - নারী যখন যার সাথে ইচ্ছা শুবে আপনার কি ? এভাবে ওনারা পরিবারের বন্ধন তথা সমাজে যে অশান্তি সৃষ্টি করছেন - সেটা বুঝার ক্ষমতা নাই ।
একটা কথা কি জানেন - ফাকা কলসি বাজে বেশী । কারণ ওটার ভিতরে যে কিছু নাই ।
৩| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৮
স্বপ্নতরী (রাজু) বলেছেন: মন জানালা বলেছেন: মেয়েরা কি পড়বে না পড়বে তা নিয়ে আপনার এত চিন্তা কেন?
চোখ যে মানে না - মনকে সে বেহায়া হতে নিত্য প্ররোচিতো করে। জৈবিকতা নিয়ন্ত্রনের ক্ষমতা বুঝি বিধাতা অনেককেই দেন নি যেন।।।।
৪| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৫
কাকচক্ষু বলেছেন: ভাই ভালো হইছে। হিন্দি নাটকের কি যেন কথা বললেন সত্য। সামনে পিছনে উভয় দিকেই খুললাম খুল্লা।
৫| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১
বাংলার আকাশ বলেছেন: আপনার পোষ্টের জন্য ধন্যবাদ
৬| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯
মন জানালা বলেছেন: আপনাদের তো নিয়ম মতে ওইসব ছবি দেখার কথা না। পুরুষদের পর্দা যে আছে ভুলে গেছেন? ছবিগুলো দেখেন আবার ওইসব নিয়ে পোস্ট ও দেন@@@@@
@স্বপ্নতরী (রাজু)
দৃষ্টি হচ্ছে শয়তানের তীরসমূহের মধ্যে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিষিদ্ধ বিষয় হতে দৃষ্টিতে ফিরিয়ে রাখবে আল্লাহপাক তাকে ঈমানের এমন নূর দান করবেন যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে।
১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪
প্রকৃতির প্রতিফলন বলেছেন: সুবাহানাল্লাহ!
আপনার এই কথা গুলো খুব-ই ভাল লাগল।
"দৃষ্টি হচ্ছে শয়তানের তীরসমূহের মধ্যে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিষিদ্ধ বিষয় হতে দৃষ্টিতে ফিরিয়ে রাখবে আল্লাহপাক তাকে ঈমানের এমন নূর দান করবেন যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে।"
দেখুন বর্তমানে এই সমস্ত অশ্লীল ছবির ছড়াছড়ি এতই বেশি যে রাস্তা-ঘাটে, পোস্টারে, বিল বোর্ডে, যেখানে সেখানে এগুলো দেখা যায়। এ গুলো দেখার জন্য এখন আর কোন কষ্ট করতে হয় না। আর জন্যই এ বিষয় নিয়ে এত লেখা-লেখি করতে হচ্ছে।
কোন নারী কি ধরণের পোশাক পরে তা নিয়ে আমাদের কোন আপত্তি নেই।
এই বিষয়টা আমাদের ভালভাবে বুঝে নিতে হবে যে-
একজন নারীর উচিৎ তাঁর স্বামীর জন্য সাজগোঁজ করা। স্বামীর সামনে আপনি আপনার বিয়ে করে স্ত্রীকে যে কোন সেক্সি পোশাকে দেখতে ভালবাসেন তাকে আমাদের কোন আপত্তি নেই। আপনি চাইলে তাকে ইন্ডিয়ান মডেলদের পোশাকও কিনে দিতে পারেন। তবে আপনার স্ত্রী যেন ঐ পোশাক পরে অন্য কাউকে নিজের সৌন্দর্য না দেখায়। কেননা তার সৌন্দর্য একমাত্র আপনার জন্যই। সে যে পোশাকই পরিধান করুক না কেন তাতে আমাদের কোন আপত্তি নেই। আপনার স্ত্রী যদি শুধু বিকিনিও পরে তাতেও আমাদের কোন আপত্তি নেই। সে আপনার মন জয় করার জন্য আপনাকে বিনদোন দেয়ার জন্য যে কোন পোশাক পরতে পারে তাতে কারো কোন আপত্তি থাকবে না। আপনার স্ত্রীর রূপ-সৌন্দর্য একমাত্র আপনার জন্য। এভাবে স্বামী-স্ত্রীর মাঝে যদি রোমান্টিকতা পরিপূর্ণ থাকে তবে সেটাকে তো আমরা না বলছি না বরং সমর্থন করছি। সে তার রূপ-সৌন্দর্য অন্য কারো সামনে প্রদর্শন করার অর্থ কি?
দেখুন আপনি যদি একজন মুসলিম হন তবে ইসলামের পক্ষে অবস্থান নিন।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
ভাইটামিন বদি বলেছেন: হাচা কথা তিতা.....!
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:০৩
মন জানালা বলেছেন: মেয়েরা কি পড়বে না পড়বে তা নিয়ে আপনার এত চিন্তা কেন?