নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনুগ্রহ

প্রকৃতির প্রতিফলন

সদা সত্যের সঙ্গে আছি।

প্রকৃতির প্রতিফলন › বিস্তারিত পোস্টঃ

"আসলাম তাসলাম" (ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবে।)

১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২১

বর্তমানে আমাদের মূর্খ মুসলিম গুলো পাশ্চাত্যের জীবনের ভোগ বিলাস দেখে তা পয়ার আশায় নিজের রব-কে ভুলে গেছে, নিজের পরকালকে ভুলে গেছে। তাদের নারী স্বাধীনতার নামে নারী দেহকে অবাধ উপভোগ, অবাধ যৌনাচার আমাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।



বস্তুত পশ্চিমাদের এই জীবন বাহ্যিক ভাবে আপাত দৃষ্টিতে দেখতে লোভনীয় হলেও সত্যি কথা বলতে এতে কোন শান্তি নেই। এই দুনিয়ার জীবনে শান্তি একমাত্র ইসলামেই আছে। ইসলাম শব্দটির অর্থ-ই হল শান্তি। এই জীবন ব্যাবস্থা শান্তির জীবন ব্যাবস্থা। এই জীবন ব্যাবস্থা আল্লাহ্‌ প্রদত্ত জীবন ব্যাবস্থা। তিনি-ই এই জীবন ব্যাবস্থার প্রবর্তক। আর আমাদেরকে ভালভাবে বুঝতে হবে তিনি সকল বিজ্ঞানীর চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী। তাই তার প্রদত্ত জীবন ব্যাবস্থায় কোন অশান্তি থাকতে পারে না। এই জীবন ব্যাবস্থা অনুসরণ করলে দুনিয়াতেও শান্তিতে থাকা যাবে এবং পরকালেও নাজাত পাওয়া যাবে।



তাই আমি সকলকে বলতে চাই- "আসলাম তাসলাম"

(ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবে।)



যারা পশ্চিমাদের এই অবাধ চাল-চলন দেখে মোহে বিভোর হয়ে যায় তারা বুঝতে পারে না এর পরিণাম কত ভয়াবহ!



মহান আল্লাহ্‌ বলেন,

"দেশে-বিদেশে কাফেরদের অবাধ চাল-চলন যেন তোমাদিগকে ধোঁকায় না ফেলে। এটা হলো সামান্য প্রাপ্তি-এরপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। কতই নিকৃষ্ট সে স্থান, অতি নিকৃষ্ট সে অবস্থান। কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্যে রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে। আর যা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্যে একান্তই উত্তম। (সুরা আলে ইমরানঃ ১৯৬-১৯৮)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

খাটাস বলেছেন: ইসলাম তো অনেকেই গ্রহন করছে ভাই, যার যত খানি প্রয়োজন সে শুধু তত টুকু ইসলাম গ্রহন করে এখন, পুরা টা না। এটাই সমস্যা।

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

প্রকৃতির প্রতিফলন বলেছেন: একেবারে ঠিক বলেছেন।

বাংলাদেশের মুসলিমদের কুরআনের উপর বিশ্বাস কম। তারা কিছু মানে কিছু বর্জন করে।

তারা ইসলামে মত নিজেকে গড়তে চায় না।
ইসলামকেই নিজের মত বানিয়ে দেয়।
আসল ইসলামে যা হারাম তাদের বিকৃত ইসলামে তা জায়েজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.