![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-উফ্, অসহ্য লাগছে;
::কেন কী হয়েছে?
---দেখা হলেই পাশের বাড়ির ঐ মহিলা কানের কাছে খালি ঘ্যান ঘ্যন করে- হিজাব পর , হিজাব না পরলে এই হবে, সেই হবে......
::কই খারাপ কিছু তো বলছেন না, হয়তো উপদেশ দিতে চাচ্ছেন।
---আমার এতো উপদেশ এর দরকার নেই, আমি খুব ভাল করেই জানি ইসলাম কী বলে। খেয়ে দেয়ে তো আর কাজ নেই,, আরে বাবা, নিজের চরকায় তেল দাও।।
::তাই বলে অন্যকে ভাল কাজের উপদেশ দেয়া যাবে না??
---এখানে তুমি ‘ভাল’টা কী দেখলে?
::কেন, হিজাব পরা কি ‘ভাল’ নয়?
---কে বলল ? কোথায় লেখা আছে যে এটা ভাল জিনিস?
::পবিত্র কোরআনেই এর উল্লেখ আছে,
---তুমি তো জান, আমি কোরআন এর সব কিছু মানতে পারব না।
::তার মানে আল্লাহ তোমাকে কিছু করতে বলবেন , আর তুমি তা পালন করবে না! তুমি কি জাহান্নামের শাস্তিকে ভয় পাওনা?
---আল্লাহ তো ক্ষমাশীল, তিনি এগুলা মাফ করে দিবেন ।
"“আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা খারাপ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি। এবং তওবা নেই তাদের জন্য, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে।” [আল কুরআনঃ সুরা নিসাঃ আয়াতঃ ১৮]
২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫০
প্রকৃতির প্রতিফলন বলেছেন: জি ভাই।
২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫
খাটাস বলেছেন: আমাদের বেশির ভাগ মানুষের চিন্তা বুইরা কালে ধর্ম কর্ম করা যাবে, নাউ লিতস ইঞ্জয়। তাই বুঝিয়া ও কেও বুঝতে চায় না। আমি নিজে পারি না ইসলামের সব মেনে চলতে। দোয়া করবেন ভাই। ভাল থাকবেন।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০০
প্রকৃতির প্রতিফলন বলেছেন: জাযাকাল্লাহ
৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫১
দয়াল সাহেব বলেছেন: ধর্মটাকে আমরা আনুষ্ঠানিকতায় ফেলে দিয়েছি । পছন্দসই বিষয়গুলো মানবো আর জটিলগুলো দুরে রাখবো । তবে ছোট মুখে বড় কথা সাহস করে বলি , আপনি যদি মুসলিম হোন দুটি কাজ অন্তত পক্ষে মেনে চলবেন :
১. নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন ২. মিথ্যা বলবেন না ।
দেখবেন ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: “আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা খারাপ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি। এবং তওবা নেই তাদের জন্য, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে।” [আল কুরআনঃ সুরা নিসাঃ আয়াতঃ ১৮]
মানুষ সময় থাকতে যদি বুঝত।