নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনুগ্রহ

প্রকৃতির প্রতিফলন

সদা সত্যের সঙ্গে আছি।

প্রকৃতির প্রতিফলন › বিস্তারিত পোস্টঃ

FM প্রসঙ্গ।

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:৫৫

FM:



এফএম’র অধিকাংশ শ্রোতা স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী। রাতে এফএমগুলোতে মেয়েদের আধিক্য চোখে পড়ার মতো। ছেলেদের সংখ্যাও নেহায়েত কম নয়। এফএম শুনলেই বোঝা যায়, একজন আরজেকে কাছে পেয়ে কতো আনন্দে ছেলে-মেয়েরা রাত পার করে দিচ্ছে। তাদের ফুর্তির সীমা নেই। যেন বাঁধভাঙা উল্লাস। মুঠোফোনের মাধ্যমে ক্ষুদে বার্তায় একজন অন্যজনের কাছে পৌঁছে দিচ্ছে প্রেমকাতর কথাবার্তা। মোবাইলেও কখনো কখনো প্রেমবিষয়ক কথা হয় আরজের সঙ্গে। আরজে শ্রোতার সমস্যা শুনছেন এবং সমাধান দিয়ে যাচ্ছেন। যেন স্বপ্নে পাওয়া অলৌকিক ক্ষমতা। গভীর রাতে এদেশের রেডিও জকিরা হয়ে যান মুশকিল আসানকারী কবিরাজ। অমার্জিত অশ্লীল কথার তুফান ছোটে তাদের মুখে। পরিকল্পিত ভাবেই এসব অশ্লীলতার প্রসার ঘটানো হচ্ছে। নতুবা ঢাকাএফএম ‘নেভার মাইন্ড’ ও ‘ক্লাব নাইনটি ফোর’, এবিসি ‘পার্টি নাইট’ এবং পিপলসরেডিও ‘ড্রিমল্যান্ড এক্সপ্রেস’-এর মতো ফালতু ছ্যাবলা নোংরা উদ্ভট অনুষ্ঠানসমূহ পরিচালনা করতো না।



নোংরামি আর অশ্লীলতা রাতের 'শো’ গুলোতে মাত্রা হারিয়ে ফেলে। এ প্রসঙ্গে প্রভাষক এম. আবদুল্লাহ সরকার লিখেছেন, ‘আরজেরা যৌন সুড়সুড়িমূলক গান শোনাতে থাকেন সারা রাত ধরে। রাতভর চলে টিনএজদের প্রেম, অশ্লীল কথাবার্তা। পাঠানো হয় নোংরা ম্যাসেজ। শ্রোতাদের মধ্যে যারা মেয়ে, তারাও ঢালাও প্রেম-পিরিতের কথা এবং নানা ঢংয়ের যৌনতা নিয়ে কথা চালাচালি করে যাচ্ছে অহরহ। যেন এর কোনো সামাজিক দায়বদ্ধতা নেই। কারো কাছেই যেন জবাব দেয়ার প্রয়োজন নেই।’



এভাবে যারাও একটু ভালো থাকতে চাইতো, তাদেরকেও অনৈতিক কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে এফএম।



আল্লাহ তায়ালা বলেন:

إِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

"অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত রয়েছে সম্মানিত আমল লেখকবৃন্দ। তারা জানে যা তোমরা কর"। (সূরা ইনফিতার: ১০, ১১ ও ১২)



তিনি আরো বলেনঃ

"অবশ্য আল্লাহই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট। (সুরা আন নিসাঃ ৬)



টিনেজারদের মধ্যে যারা এই কাজে লিপ্ত আছ, তাদেরকে আমি উপদেশ দিচ্ছি- আল্লাহ্‌কে ভয় কর।

আল্লাহ্‌ ভীতিই মুসলমানের জন্য শেষ্ঠ পাথেয়।



আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন,

"আল্লাহ্‌ ভীতিই মানুষের সর্বশ্রেষ্ঠ পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষেরা তোমরা আমাকেই ভয় করো" (সূরা বাক্বারাঃ ১৯৭)



সর্বশক্তিমান আল্লাহ্‌ নির্দেশ দেনঃ

"আর আমাকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো" (সূরা বাক্বারাঃ ১৮৯)



"যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা লঙ্ঘন করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি। (সুরা আন নিসাঃ ১৪)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.