![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্ত্রীকে চড় মারার দায়ে এক সৌদি নাগরিককে প্রকাশ্যে ৩০ বেত্রাঘাত এবং ১০ দিনের কারাদণ্ড দিয়েছে সৌদি আদালত । বুধবার জিও নিউজ জানায়, পূর্ব কাতিফ জেলার সাফওয়া শহরে আদালতের নির্দেশে ওই ব্যক্তিকে বেত্রাঘাত করা হয়। পুলিশের কাছে ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন, তর্কাতর্কির এক পর্যায়ে তার স্বামী তার গালে চড় মারেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী তার পিতামাতার অবাধ্য ছিলেন। আদালত ওই নারীকে তার স্বামীকে বেত্রাঘাতের সময় সেখানে উপস্থিত থাকার আদেশ দেন। সূত্রঃ Click This Link
ইসলামে নারী স্বাধীনতা নাই !
নারীর নিরাপত্তা নাই !!
এসব বলে যারা গলা ফাটান তারা এখন কি বলবেন । আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই , যেইখানে ইসলামী আইন নাই সেইখানেই সর্বাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে , নারীকে ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করে অবমূল্যায়ন করা হচ্ছে । পক্ষান্তরে ইসলাম নারীদের দিয়েছে নিরাপত্তা ও সম্মানের সহিত সর্বাধিক স্বাধীনতা । দালাল মিডিয়া , ইসলাম বিদ্বেষীরা এই সকল খবর প্রচার করবেনা । কারন মানবজাতির জন্য ইসলামী আইনের উপকারীতা প্রচার করতে গেলে তাদের ধুতি খুলে যাবে ।
ইসলামের নারী সংক্রান্ত বিধান কতটা আধুনিক তা জানতে এই পোস্টটি দেখুন
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
প্রকৃতির প্রতিফলন বলেছেন: তাই এখানে দোষ ইসলামের না।
আমাদের দেশে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত থাকত তবে যে কোন স্বামী তার বউকে ইচ্ছামতো পিটুনি তো দুরের কথা একটা চড় দেয়ার আগেও দশবার ভাবত।
২| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
দি সুফি বলেছেন: ইসলামী শাসন থাকলে যে পাশের বাসার ভাবীর দিকে তাকানো যাবে না - এই লেইগা উনাদের বেশি চুলকায়
৩| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
নিষ্কর্মা বলেছেন: আমাদের দেশে যারা ইসলাম কায়েমের জন্য ঊঠে পড়ে লেগেছে, তারাই তো সঠিক ভাবে ইসলামকে জানে না। তাই সঠিক ভাবে ইসলামি নিয়ম-কানুন মানেও না। তাদের দেখে কেউ ইসলাম মানতে আগ্রহীও হয় না।
আমি জানি না, কেন জানি ইসলামের প্রচারকরা এই কথাটা মানতে পারেন না, নিজেদের সংশোধনও করেন না। উলটা যারা এসব বলে, তাদের মুরতাদ বা কাফের বলে আখ্যায়িত করে।
ইসলাম তাদের এইসবই শিক্ষা দিয়েছে বলে মনে হয়।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৩
প্রকৃতির প্রতিফলন বলেছেন: জি আপনি ঠিক বলেছেন।
তবে আপনি কি জানেন কেন মুসলিমরা আজ এত পথভ্রান্ত?
আল্লাহর রাসূল (সাঃ) বলেন , “তোমাদের মাঝে দুটি জিনিস ছেড় যাচ্ছি; তা যদি তোমরা শক্তভাবে ধারণ কর, তবে কোন দিন পথভ্রষ্ট হবে না; আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ’’। (মুয়াত্তা মালিক , মেশকাত ১ম/হাঃ ১১৭)
৪| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
মাইন রানা বলেছেন: @ নিষ্কর্মা সহমত
ঠিক বলেছেন নিজেরা সঠিক ইসলাম না জানলে ইসলাম কায়েম করা সম্ভব নয়। এটা একদম সত্য কথা। মিথ্যা দিয়ে সত্য প্রচার সম্ভব নয়।
আপনাকে অভিনন্দন জানাবো যদি সঠিক ইসলাম প্রচার করেন।
৫| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: দি সুফি বলেছেন: ইসলামী শাসন থাকলে যে পাশের বাসার ভাবীর দিকে তাকানো যাবে না - এই লেইগা উনাদের বেশি চুলকায়
@@ নিষ্কর্মা , আপনার মত বিশেষ ভাবে ইসলাম জানা লোকরা ইসলাম প্রচার করেন না কেন?
৬| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মুদ্দাকির বলেছেন: এই খবর ফলাও করে প্রচার করবে না মিডিয়া, কারন পরিস্কার ..............................
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪
প্রকৃতির প্রতিফলন বলেছেন:
৭| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২
আমি অপদার্থ বলেছেন:
ইসলামের নিয়মে চললে ঘরের বউ এর মত হাজারটা বউ প্রতিদিন কোথায় পাবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬
মাইন রানা বলেছেন: আমাদের দেশে বউকে ইচ্ছামতো পিটুনি দিলেও কিছু হয়না।
ইসলামের বিন্দু পরিমান আদর্শ কারো মনে থাকলে সেই পুরষ তাঁর স্ত্রীকে মারাতো দুরের কথা ফুলের টোকাও দিতনা।
ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক্য অত্যন্ত মধুর ও প্রেমময়। এখানে দুইজন দুইজনের দায়িত্ব, কর্তব্য খুব স্পষ্ট করে ইসলামে বলা আছে।