![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধিক্কার জানাই ঐ সব পরিমলিয় বর্বরতার। ধিক্কার জানাই এই বুদ্ধি প্রতিবন্ধকতাকে।
আল্লামা আহমদ শফীর তেতুল তত্ত্ব নিয়ে চায়ের কাপে, ফেইসবুকে, ব্লগে, টকশোতে, প্রধান মন্ত্রীর বক্তব্যে, এমনকি সংসদেও! কেউ কেউ তো অমুসলিম দাবি করে বসেছে! আর কেউ বলছে নারীদেরকে যৌন দাসী বানাতে চাই!
এখন! এখন কই তোদের চুলকানী? চুপ কেন তোরা? মানবতার আন্ধা মিযান কই? গুগলে খুজেও তো পাচ্ছি না! ধিক্কার ধিক্কার এই সব নারী বাদীদের। ধিক্কার এই সব মানবতা বাদীদের!
ঐসব পিচাশ পরিমলিয় শিক্ষকদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই! ধিক্কার জানাই ঐ সব পরিমলিয় বর্বরতার।
চরিত্রহীন ঐ শিক্ষকের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একুশে টিভি সেখানেই ফুটে উঠে তার যৌন চরিতার্থের কুচ্ছিত চরিত্র, দেখা যায় কুষ্টিয়ার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক পান্না মাষ্টার , প্রায় দেড়শ জন ক্লাশ এইট, নাইন , টেন পড়ুয়া মেয়েকে ধর্ষন করেছে । শুধু ধর্ষন করেই ক্ষান্ত হয়নি এই শিক্ষক নামের কলংক নরপিশাচ । ধর্ষনের ভিডিও চিত্র ধারন করে , ভিক্টিমের পরিবার থেকে টাকাও আদায় করে নেয় এই শিক্ষক ।
ক্লাশ এইট থেকে একটি মেয়ে এই পান্না মাষ্টারের যৌনসঙ্গী হলেও , এখনো রেহাই মিলেনি তার , ভিডিও চিত্র দেখিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে প্রতিদিন।
আপনাদের কি মনে আছে পরিমলের কথা ? হাঁ এই দেশটিতে এমন কিছু ঘটনা হরহামেশাই ঘটে যা বিশ্ববিবেককে নাড়া দিয়ে যায়। কিন্তু পাষাণ আফসুস! এই নাস্তিক সরকার এদেরকে লাই দিয়ে দিয়ে মাথাই তুলেছে। বিচার তো দূরে সামান্য টাকার বিনিময়ে এদের যামীন দিয়ে আরো উৎসিহত করছে ধর্ষেণে! এত ঘটনা ঘটেছে তার কোন বিচার আজও জাতি দেখে নি। কিন্তু চুপ থাকেনি অনলাইন একটিভিস্টরা। তারা আগুণ ঝরিয়েছে। তাদের প্রতিবাদে আর যাই হোক পুরু বিশ্বে ধিকৃত হয়েছে।
পরিশেষে আবার আবারো আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্বের সকল অনলাইন একটিভিস্ট আর ব্লগারের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে আর কতো নিচে নামতে পারলে তবে মানবতা পদদলিত হবে। সবাই চুপ থাকলে বিশ্ববিবেক চুপ থাকতে পারেনা। এই অনলাইন একটিভিস্টদের বেশিরভাগই তরুণ। আমরা তরুণরা মরতে জানি, কিন্তু বিবেক বিসর্জন দিয়ে কলম বাণিজ্য করতে শিখিনি। আমাদের প্রতিবাদের ভাষা হোক ইস্পাত কঠিন। এই ভাষা টলিয়ে দিক অত্যাচারীর সিংহাসন। প্রতিবাদের সোচ্চার হোক পুরো বিশ্ব। পাষণ্ডদের শাস্তি হোক। আবার সাপমুক্তি হোক অসহায়, নিপীড়িত আর পদদলিত মানবতার এই প্রত্যাশা আমাদের সকলের।
ধিক্কার জানাই ঐ সব পরিমলিয় বর্বরতার।
২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
সোহানী বলেছেন: আমাদের প্রতিবাদের ভাষা হোক ইস্পাত কঠিন। প্রতিবাদের সোচ্চার হোক পুরো বিশ্ব। পাষণ্ডদের শাস্তি হোক। আবার সাপমুক্তি হোক অসহায়, নিপীড়িত আর পদদলিত মানবতার এই প্রত্যাশা আমাদের সকলের..............................
সবসময় আছি আপনাদের সাথে। আর তো সহ্য হচ্ছে না দিনের পর দিন এদের কলঙ্কের কাহিনী...
৩| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৩
নতুন বলেছেন: কিছু কিছু বিষয়ে সরকার, প্রশাসনের উচিত জিরো টলারেন্ছ পলিছি নেওয়া...
নারী/শিশুর উপরে যৌন নিপিড়ন..এর দৃস্টান্তমুলক সাজা না দিলে এই অপরাধ হতেই থাকবে...
নারীদের ও সচেতন হতে হবে.... ভুক্তভুগীদের এক জনও যদি বিষয়টা অন লাইন মিডিয়াতেও জানাতো তবে সাংবাদীক/পুলিশের নজরে পড়তো এবং বিষয়টা সবার নজরে আসতো...
সেটা হইলো ১৫০ নারীর পরে...
নারীরা নিজেদের অনেক বুদ্ধিমতী ভাবে..... এই ঘটনা প্রমান করে তারা আসলে কতটা অবলা...
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
0গাংচিল বলেছেন: এখন! এখন কই তোদের চুলকানী? চুপ কেন তোরা? মানবতার আন্ধা মিযান কই? গুগলে খুজেও তো পাচ্ছি না! ধিক্কার ধিক্কার এই সব নারী বাদীদের। ধিক্কার এই সব মানবতা বাদীদের!