![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের নিরাপদ যাতায়াত ও শপিংয়ের সুযোগ করা যায় অনায়াসেই।
অথচ এই দু'টি ক্ষেত্রেই আমাদের মুসলিম মা-বোনেরা প্রতিনিয়ত হয়রানী ও বিব্রতকর অবস্থার শিকার হচ্ছেন।
গাউসিয়ার মতো শপিং সেন্টারগুলোর ভীড় কতটা ভয়াবহ বিশেষ করে ঈদের মার্কেটে তা নিশ্চয়ই কম বেশি সকলেরই জানা।
মহিলাদের অনেক প্রয়োজনীয় ও একান্ত ব্যক্তিগত কেনা-কাটাও করতে হয় কোন পুরুষ সেলস ম্যানের কাছ থেকে। সেখানে ঐ পুরুষ সেলস ম্যানের নিকট তার দেহের কিছু একান্ত ব্যক্তিগত পরিমাপও বলতে হচ্ছে, এক্ষেত্রে আমাদের মুসলিম মা-বোনেরা প্রতিনিয়ত হয়রানী ও বিব্রতকর অবস্থার শিকার হচ্ছেন।
তাই তাদের শপিংয়ের জন্য আমাদের দেশে আলাদা ফিমেল কর্নার হওয়া উচিত।
এতে নারীদের কর্ম সংস্থানেরও সুযোগ হবে। আমাদের নারীবাদীরা বেপর্দা আর উলঙ্গপণায়ই নারীদের সম অধিকার চায়, চিল্লা-চিল্লি করে, কিন্তু গঠনমূলক কোন কথা তারা বলে না।
রাজনীতিতে নারীদের অংশ গ্রহনে আমাদের সুশীল সমাজ ও নারীবাদীরা খুবই তৎপর।
নারীদেরকে রাস্তাঘাটে বেপর্দা ভাবে চলাফেরা করাতেও তারা খুব তৎপর।
কিন্তু নারীদের সম্মানিত করতে, নারীদের আব্রু-ইজ্জত রক্ষা করতে, তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করতে ঐ সমস্ত সুশীলদের কোন পদক্ষেপ নেই।
সব শিয়ালেই মুরগির স্বাধীনতা চায়
মুরগি স্বাধীন হলেই শিয়াল ভাল খাবার পায়।
ঠিক তেমনি
সব নারীখোররা নারীদের বেপর্দার স্বাধীনতা চায়।
যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে,
মুল কথা হচ্ছেঃ
শুধু রাজধানীতেই মহিলাদের পোশাকের কমপক্ষে ১০ হাজার স্টোর রয়েছে।
যার ৯৯% এর বিক্রেতাই পুরুষ। এগুলো নারীদের দ্বারা পরিচালিত হওয়াটাই সমীচীন ছিল।
তাছাড়া গাউছিয়ার মত শপিং সেন্টারগুলোতে আমাদের মুসলিম মা-বোনেরা শপিং করতে গিয়ে কত পুরুষের সাথে গাঁ ঘেঁষা সহ কত যে শালিনতাহানীর স্বীকার হচ্ছেন তা বলাই বাহুল্য।
তাই গাউছিয়ার মত শপিং সেন্টারগুলোতে ফিমেলদের জন্য 'ফিমেল আওয়ার' কিংবা 'ফিমেল ডে' (যে ঘন্টা কিংবা দিবস গুলোতে কেবল মহিলারাই শপিং করতে পারবে)
ঘোষণা করার মাধ্যমে সহজেই তাদের নিরাপত্তার নিজের আব্রু রক্ষার সাথে কেনা-কাটার সুযোগ দেয়া যায়।
# অবশ্য আমার এই দাবীর নারীবাদীরা তীব্র বিরোধিতাও করতে পারে।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: বববব
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১
তন্ময় ফেরদৌস বলেছেন: ফার্মেসিগুলাতে নারী সেলসম্যান দরকার নাই ?
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫
প্রকৃতির প্রতিফলন বলেছেন: কেন নয়?
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কি কমু বুঝতাছি না.....
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯
ঢাকাবাসী বলেছেন: এই দেশের পার্লামেন্টের স্পীকার প্রধানমন্ত্রী, পররাস্ট্রমন্ত্রী টেলি মন্ত্রী সব মহিলা সেই দেশের সাধারণ মহিলারা ম্যাক্সিমাম নিরাপত্তাহীনতায় ভোগে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
প্রকৃতির প্রতিফলন বলেছেন: ঠিক বলেছেন
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
স্বপ্ন বাংলা বলেছেন: জান্তে মনে চায়, প্রধানমন্ত্রী এবং অন্যান্য নারী নেত্রীরা কিনে কেমনে ?????
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১
প্রকৃতির প্রতিফলন বলেছেন: তাদের কি আর হায়া, আব্রু নিয়ে কোন চিন্তা আছে নাকি?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
তারেক বলেছেন: নিউর্মাকেটে মেয়েদের একান্ত কাপড়-চোপড় কিনার জন্য মহিলা দোকানী সহ স্টল আছে।নিউর্মাকেটের উত্তর দিকের র্মাকেটের দোতলায়।