নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বশক্তিমান সৃষ্টিকর্তার অনুগ্রহ

প্রকৃতির প্রতিফলন

সদা সত্যের সঙ্গে আছি।

প্রকৃতির প্রতিফলন › বিস্তারিত পোস্টঃ

সেকুলার কান্ট্রি! সেকুলার বাংলাদেশ!

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

হাসবো না কাঁদবো, বুঝতে পারছি না!

এটাও দেখার বাকি ছিল?



ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসলেন কুখ্যাত মমতাজ এবং আঁখি আলমগীর। তারপর গান গেয়ে মাতালেন। ইসলামিক অনুষ্ঠান শুরু হয় গান-বাজনা দিয়ে।

আমরা কিছু বলি নি, কারন মমতাজ একজন সরকারি এমপি, আর ইসলামী ফাউন্ডেশনটাও এখন সরকারের দখলে।



তারপর দিরাইয়ে এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হয়ে উপস্থিত হলেন সুরন্জিত বাবু। এটাও আমরা মেনে নিলাম। নির্বাচনী এলাকা। আর ঐ ইফতারের আয়োজকরাও মনে হয় সুরন্জিত মার্কা ছিল।

যাই হোক, আজ এনটিভির পিএইচপি কুরআনের আলো অনুষ্ঠানে অতিথি হয়ে আসলেন সাকিব খান।



হায়, বাংলাদেশ! হায় জ্ঞানপাপীরা! ইসলামটাকে তোরা কি মনে করিস?

কি আর বলবো! এর নামই বোধহয় আওয়ামী স্বপ্নের সেই সেকুলার কান্ট্রি!

সেকুলার বাংলাদেশ!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

অবুঝ পাঠক বলেছেন: সাকিব খান ইসলামী অনুষ্ঠানে আসলে সমস্যা কি ?

২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

এন ইউ এমিল বলেছেন:

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

লেখাজোকা শামীম বলেছেন: এর জন্য দায়ী যারা অনুষ্ঠানের আয়োজক, তারা। তারা কেন এই সব ব্যক্তিকে দাওয়াত দেয় ?

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

প্রথম বাংলা বলেছেন:
একটা পার্টিতে যেকেও আসতে পারে, কোন সমস্যা নাই, তবে তার আচরণ এবং পরিবেশনা হলো বিবেচ্ছ বিষয়, গান গাওয়াটা জঘন্য বেপার, অমার্জনীয়।

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

নূর আদনান বলেছেন: B:-) B:-) |-) |-) :-< |-)

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

xewel বলেছেন: হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে মানুষ ভালো কাজে অংশগ্রহণ করতে পারে, তাতে বাধা দেয়ার কিছু নেই। বলা যায় না... হয়তো এ থেকেই একজন মানুষের জীবনের মোড় ঘুরে যেতে পারে।

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

আসিক ইসলাম বলেছেন: valo laglo......

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামিক ফাউন্ডেশন একটি ইন্সটিউট, এখানে নির্দোশ কালচারাল অনুষ্ঠান হলে কোন সমস্যা দেখি না।
Click This Link

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

প্রকৃতির প্রতিফলন বলেছেন: আপনি কি মুসলিম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.