![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
: এই যে ভাই, আপনি কি শূকরের মাংস খান?
: নাউজুবিল্লাহ! আমি মুসলমান! শূকরের মাংস কেন খাব??
-
: আপনি কি আপনার মায়ের সাথে যিনা করেন?
: আস্তাগফিরুল্লাহ! আপনি কি মুসলিম? এই কথা কেমনে বলতে পারলেন?
-
: আপনি কি সুদ খান? ব্যাংকের সাথে লেন-দেন করেন?
: ইয়ে! মানে, সেটা তো করি আর কি!
-
: আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন?
-
: ইয়ে, পাঁচ ওয়াক্ত হয় না। তবে চেষ্টা করি। কিন্তু প্রত্যেক শুক্রবারে জুমাটা শুধু পড়ি।
-
: আর শুক্রবারে ফজর, আছর, মাগরিব এশা ?
-
: না! মানে! ইয়ে! ইয়ে! ইয়ে!
-
: আচ্ছা! একটু আগে তো শূকরের মাংস খাওয়ার কথা এবং মায়ের সাথে যিনা করার কথা বলায় আপনার ঈমান জেগে উঠল! বলে উঠলেন- : নাউজুবিল্লাহ!! আস্তাগফিরুল্লাহ! ইত্যাদি। আর এখন কি নিজেকে মুসলিম মনে হচ্ছে ?
আপনি কি জানেন আল্লাহ্র রাসুল (সাঃ) সুদ খাওয়াকে নিজের মায়ের সাথে ব্যাভিচারে লিপ্ত হওয়ার সাথে তুলনা করেছেন??
-
: না! মানে! ইয়ে! ইয়ে! ইয়ে!
-
: অপর হাদিসে রয়েছে- জাবের (রাঃ) বলেন- আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ্র বান্দা ও শিরক-কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা। [সহিহ মুসলিম, ১ম খন্ড, ঈমান অধ্যায়, হাদিস নং-১৫৪]
.
মহানবী (সাঃ) বলেছেন- আমাদের ও কাফেরদের মাঝে চুক্তি হল সালাত। সুতরাং যে ব্যক্তি তা ত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। ( তিরমিজিঃ ২৬২১, ইবনে মাজাহঃ ১০৭৯)
.
শুনুন, শুধু শূকরের মাংস বর্জন করে গরুর মাংস খেলেই মুসলিম হওয়া যায় না। যদি অন্তত মুসলিম থাকতে চান তবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। সালাত পরিত্যাগ করলেই সে কাফির। তাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে এর বিকল্প কোন পথ নেই। এবং হালাল রুজি দ্বারা অবশ্যই অবশ্যই জীবিকা নির্বাহ করতে হবে। আপনার জীবিকায় যদি সুদ, ঘুষ , চুরি, বেঈমানি, আত্মসাৎ ইত্যাদি থাকে তবে আপনার দাড়ি যতই লম্বা হোক, আপনি যতই তাহাজ্জুদ গুজারী হোন না কেন, নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালে দাগ-ও পরে যায় তাতে কোন লাভ হবে না। যদি আপনার জীবিকা হারাম দ্বারা পরিচালিত হয় তবে আপনার নামাজ, হজ্জ, বা কোন দান-সাদকা বা অন্য কোন ইবাদাত কোন কাজে আসবে না। আপনি ১০ বার হজ্জ করলেও ঐগুলো আল্লাহ্ কবুল করবেন না। আপনি ২০ টা মসজিদ ৫০ টা মাদ্রাসা নির্মাণ করে দিলেও আল্লাহ্র তা কবুল করবেন না।
.
ইবনু উমর (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তাহারাত (পবিত্রতা) ব্যতিরেকে সালাত কবুল হয় না। খিয়ানতের সম্পদ থেকে সাদাকা কবুল হয় না। [সহিহ মুসলিম, ১ম খন্ড, কিতাবুত তাহারাত, হাদিস নং- ৪২৭]
.
অপর হাদিসে আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেন- নিশ্চয়ই আল্লাহ্ পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। (তিরমিজি)
.
অতএব আল্লাহ্র নীতি স্পষ্ট। এবং নিঃসন্দেহে আল্লাহ্ নিজের নীতি পরিবর্তন করেন না।
©somewhere in net ltd.