নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দুই বিড়ালের কথোপকথন

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮


হ্যালো মাসি...
আজ তুমি কেন এতো খুশি?
মালিক যে আমার নাম রেখেছে
লক্ষীসোনা পুষি।।
যত্ন খাতির অনেক পেলাম
খেলাম কত রকমারি
পরেছি দেখ এই শীতে
কোট বং বাহারি।।
এই তো সবে এলাম আমি
পোষ্য হিসাবে
দেখ কেমন কাটাই জীবন
বিত্ত আর বৈভবে।।
বিড়াল ভাগ্য তোমার দেখছি
অনেকটা সার্থক
কত মানুষ কষ্ট করে
অনাহারে ,শীতে মরে নিরর্থক।।
দেখ তো ওই রাস্তার পাশের
বস্তির ছেলেটি
শীতে কাপতে কাঁপতে তার
দাঁত, লাগছে কপাটি।।
হ্যঁ হ্যঁ তাতো বটে তাতো বটে
বড় মানুষের আহ্লাদি বলে কথা
কত সুখ সোহাগের গল্প হবে
হবে নতুন রূপকথা।।
ছিলাম রাস্তায়,পেল সস্তায়
ধনীরও দুলাল
কত সহজে বদলে গেল
আমার ভবিষ্যত কাল।।
আসলে সেটাই চোখে
পড়াটাই আসল ব্যাপার
অনেক প্রতিভা প্রস্ফুটিত হয় না
মূল্যায়ন হয় না তার।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: "চোখে পড়াটাই আসল ব্যাপার, অনেক প্রতিভা প্রস্ফূটিত হয় না, মূল্যায়ন হয়না তার" - শেষের এ কথাগুলোই কবিতার সারমর্ম। দুই বেড়ালের কথোপকথনের মাধ্যমে ব্যাপারটা ভাল করে বুঝিয়ে দিলেন।
আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। ব্লগে সুস্বাগতম, শুভ হোক আপনার ব্লগযাত্রা!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ভালো লাগলো আপনার স্নেহধন্য হতে পেরে।
আপনাদের ভালোবাসা আমার প্রেরণার উৎস।
আশা করি সাথে থাকবেন ।
শুভকামনা রইলো ।
অনেক ধন্যবাদ

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। শুভ কামনা রইলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই ।
শুভরাত্রি

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুই বিড়ালের কথোপকথনের মাঝে অনেক কিছু পেলাম।
প্রথম পোস্টে ভালো লাগা। শুভকামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

ইসিয়াক বলেছেন: আরে সৌরভ ভাই কোথায় চলে গেছেন ? হা হা হা
অনেক অনেক শুভকামনা।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নাহল তরকারি বলেছেন: আমি যদি বড়লোক হতাম। তাহলে .....।

১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

ইসিয়াক বলেছেন: বেশি বড়লোক ( টাকা পয়সাওয়ালা) হলে অশান্তি বেশি।
প্রয়োজন অনুযায়ী আয়। কিছু সঞ্চয়। সৎ পথে থাকার চেষ্টা করবেন দেখবেন জীবনে হয়তো কিছু কষ্ট থাকবে কিন্তু সুখ থাকবে অফুরন্ত।
আপনার অল্প বয়স সামনে অপার সম্ভাবনা। শুধু বলবো একটু ধৈর্য ধরেন। এই বয়সে অস্থিরতা আসে সেগুলো নিয়ন্ত্রণ করুন। একটা চাকরির চেষ্টা করুন।
আর হ্যাঁ অবশ্যই আপনার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনার শরীর বয়স তুলনায় অনেক ভারি। ব্যায়াম করুন।প্রয়োজনে জিমে যান।

শুভ কামনা সতত।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১

নাহল তরকারি বলেছেন: ভাই আপনি আমাকে কিভাবে চিনলেন?

১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

ইসিয়াক বলেছেন: হা হা হা সেটাও এক রহস্য!
আপনি ভীষণ সরল এবং ভালো মানুষ। একটু রহস্য থাকুক। অন্য একদিন বলবো।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.