নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অন্ধ দু\'নয়ন এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভাবনা আক্ষেপ এবং ভরসা ।

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০৪


পৃথিবীর আলো কেমন ? কখনো দেখিনি ।
মনেমনে প্রকৃতির ছবি আঁকতে পারিনি ।
শুনেছি ফুল সেতো অপরূপ সুন্দর !
গন্ধে ও স্পর্শে তারে ,ভরি মোর অন্তর ।।

পাখী সে কেমন? কেমন চলার ধরণ ?
কণ্ঠের মাদকতায়, সদা ব্যাকুল ,মোর মন ।
আকাশে ভেসে বেড়ায় নাকি উদাসী মেঘেরা ?
অসীমের বক্ষে কি কাজ? কি করে তাহারা ?
চাঁদ শুনেছি তার রূপে করে অপরকে শোভিত ?
দেখিতাম সে শোভা যদি বিধি মোরে দেখাইতো ।
আমিও হতে চাই ফুল , পাখি ও চাঁদের মতো
ভুলে যেতে চাই পাওয়া না পাওয়ার বেদনা আছে যত শত শত ।
ভোরের রবি কিরণ ,শুনেছি ..সে নাকি সোনামাখা রোদ !
জানিনা কবে হবে , এ পাপ ,জনমের তরে শোধ !!


কি কারণে সৃজিলা বিধি অন্ধ এ জনে
কে জানে কি আছে বা ছিল তোমার নিজের মনে !
পথ নাকি অসীম ,পথের শেষ নাই
মুক্ত পথে হাঁটবো চলবো , এই টুকুই তো চাই ।
যত রাগ সব কি মোর তরে প্রভূ ঢালিছো যতনে ,
তাই বুঝি দাওনি আলো ,এই পোড়া দু নয়নে ।

কাটা ভরা এ জীবন বড়ই কষ্টকর
কী দোষে দিলে বিধি এ জীবন মোর !!
মানুষের করূণা আর উপহাসের পাত্র
আর আমি হতে চাইনা কখনো বিন্দুমাত্র ।।
কেন এত পরীক্ষা এত আয়োজন ।
কেন ?বিধাতা তুমি বলো কেন এ জীবন ?

আশা দিলে মনে তুমি ,পূরণ হবার নয় ,
চিরদিন এ পৃথিবী এক জটিল ধাঁধাই মনে হয় ।
গড়িলা এ পৃথিবী তুমি কত অপরূপ ।
আমার বেলায় কেন তুমি এতটা নিশ্চুপ ।
বলোনা বলো বিধি কী দোষ আমার ।
কার পাপে এ জনম, এ দায় ভার !!

আমিতো আমারই নিজের নইকো আপনজন ,
ভাবিতে ভাবিতে সদা জলে ভরে অন্ধদু'নয়ন ।।
এত কষ্ট আর তুমি দিওনা কাহারে ,
যত ব্যাথা তুমি এ জীবনে দিয়েছো আমারে ।।
তবুও প্রভূ তোমাতেই আমার সকল ভরসা ।
তোমাতেই সব দুঃখ বেদন তোমাতেই সব আশা ।
ছবি গুগোল থেকে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: অন্ধজনে দেহ আলো।
কবিতা ভালো লেগেছে।
শুভকামনা জানবেন।

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৫০

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা,
শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।
শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।
শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।
শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।
শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।
শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।শুভসকাল।
ধন্যবাদ

২| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লেগেছে। আল্লাহ তাদের সহায় হোন

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪

ইসিয়াক বলেছেন: আপু আপনাকে অনেক ধন্যবাদ ।

৩| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: আমার দাদার যখন ৩৫ বছর বয়স, তখন তিনি হুট করে অন্ধ হয়ে যান। দেশ বিদেশে কত ডাক্তার দেখানো হলো কিন্তু তিনি আর দেখগে পান নি। বাকি ৪০ বছর উনি অন্ধ থেকেছেন। আমার দাদা ৭৫ বছর বয়সে মারা যান।

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন: যার দু'চোখ অন্ধ সেই জানে অন্ধত্বের জ্বালা । রাজীব ভাই কেমন আছেন? আপনার আব্বার কি অবস্থা ? ডাক্তার কী বলল ?

৪| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


অন্ধদেরকে সমাজের বাকী সবার মতো সুযোগ দেয়া সরকারের দায়িত্ব

২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৭

ইসিয়াক বলেছেন: চাঁদগাজী বলেছেন: অন্ধদেরকে সমাজের বাকী সবার মতো সুযোগ দেয়া সরকারের দায়িত্ব ।

সহমত ।
অনেক ধন্যবাদ ।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.