নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

একটি মেয়ের স্বপ্নভঙ্গ

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭


বাইরে ফাটাফাটি বৃষ্টি হচ্ছে ।একেই বলে নাকি ঝুম বৃষ্টি।এর আরো একটা নাম আছে ,যাকে বলে কুকুর বেড়াল বৃষ্টি ।বছরের প্রথম বৃষ্টি । এই সময়ের বৃষ্টির সাথে শিল পড়ে ।নীলা মহা আনন্দে খোলা ছাদের বৃষ্টিতে ভিজতে লাগলো ।তার খুব ভালো লাগছে। বৃষ্টির প্রতিটি ফোটা অদ্ভুত এক শিহরন জাগাচ্ছে তার মনে।শিল খুব ঠাণ্ডা।নীলা দাঁত দিয়ে কুড়মুড় করে শিল চাবাতে লাগলো । এর ফাকে দুহাত পেতে আজলা ভরে সে বৃষ্টি ধরছে , কখনো বৃষ্টির পানি সে মুখে ছিটাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে।মহা আনন্দ । আর দিন কয়েক পর তার শুভবিবাহ ।বিয়ে মানে একধরণের দ্বায়বদ্ধতা । এরকম করে ভেজার স্বাধীনতা হয়তো সে আর পাবে না কোনদিন ।বাড়িতে কেউ নেই তাই মানা করারও কেউ নেই।নীলা মৃদু স্বরে গেয়ে উঠলো ।
'আজি ঝরঝর বাদল ও দিনে
জানি নে জানি নে ।। '
ছোটবেলায় সুরবিতানে নিয়মিত নাচ শিখতে যেতো সে।এখন আর অতোটা মনে নেই ।তবু সে মনের আনন্দে ভুলভাল ষ্টেপে নাচতে লাগলো মনের আনন্দে । বৃষ্টি মনে হচ্ছে আরো জোরে হবে।আকাশের মেঘগুলো আরো ঘনকালো হয়ে উঠেছে ।হঠাৎ করে কারো স্পর্শে নীলা ভীষণভাবে চমকে উঠলো।
-কে?
-আমি গো আমি ।
-ওহ দুলাভাই চলে এসেছেন ?কেনাকাটা সব শেষ ।আপা কোথায় আপা ? মা আসেনি ।
- না গো না শালিকা, কেউ আসেনি শুধু আমি ।কেনাকাটা শেষ হবে কি করে সবাই তো নিউমার্কেটে বৃষ্টিতে আটকা পড়েছে। ঢাকা শহরের চারদিকে থইথই পানি । তোমার আপা তোমার চটির মাপ ভুল করে রেখে চলে গেছে । সেটাই নিতে এলাম ।
- ও..
নীলার খুব অস্বস্তি হচ্ছে ।দুলাভাই এভাবে ধরে আছে কেন ? মনে হচ্ছে ক্রমশ চাপ বাড়াচ্ছে ।
-আহ দলাভাই ছাড়ুন । লাগছে.........।
-ছাড়ার জন্য কি ধরেছি নাকি।
-আমার এসব ফাজলামি একদম পছন্দ নয় ।
-আমি আবার কি করলাম। তুমি আমার শালিকা তোমার কাছে আমার তো একটা দাবি আছে । কি বলো ।
-দুলাভাই ছাড়েন ভালো হচ্ছে না ।
- কেন ভালো লাগছে না । আমি কিন্তু মামুনের চেয়ে অনেক বেশী এক্সপার্ট । দশ বছরের অভিজ্ঞতা বলে কথা। হা হা হা ।
-ছিঃ ।
-ও তুমি যতোই ছিঃ বলো না কেন তোমাকে আমি আজ ছাড়ছিনা।
- দুলাভাই প্লিজ । আপার কথাটা একটু ভাবুন। আমি আপনাকে ভাই এর মতো দেখি ।
- ভাই হি হি তবে দুলাভাই ।আচ্ছা আমার আদর তোমার ভালো লাগছেনা ।
-এতে ভালোলাগালাগির কি আছে ।এসব নোংরামি আমার পছন্দ নয়। ছাড়েন।
-উহু আমি তো ছাড়তে আসিনি ।তোমার খুব তেজ ।আমার অনেক দিনের আশা। আজ তোমার সব তেজ ভাঙবো । দুদিন পর মামুনের সাথে এসব ডালভাত হয়ে যাবে । এখন না হয় আমি বউনি করি ।
-ছি দুলাভাই ছিঃ আপনি এমন মনমানসিকতা নিয়ে চলেন আমার জানা ছিল না ।
-তোমার জানাজানিতে কিছু যায় আসবে না । তোমার বোনকে বলবে ?বলনা বলগে যাও। সোজা তালাক দিয়ে পাঠিয়ে দেব । সঙ্গে দুইটা ফ্রি ।
মেয়েরা প্রকৃতিগতভাবে দূর্বল । তার উপরে এই ফাকা বাড়ি। শয়তানটা তার অতি প্রিয় বোনের স্বামী , যাকে সে মনপ্রান দিয়ে ভালোবাসে। কি করবে নিলা । চিৎকার দিয়ে গলা ফাটালেও কেউ এগিয়ে আসবেনা । পালানোর পথও বন্ধ । দুলাভাই খুব ধুরন্ধর লোক .......... ।
কিছুক্ষণ সে ঘোরের মধ্যেই ছিল ।পুরুষ মানুষের স্পর্শ যে এত কুৎসিত হতে পারে তা তার জানা ছিল না।লোকটিকে মনে হচ্ছে নোংরা কোন নরকের কীট । নীলা থুহ করে থুথু ফেলল । তার গায়ের ভিতরটা বিশ্রি ঘিনঘিন করছে।
- কি শ্যালিকা থুতু ফেল কেন ?
- কুত্তা........
-কিচ্ছু করার ক্ষমতা নাই তোর। বিয়া আর করতে হবেনা । সব ভিডিও হয়েছে ।
সমস্ত শরীরটা হঠাৎ করে ভেঙে পড়লো যেন। নীলা উঠে বাথরুমে ঢুকলো তার প্রচুর বমি পাচ্ছে । শাওয়ার ছেড়ে সে গলা ছেড়ে কেদে উঠলো। এ যে কি কষ্ট কে বুঝবে ।বারবার তার মনে হচ্ছে সে নিজে এত বছর ধরে যা জমিয়ে রেখেছিল একজন কে দেয়ার জন্য তা যেন কেউ নিমেশে লুটে নিলো। সে কীভাবে মুখ দেখাবে মামুনকে ।
ভুলভ্রান্তি থাকলে পরে ঠিক করছি । প্লিজ কিছু মনে করবেন না
ছবি গুগোল থেকে

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব দুঃখজনক! লজ্জাজনক! অপ্রিয় টপিকের উপর লেখা গল্প।
বাস্তবে এমন ঘটনা এখন ঘটছে।

আমাদের সচেতন থাকা উচিত।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। এ ধরনের ঘটনার মুখোমুখি অনেক মেয়েই হয়ে থাকে। চুপচাপ মেনে নেয় অনেক কিছু ভেবেই । কিন্তু দুঃখ কষ্ট গুলো থেকেই যায় ।
জুনায়েদ ভাই আটনাকে আবারো অনেক ধন্যবাদ ।
শুভসন্ধ্যা

২| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি আমার শালিকা তোমার কাছে আমার তো একটা দাবি আছে । কি বলো ।
...............................................................................................................
আমাদের সমাজের এই চিত্র বহুদিন ছিল হয়তবা আরও কিছু দিন চলবে,
তবে প্রচলন আগের চেয়ে কম, নারীর যথাযথ শিক্ষা এবং সাহসী চিন্তাভাবনা
এই অবস্হার প্রতিকার করতে পারে ।

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । শুভসকাল

৩| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯

নতুন বলেছেন: এই গল্পের শেষটা পাল্টালে এই সব ধষকেরা বুঝতে পারবে তারা এই কাজ করে পার পবেনা।

নারীর জীবন শুধুই একটা পদা`র উপরে নিভর করেনা।

বাস্তবের নীলা যদি এই ধষকে আইনের কিছু দোষী সাবস্ত্য করবে।

সমাজ নীলার সাথে থাকবে, সমাজ নীলাকে সাহাজ্য করবে। যদি বাস্তবে প্রতিবাদ চালু হয়, সমাজ ধষকের বিরুদ্ধে সচ্চার হয় তবে এই রকমের ধষন কমে যাবে।

পরিবত`ন আনতে হবে সমাজের মানুষের ভাবনায়।

আলো আসবেই....

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ । শুভসকাল

৪| ২৫ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ইসিয়াক ভাই, পরে যাওয়াটা আমরা সবাই জানি, প্রতিনিয়ত দেখছি শুনছি, উঠে দাড়ানোর গল্প লিখুন।

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৮

ইসিয়াক বলেছেন: ঠিক আছে । ধন্যবাদ

৫| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাওয়ার ছেড়ে কান্নার দিন তো এখন আর নেই। প্রতিবাদ করতে হবে। এই ঘটনাকে দুর্ঘটনা ভাবতে হবে। অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। আপনার গল্পে সে কথা থাকলে ভাল হত...

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:১৮

ইসিয়াক বলেছেন: ঠিক । আরেকটা পর্ব লিখতে হবে মনে হচ্ছে ।
ধন্যবাদ

৬| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আহারে----
আসলীক জীবনে একটা মেয়ের অসংখ্য বার কাঁদতে হয়।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৫

ইসিয়াক বলেছেন: কোথায় ছিলেন । সমস্যা মিটেছে। সব মিটবে না জানি এত সহজে। ভালো থাকবেন।
ধন্যবাদ ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
নতুন ভাল বলেছেন

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.