নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুকে নিয়ে এতটা বাড়াবাড়ি কোথায় নিয়ে যাবে আমাদের ?

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:২৪


” পিতা আছে হৃদয়ে ,
নয় রাস্তা ঘাটে ।
অতি উৎসাহী ভন্ডদের তান্ডব নৃত্য
চলছে এ তল্লাটে।।”

স্বাধীনতা ও বঙ্গবন্ধু এ তো আমাদের রক্তে মিশে গেছে। কেউ চাইলেই রদ করতে পারেনি , পারবেও না । কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আজ যে রশি টানাটানি । তাকে লাভ ইউ , মিস ইউ জানানোর যে কায়দা তা এতো কুৎসিত পর্যায়ে পৌচেছে যে এখন ভয় লাগতে শুরু করেছে । একদিন আমাদের নতুন প্রজন্ম হয়তো তাকে আর শ্রদ্ধার চোখে দেখবে না। লেবু বেশী কচলালে তেতোই তো হয় ,নাকি !
প্রসঙ্গটা এজন্য তুললাম যে গতবার বা তারও আগের বারের চেয়ে এবারে দেখছি বঙ্গবন্ধুকে কিছু চামচারা অতি বেশি মিস করছে । ১৫ অগাস্ট গত হয়েছে বেশ কয়েকদিন। আজ পঁচিশ তারিখ তবু জোরে মাইক বাজিয়ে তার ভাষণ, তার উদ্দেশ্যে গান ,মাননীয় প্রধান মন্ত্রীর ভাষণ ইত্যাদি বাজছে। একটু কি ভেবে দেখেছে ।বাচ্চাদের পড়াশোনার কত অসুবিধা হচ্ছে। অনেক বাড়িতে অসুস্থ রুগী আছে ।ছোট সদ্যোজাত শিশু আছে। এই যে ১১দিন ধরে মাইকের বিকট আওয়াজ। কিভাবে মানুষ বাস কবরে। এটা কি কোন সভ্য সমাজের নিয়ম হতে পারে? মাননীয় প্রধান মন্ত্রী কি বিষয়টা একটু দেখবেন?


ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে নিয়ে 'বাড়াবাড়ি' না করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, "শোক দিবসের আয়োজন করলে নিজেদের টাকায় করবেন। অন্যদের কাছ থেকে চাঁদাবাজি করবেন না।"

"এসব করে বঙ্গবন্ধুকে খাটো করবেন না, তার আত্মাকে কষ্ট দিবেন না।"

এখন কথা হচ্ছে এর সাথে আরো বেশ কিছু দিক নির্দশনা দিন না মাননীয় মন্ত্রীমহোদয় । বঙ্গবন্ধু কে নিয়ে এই যে নির্লজ্জ বাড়াবাড়ি , আমি মনেকরি এটা তার প্রতি কোন ভালোবাসা হতে পারে না । এটা তাকে ব্যবহার করা ।তার নামকে উপরে ওঠার সিড়ি হিসাবে ব্যবহার করা।বঙ্গবন্ধু কি এতই সস্তা।কিছু টাউট বাজের হাত থেকে বঙ্গবন্ধুকে উদ্ধার করা অতি জরুরী হয়ে পড়েছে। আমরা বঙ্গবন্ধুর অপমান অশ্রদ্ধা সহ্য করতে পারবো না । তাকে এবারের মতো আপনারা রেহাই দেন।
২৫ ০৮ ২০১৯
ছবি গুগোল থেকে




























মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল বাচ্চাদের স্কুলেও ক্লাস বাদ দিয়ে এই আয়োজন করা হয়েছিল। মেজাজ ভারী খারাপ হয়।

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২১

কলাবাগান১ বলেছেন: মেজাজ তো খারাপ হবেই ..। চাদে সাঈদীকে অনেকদিন হল দেখা যায় না

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৩

কলাবাগান১ বলেছেন: যিনি প্লাস দিয়েছেন উনি কেন প্লাস দিয়েছেন সেটা বুঝতে কারো কস্ট হওয়ার কথা না..উনাদের মেজাজ অনেক খারাপ

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬

কলাবাগান১ বলেছেন: অনেকের কাছে বঙ্গবন্ধু শব্দ টাই অনেক বাড়াবাড়ি

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৮

ইসিয়াক বলেছেন: কলাবাগান১ বলেছেন: অনেকের কাছে বঙ্গবন্ধু শব্দ টাই অনেক বাড়াবাড়ি
সহমত

৫| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সেদিন একটা খবর পড়লাম, এক লোক আট বছর যাবত বঙ্গবন্ধুর নামে কোরবানি দিচ্ছেন। হাসমত আলী নামের এক ভদ্রলোক শেখ হাসিনার জন্য এক খন্ড জমি কিনেছিলেন। চিকিৎসার অভাবে মরেছিলেন তাও সে জমি বিক্রি করেন নি। এগুলো নিখাঁদ ভালোবাসা; এখানে জাগতিক কোন চাহিদা নেই। কিন্তু আজকাল কিছু অত্যুৎসাহী লোক দেখি যারা বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে খাঁটো করছেন। এরা কিছু পাওয়ার লোভেই এমনটা করেন মনে হয়।

২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৫

ইসিয়াক বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: সেদিন একটা খবর পড়লাম, এক লোক আট বছর যাবত বঙ্গবন্ধুর নামে কোরবানি দিচ্ছেন। হাসমত আলী নামের এক ভদ্রলোক শেখ হাসিনার জন্য এক খন্ড জমি কিনেছিলেন। চিকিৎসার অভাবে মরেছিলেন তাও সে জমি বিক্রি করেন নি। এগুলো নিখাঁদ ভালোবাসা; এখানে জাগতিক কোন চাহিদা নেই। কিন্তু আজকাল কিছু অত্যুৎসাহী লোক দেখি যারা বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে খাঁটো করছেন। এরা কিছু পাওয়ার লোভেই এমনটা করেন মনে হয়।
অনেক ভালো লাগলো ভাই। একেবারে আমার মনের কথা বলেছেন । সত্যিকারের ভালোবাসা থাকে অন্তরে।
জয় বাংলা ।
ধন্যবাদ

৬| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছুদিন আগে এলাকার এক ছাত্রলীগ নেতা বন্ধবন্ধুকে নিয়া ইয়াবড় একটা পোস্ট দিয়েছিলেন। পোস্টে স্থানীয় কিছু আওয়ামী বিরোধী লোক প্রতিক্রিয়া জানিয়েছে।
সালমান নামের একজন লিখেছে, "এত জনপ্রিয় নেতা মরার পর, পাবলিক খুশি হইলো ক্যান?"
পোস্টকারীর মন্তব্য এরা বিএনপির সমর্থক ছিলো।
আরেকজন লিখছে, ব্যাংক লুঠ, ধর্ষণ এগুলা কারা করছে? যার ছেলে সেনাবাহিনীর স্ত্রী ধর্ষণ করে সে মরেছে ভালো হয়েছে।.... এরকম আরো অসংখ্য মিথ্যে, গুজবি কমেন্ট এসেছে। কিন্তু পোস্টকারী সন্তুষ্ট হওয়ার মতো যৌক্তিক জবাব দিতে পারেন নি। বুঝতে পারলাম, উনি বঙ্গবন্ধুকে নিয়ে পড়েন নি। ইতিহাসের 'ই' ও জানেন না। একধরনের লোকেরাই অতি বাড়াবাড়ি করে। এরা লোভী, চামচা টাইপ নেতা খ্যাতা।এরা বঙ্গবন্ধুকে ভালোবাসে না।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬

ইসিয়াক বলেছেন: যারা বঙ্গবন্ধুকে নিয়ে পড়েন নি। ইতিহাসের 'ই' ও জানেন না। একধরনের লোকেরাই অতি বাড়াবাড়ি করে। এরা লোভী, চামচা টাইপ নেতা খ্যাতা।এরা বঙ্গবন্ধুকে ভালোবাসে না।
জুনায়েদ ভাই আপনি ঠিক কথাই বলেছেন।
ধন্যবাদ

৭| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: অল্প কথায় খুব সুন্দর কথা বলেছেন।

হে বীর লহ প্রণাম!

তর্ক-বিতর্ক থাকবেই। কিন্তু যে কীর্তি মানুষকে ভাস্বর করে রাখে তা কোনদিন মুছিবার নয়।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৯

ইসিয়াক বলেছেন: পিতা আছে হৃদয়ে ,
নয় রাস্তা ঘাটে ।
অতি উৎসাহী ভন্ডদের তান্ডব নৃত্য
চলছে এ তল্লাটে।।

৮| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: ফটোগুলি সেটিংসে গিয়ে স্পেস দিলে দেখতে ভালো লাগবে।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দাদাকে । ফটোগুলোতে স্পেস দেওয়া হলো ।

৯| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

নতুন বলেছেন: চাটার দল সমসময়ই চেস্টা করবে কোন একটা বিষয়ে অতি ভক্তি দেখিয়ে বড় নেতাদের নজর কাড়ার।

যারা বাড়াবাড়ী করে তারা নিজেদের সাথে`ই করে। তারা বঙ্গবন্ধুকে চেনে না, তার আদশ বা দেশপ্রেম তাদের কাছে বড় না। তাদের উদ্দেশ্য অতি ভক্তি দেখিয়ে সবার নজরে আসা এবং চেটেপুটে খাওয়া।

যারা সত্যিকারের ভালোবাসে বঙ্গবন্ধুর নামে দেশের মানুষের জন্য কিছু করার চেস্টা করে, জনগনর টাকা মেরে খাবার ধান্দা করেনা।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৩

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই
ধন্যবাদ

১০| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আপনি বাড়াবাড়ি বলছেন কেন?
এটা ভালোবাসা। আন্তরিকতা।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০২

ইসিয়াক বলেছেন: এগারো দিন ধরে মাইকের চিৎকারে আমরা অতিষ্ট। বাচ্চাদের ২য়সাময়িক পরীক্ষা চলছে । ভালো মতো পড়তে পারছে না । সামনে মডেল টেষ্ট । বিশ্রি অবস্থা।

১১| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৩

গরল বলেছেন: আমাদের কোথায় নিবে সেটার চেয়েও বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাবে।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১২| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: এবার যাওয়া হলো না ফুল দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ।

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: আপনার শরীর এখন কেমন? আমি তো ধারণাই করতে পারিনি ..... । আমি মনে করেছি ঈদের ছুটিতে বাড়িতে গেছেন। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন।
ধন্যবাদ।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় বলে দিবে কে কোথায় যায়?
সময় নামের ঘোড়ার পিঠে আমরা যে সওয়ারী।

২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১৪| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ওজনহীন নেতা রেখে গেছেন অনেক।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১৫| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫২

নূর আলম হিরণ বলেছেন: মাইকে সব ধরনের শব্দ দূষণ বন্ধ করা হোক। এগুলো চরম বিরক্তিকর।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১২

ইসিয়াক বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: মাইকে সব ধরনের শব্দ দূষণ বন্ধ করা হোক। এগুলো চরম বিরক্তিকর।
সহ মত ।
ধন্যবাদ

১৬| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪১

অর্ক বলেছেন: খুব সত্যি কথা। তাঁকে নিয়ে পাড়া মহল্লায় যা করা হয়, তা অপ্রয়োজনীয়ই শুধু নয় সেই সঙ্গে বিরক্তিকরও। এসবের পিছনে বিভিন্ন ছোটবড় অদৃশ্য সিন্ডিকেট আছে। বিরাট অঙ্কের টাকা লেনদেন হয়। তাই সহসা এ থেকে প্রতিকারের উপায় দেখছি না। শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত বা প্রবীণ অসুস্থ ব্যক্তিদের শারীরিক সমস্যার ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ। ১৫ ই আগস্টের আগে বা পরে অন্য যে কোনও দিন স্বাভাবিক নাগরিক জীবন যাত্রা ব্যাহত হয় এরকম কিছু কোনওমতেই বরদাস্ত করবেন না। অবশ্যই সামাজিকভাবে ও সম্মিলিতভাবে প্রশাসনকে জানিয়ে এর প্রতিকার চান। অবশ্যই আওয়াজ তুলুন। বঙ্গবন্ধুর আত্মাও ধিক্কার দেয় এইসব তথাকথিত বঙ্গবন্ধু প্রেমিক সিন্ডিকেটবাজদের।

ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫০

ইসিয়াক বলেছেন: অর্ক বলেছেন: খুব সত্যি কথা। তাঁকে নিয়ে পাড়া মহল্লায় যা করা হয়, তা অপ্রয়োজনীয়ই শুধু নয় সেই সঙ্গে বিরক্তিকরও। এসবের পিছনে বিভিন্ন ছোটবড় অদৃশ্য সিন্ডিকেট আছে। বিরাট অঙ্কের টাকা লেনদেন হয়। তাই সহসা এ থেকে প্রতিকারের উপায় দেখছি না। শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাহত বা প্রবীণ অসুস্থ ব্যক্তিদের শারীরিক সমস্যার ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ। ১৫ ই আগস্টের আগে বা পরে অন্য যে কোনও দিন স্বাভাবিক নাগরিক জীবন যাত্রা ব্যাহত হয় এরকম কিছু কোনওমতেই বরদাস্ত করবেন না। অবশ্যই সামাজিকভাবে ও সম্মিলিতভাবে প্রশাসনকে জানিয়ে এর প্রতিকার চান। অবশ্যই আওয়াজ তুলুন। বঙ্গবন্ধুর আত্মাও ধিক্কার দেয় এইসব তথাকথিত বঙ্গবন্ধু প্রেমিক সিন্ডিকেটবাজদের।


ধন্যবাদ ও শুভকামনা আপনাকেও । এব্ং আমার ব্লগে স্বাগতম। অনেক ভালো লাগলো আপনাকে পেয়ে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.