নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সুখ অসুখের গল্প

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০১



বিথী বড় ভালো গৃহিণী দুই ছেলেমেয়ের সংসার
স্বামী সন্তান অর্থ বৈভব কিছুই নেই অভাব তার ।।
সংসারে কাজগুলি তার অনেকটাই সাধারণ ,
কাজের লোকই সব দেখে ,এত সময় সে পাবে কখন?!

অবসর কাটে সিরিয়াল দেখে আর চালায় ফেসবুক
কথা বার্তায় চাল চলনে সদাই দারুণ হাস্যমুখ ।
স্বামী বেজায় ব্যস্ত ,মস্ত বড় চাকুরে
তারপরে সে দারুণ ভালো , পরিশ্রমী আর রোজগেরে ।
দ্বায়িত্বজ্ঞান দারুণ অটুট ,সময়জ্ঞান যথাযথ
কথা দিলে কথা রাখেন , চলেন স্ত্রীর কথামতো ।

প্রত্যেক ছুটির দিনগুলিতে একসাথে যান বেড়াতে
মজা আনন্দ সব কিছু হয় , ক্লান্তি যত তাড়াতে ।
ইচ্ছেমতো সব চলে, বিথীর সব সাধই নাগালে ,
ফোনের ক্রসকানেকশনে , সম্পর্ক হলো হঠাৎ গোলমেলে ।

ইদানিং বিথী ছেড়েছে ফেসবুক ও যত ভালোলাগার সিরিয়াল
স্বামী সংসার কোন কিছুর ব্যাপারে, তার মনে আর নাই খেয়াল ।
বাচ্চা দুটো দুচোখের বিষ , কথায় কথায় ঝাড়ি খায় ,
হাসান সাহেব ইদানিং বউকে খুব ভয় পায় ।

উগ্রতা আর অতি আধুনিকতা হঠাৎ বিথীতে করেছে ভর ।
সারাদিন সে ফোনে ব্যস্ত , ফোন যেন তার আপন ঘর ।
হাসান সাহেব ভদ্রমানুষ, মনে তার ভীষণ কষ্ট
এসব নিয়ে অশান্তিতে ,তিনি খুব বিরক্ত ,স্পষ্ট।

তবু তিনি শান্তির খোঁজে অশান্তি আনতে চাননি
শেষ পর্যন্ত তিনি হাজার চেষ্টায় সংসার টিকাতে পারেননি ।
একদিন বিথী উড়াল দিলো সত্যি সত্যি সুখের খোঁজে
বাচ্চা দুটি অসহায় , কান্না করে নিঃশব্দে মুখ বুজে

মানুষের প্রশ্নবানে হাসান সাহেব ,কত যে হলো জর্জরিত
সবচেয়ে বেশি কষ্ট পেলেন ,হলেন যারপর নাই মর্মাহত।
হাসান সাহেব ভাবেন হায়! কি তার দুর্বলতা !!
কি দিতে বাকি ছিলো তার , কোথায় তার ব্যর্থতা ?
ছবি গুগোল থেকে

কবিতাটি রাজীবভাইকে উৎসর্গ করলাম। যিনি আমাকে সবসময় লেখালেখিতে উৎসাহিত করেন।তার জন্যই এই লেখা।
ধন্যবাদ

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



কবিতা বানানোর চেষ্টায় সফল বলা চলে। ধন্যবাদ। আমাদের চলমান সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে কবিতায়। উৎসর্গ ভাল হয়েছে। রাজীব নুর ব্লগটাকে বুকে আগলে রাখেন। ব্লগারদের ভালোবাসেন। সুখে দু:খে কমেন্টস করে অন্তত: সবার কাছে থাকেন। ভাল থাকুন।

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ধন্যবাদ

২| ২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০১

নতুন নকিব বলেছেন:



আমার সর্বশেষ দেয়া নিচের পোস্টটিও ব্লগার রাজীব নুরকে উৎসর্গিত-
কুরবানির জরুরি কিছু মাসায়েল

২৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০২

ইসিয়াক বলেছেন: নকিব ভাই ,
অনেক ধন্যবাদ

৩| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা ভালো হয়েছে ভাইয়া

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
ভালো থাকবেন ।শুভকামনা।

৪| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: তসলিমা নাসরিনের ভূত আছর করেছে? ময়মনসিংহ গারো পাহাড়ে যেতে পরামর্শ দিন, সেখানে নির্জনমালা নামক উঝা আছে শুনেছি ঝাড়ু/ঝাটা দিয়ে পিটিয়ে ভূতের আছর নামাতে উস্তাদ তিনি।

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৪

ইসিয়াক বলেছেন: হা হা হা ।
ভায়া এরকম ঘটনা কিন্তু ঘটছে ।
ধন্যবাদ

৫| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: বর্তমান যুগোপযোগী কাহিনীমূলক কবিতা ভালো লেগেছে।
উৎসর্গে ভালোলাগা।
তবে দুটো জায়গায় টাইপো আছে।
গৃহিণী/ গৃহিনী, দুর্বলতা/দূর্বলতা
শুভকামনা জানবেন।

২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৫

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দাদা
টাইপো ঠিক করা হলো ।

৬| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের প্রাচীন চিকিৎসায় চলে যেতে হবে - বেদের মেয়ে জোসনা খ্যাত বাইদ্যা, (সিঙ্গা লাগাই দিমু টাইপ) উঝা, পীর আব্বা, ফকির আব্বা - এছাড়া বিথীর আর কোনো চিকিৎসা আপাতত নেই।

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৬

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
আপনার মন্তব্য স্কিপ করে চলে গেছি ভুল করে ।আবারো শুভকামনা জানবেন।

৭| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আমি অতি তুচ্ছ। ধূলি কনার সমান।
আমাকে যে আন্তরিকতা দেখালেন তাতে আমি মুগ্ধ!

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই ।
পৃথিবীতে উৎসাহ দেওয়ার লোকের বড়ই অভাব।
অল্প বয়সের সব কবিতা গল্প উপন্যাস আমি অতি উৎসাহী কিছু মানুষের টিটকারী আর হাসি ঠাট্টার কারণে নষ্ট করে ফেলেছিলাম ।
সামু ব্লগের আপনি সহ সবার অনুপ্রেরণায় আমার এই নতুন করে পথ চলা।
আপনাদের উৎসাহ , উপদেশ , ভালোবাসা আন্তরিকতায় আমি আপ্লুত । এখানে আমি আলাদা করে কারো নাম নিতে চাই না ।
আপনারা সবাই খুব খুব খুব বেশী রকমের ভালো ।এবং আমার প্রিয় ।
আর একটা কথা সামু ব্লগের সন্ধান আমি যে মানুষটির জন্য আমি পাই সে হলো আমার সব থেকে প্রিয় স্বপন ভাই যার পুরো নাম রেজাউল করিম স্বপন । তাকে আমার অশেষ ভালো বাসা ও কৃতজ্ঞতা।
ধন্যবাদ

৮| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় লিখেছেন। কোনো পণ্ডিতি নেই।
গ্রেট।

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৯| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: এই সমস্ত লেখা গুলোই আপনার সম্পদ।
আপনি মরে গেলেও আপনার লেখা গুলো থেকে যাবে।

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৬

ইসিয়াক বলেছেন: আমার জীবনের সেটুকুই হবে স্বার্থকতা। আমার পয়সা কড়ির দরকার নেই। আমার চাওয়া শুধু আলো হয়ে মানুষের মাঝে আলো ছড়ানো।

১০| ২৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: আপনার আদনানের ডায়েরী বেশ ভালো হচ্ছে। লেখা অব্যহত রাখুন।

২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৭

ইসিয়াক বলেছেন: চেষ্টা করবো । এর চরিত্রগুলো আমার খুব বেশী করে চেনা।

১১| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
পড়লাম।
কবিতার ছন্দ ভালই মিলাইছেন
কবিতা ভালো হইছে

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.