নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আদনানের ডায়েরী ১
আদনানের ডায়েরী ২
এখন দুপুর তিনটা বাজে।আদনানের সব রান্না এবং আনুষঙ্গিক সব কাজ শেষ।অবিশ্বাস্য দ্রুততার সাথে সে সব কাজ করতে পারে । এই দক্ষতার সাথে হয়তো ভয়ের একটা ব্যাপার আছে । এর মধ্যে সে এবং ছোট বোনের গোসল সেরে নিয়েছে। তারা ভালো করেই জানে রান্না সেরে তাদের কোথায় ঠাই হবে।এরকম ঘটনা এর আগে বহুবার ঘটেছে।এখন তারা চিলেকোঠার ছোট্ট ঘরটাতে আছে ।
অতিথি আসার আগেই ইসলাম সাহেব তাদের এই ঘরে ঢুকিয়ে তালা মেরে রেখে গেছেন।এই ঘরটাতে খুব মশা।অতিথিদের হৈ হল্লা
শোনা যাচ্ছে। এইসব কষ্টকর সময় তার খুব মায়ের কথা খুব মনে পড়ে। মা যে কেন তাদের ছেড়ে এভাবে চলে গেল ,এটা তার জীবনের লক্ষ কোটি টাকার প্রশ্ন।কেউ তার এ প্রশ্নের উত্তর দিতে পারবে না ।
এইঘরের একমাত্র জানালা দিয়ে আকাশটাকে অনেক কাছাকাছি আর সুন্দর দেখায়।তাকালেই মন ভালো হয়ে যায় ।আকাশে আজ বেশ মেঘ।মেঘ গুলি মনে হচ্ছে খুব ব্যস্ত ।আচ্ছা মেঘগুলি উড়েউড়ে কোথায় যায়? মেঘের মতো উড়তে পারলে বেশ হয় ।মানুষতো কখনো মেঘের মতো উড়তে পারে না ।এটাই আফসোস ।
-দাদা !মশা!
-চুপ থাকনা বাবা ,শব্দ করিস না।বাবা বকবে। বুঝিস না কেন ।
-দাদা আমরা খাবো কখন ? কি মজার মজার খাবার।আমি কিন্তু ইলিশ মাছ খাব ।
-মিতা তোকে নিয়ে না মহা মুশকিল ।আমাদের ইলিশ মাছ খেতে নেই । বলেছিনা লোভ করবি না।বড় হয়ে তোকে একদিন ঠিক ইলিশ মাছ খাওয়াবো ।দেখিস।
-সত্যি ।
-হ্যাঁ বাবা তিন সত্যি । তোর কি খুব ক্ষিদে পেয়েছে ?
-হ্যাঁ খুব।
-তোর তো শুধুই ক্ষিদে পায়।
- এই ঘরে কি খাবার আছে দাদা ?
-দাড়া দেখি ।
আদনান গুড়ি মেরে খাটের নিচে চলে গেল ।খাটের নিচে যেমন ময়লা তেমন মশা ।সে আস্তে আস্তে খাটের নিচে লুকিয়ে রাখা টিফিন বক্সটা বের করে আনলো ।এতে সে রান্নার ফাঁকে কিছুটা পোলাও , আলু ভাজি ,সবজি,আর দু পিস গরুর মাংস তুলে রেখেছে ।সে ভালো করেই জানে বাড়ির অতিথিরা বিদায় হতে রাত হবে । ততক্ষণ না খেয়ে থাকতে হবে । মাছ,ডিম সব গোনা বাকি খাবার গুলো থেকে সরালে কেউ ধরতে পারবে না।সে জানে তাদের দুই ভাইবোনের কথা কেউ ভাবে না । কেউ তাদের খেতেও ডাকবে না ।
মিতা খেতে খেতে বলল।
-দাদা তোর হাতের রান্না একেবারে মায়ের মতো। মা থাকলে খুব মজা হতো বল ।আচ্ছা মা কি কোনদিনই আসবে না।
আদনান অনেক কষ্টে একটা দীর্ঘশ্বাস লুকালো। ছোট বোনের সামনে তাকে ভেঙে পড়লে চলবেনা কিছুতেই।
-তাড়াতাড়ি খা ।বাবা যদি চলে আসে কি হবে বুঝতে পারছিস ?
তারা দুইভাইবোন মহা তৃপ্তি নিয়ে এই গরমে ঘেমে নেয়ে খেতে লাগলো । মিতার চোখেমুখে হাজার খুশির ঝিলিক ।একে চুরি করা বলে কিনা তারা জানেনা। তবে একুকু জানে এই খাবার গুলো তাদের বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন।সামনের জীবনের কঠিন সময়ে হয়তো এই খাবার গুলো ও ঠিক মতোজুটবে না।
ভালোবাসাহীন পৃথিবীতে বেঁচে থাকা আসলেই কষ্ট । তবু মানুষ আশা নিয়ে বেঁচে থাকে ।একদিন ভালোদিন আসবেই
৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ , সঙ্গে থাকুন ।
২| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
প্লটটা একটু বেশী রন্জিত ও কিছুটা অস্বাভাভিক; যাক, আদনানকে কম বয়সেই বুদ্ধিমান বাচ্চা হিসেবে সৃষ্টি করা হয়েছে।
৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৩৪
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী,
আমি আগেও বলেছি গল্পের চরিত্র গুলো আমার খুব বেশী চেনে । অনেক কিছু মনে হতে পারে অতিরঞ্জিত কিন্তু পৃথিবীতে অতি রজ্ঞিত ঘটনাও ঘটে। বাস্তব জীবন বড়ই কঠিন আর নির্মম একথা আপনি জানেন। অনেক সময় মানুষের জীবনের বেশ কিছু পারস্পরিক ঘটনা প্রবাহ তাকে বয়সের সীমা থেকে বেশী বুদ্ধিমান ও সাবধানী হতে শেখায়।
ধন্যবাদ ও শুভসকাল ।
৩| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪২
আনমোনা বলেছেন: আদনানের বাবার পেশা কি? আদনান কি কখনো স্কুলে গিয়েছে?
৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৪০
ইসিয়াক বলেছেন: তিনি F D C তে চীফ একাউন্টেন্ট হিসাবে কর্মরত ছিলেন । বর্তমান গল্পের সময় ধরে তিনি চাকুরিচ্যুত । তিনি বর্তমানে কিছু বন্ধুর সাথে ব্যবসা করার চেষ্টা করছেন। আজকের অতিথিরা তার সেই বন্ধুবান্ধব ।
ধন্যবাদ , শুভকামনা ।
৪| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: আনুষঙ্গিক,
-চুপ থাক না। বাবা শব্দ করা নিষেধ করেছে,
ভালো লেগেছে। ভাইবোনের কেমিস্ট বেশ জমাট লাগলো। দেখি বুদ্ধিমান আদনান কতদূর যায়......
৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৪৩
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা
ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।
শুভকামনা।
৫| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
বলছিলেন, এই পোষ্ট মুছে গিয়েছিলো, রিকোভার হলো কিভাবে?
৩০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৬
ইসিয়াক বলেছেন: restore এ গিয়ে Reopen close tab এ Click করে Recover করেছি। মনটা বেশ খারাপ হয়ে গেছিলো আপনাদের মূল্যবান মতামত গুলো আমার লেখার চাইতে বেশী মূল্যবান । সেগুলো আমি হারাতে চাই না ।একসময় Micro Worker এ SCO করার সময় অনেক কাজের ভীড়ে এরকম সমস্যা হতো । সেই Technic গুলো কাজে লাগিয়েছি ।
ধন্যবাদ।
৬| ৩০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২২
শায়মা বলেছেন: এটা কি আপন বাবা নাকি সৎ বাবা!!!
৩০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
ইসিয়াক বলেছেন: আপন বাবা। সামনে আরো ভয়াবহ ঘটনা আসছে............।
শুভসন্ধ্যা
৭| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই পর্ব ভাল লেগেছে। আগের পর্বগুলো টার্চ নেই তাই গল্পের ভেতরে যেতে পারিনি। সাথেই আছি বাকীটুকু জানার জন্য।
৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২৬
ইসিয়াক বলেছেন: প্রিয় সুজন ভাই ,
আপনার সাড়া শব্দ এত কমে গেল কেন। খুব ব্যস্ততা বুঝি । তবু এসেছেন , আমায় মনে রেখেছেন । এতেই আমি ধন্য।
ধন্যবাদ । ভালো থাকবেন ।
শুভসকাল
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আদনানকে ব্রিলিয়ান্ট মনে হচ্ছে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫২
ইসিয়াক বলেছেন: বাঁচার তাগিদে এবং জীবনের কঠিন বাস্তবতায় অনেক সময় কিছু মানুষ সময়ের আগে একটু বেশী এগিয়ে থাকে হয়তো।
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪
ইসিয়াক বলেছেন: ওহ্ জুনায়েদ ভাই ,
ধন্যবাদ ও শুভকামনা । ভালো থাকবেন।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২০
ল বলেছেন: আদনানকে মহান বলে মনে হচ্ছে ........
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২২
ইসিয়াক বলেছেন: হা হা হা
১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৩
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতার জালে বন্দী করলেন
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে, এখন আমার আলু ভাজি, সবজি, পোলাউ ইত্যাদি খেতে ইচ্ছা করছে।