নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বিলে ফুটেছে সাদা পদ্ম সাথে কিছু নীল ও লাল
কাশবনে শুভ্র বাহারে হৃদয় মাতাল ,কিছুটা বেসামাল ।
দখিনা বাতাস এসে দেখে যায় কেমন পদ্মের শোভা
ভ্রমরেরা গুঞ্জনে কহে ”পদ্ম! তোমার যেমন রূপ তেমন ই তোমার আভা ।
ছেড়া ছেড়া মেঘে আকাশখানি অপরূপ প্রকৃতির ক্যানভাসে
ইচ্ছেমতো আঁকিবুকি চলে সেথা দারুণ বিজয় উল্লাসে
এসেছে শরৎ ,শরৎ এসেছে করিবে নৃত্য ঢাকের কাঠি
নবীন কুমার তৈরি এখন নিয়ে কাদা ,খড় ও মাটি
শরৎ মানে উৎসবের আমেজ নানা ছন্দ ও গানের সুর
জীবন ছবির এখানে অন্যরকম মানে ,কিছুটা স্বাদে অম্লমধুর ।
শিউলি ঝরা শরতের প্রাতে ছেড়া ছেড়া মেঘের নীল আকাশ
ভাবের আবেগে সদা সর্বদা নির্মলতার ই বহিঃপ্রকাশ ।
শালিকের ঝাক কিচিমিচি ডাকে, বেনু বনে চলে কলরব
প্রকৃতি যেন নিজেরে সাজিয়ে করিতেছে মহাউৎসব ।
ঘাসের উপর ছড়িয়ে থাকা যত শিশির বিন্দুরাশি
সদা উল্লাসে ঝকমক করে দাত, হাসিতেছে দুষ্টু হাসি ।
শরৎ সকালে নদীর ধারে সারি সারি নৌকা ঘাটে
মনে দেয় দোলা ,অপরুপ খেলা, পূজো এলো রে সন্নিকটে।
মা আসিবে নৌকাতে তাই বাদ্যবাজা তোরা হাসি আর মহাআমোদে
মনের আনন্দে উৎসবের আমেজে শরতের রঙ ও কিছুটা মেখে নে।
আয়রে আয় সবাই আনন্দে মাতি ,নেই জাতি ভেদাভেদ কোথাও কোনো
সবার উপর মানুষ সত্য তাহার উপর আর কিছু নাই এই কথাটাই যেনো ।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইলো।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
জগতারন বলেছেন:
প্রথম লাইক !
বাংলাদেশের শরৎকাল !
সে সুধুই স্মৃতি আমার মনে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন: আমার প্রিয় মানুষের প্রথম লাইকে আমি আপ্লুত। আমি জানি আমার সব লেখাতে আপনি মন্তব্য না করলেও লাইক দেন।
আমি সত্যি খুব ভাগ্যবান আপনার মতো বন্ধু পেয়ে।
আপনিই আমার কবিতা লেখার প্রথম প্রেরণাদাতা এটা আমি কখনো ই ভুলবোনা। আর আপনার মাধ্যমেই আমি সামু ব্লগের সন্ধান পাই । আপনি সত্যি সত্যি একজন আলোর পথের দিশারী । আমি ধন্য আপনার সান্নিধ্য পেয়ে ।
অনেক ধন্যবাদ
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
রাকিব আর পি এম সি বলেছেন: শরৎ এসেছে আর শারদীয় দুর্গোৎসবও আসন্ন। দারুন হয়েছে কবিতাটি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ কবি মহোদয়কে ।
আপনার ভালো লেগেছে জেনে আমারো খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
মুক্তা নীল বলেছেন:
শারদীয়র কবিতা সুন্দর হয়েছে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ মুক্তানীল আপু
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
নীল আকাশ বলেছেন: শারদীয় শুভেচ্ছা রইল। কবিতা ভাল হয়েছে।
উল্লাসে হবে।
ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: নীল আকাশ বলেছেন: শারদীয় শুভেচ্ছা রইল। কবিতা ভাল হয়েছে।
উল্লাসে হবে।
টাইপো ঠিক করা হলো ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় আকাশনীল ভাই ।
ভালো থাকবেন।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: শরত এলেই বুঝি পূজো এসে পড়েছে!
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ। কখন এলেন?
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতায় আরেকটু সময় দেন, কবিতা যেন কোন না কোনভাবে মনে পরশ রেখে যায়।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৪
ইসিয়াক বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন । শুভরাত্রি ।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৪
সোনালী ডানার চিল বলেছেন: আপনার শারদিয়া কবিতাটি পড়তে গিয়ে ছোটবেলায় পড়া কয়েকটি লাইন মনে পড়ে গেল।
কিছুটা ভুলে গিয়েছি, তারপরও শেয়ার করলাম-
আমরা বেধেছি কাশের গুচ্ছ
আমরা গেথেছি শেফালি মালা
নবীন ধানের মন্জুরী দিয়ে
সাজিয়ে এনেছি ডালা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
শুভসকাল
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। কখন এলেন?
হা হা হা--
এই তো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
ইসিয়াক বলেছেন: ভালো লাগছে ।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: আদনানের ডায়েরী আবার কবে লিখবেন??
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
ইসিয়াক বলেছেন: লিখবো ।বেশ খানিকটা লেখা আছে । কাজে ব্যস্ততা আর শরীরটাও ঠিকঠাক নেই। রক্তে সমস্যা আছে। একটুতেই ক্লান্তি লাগে ।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৯
হাফিজ বিন শামসী বলেছেন: ব্লগারদের জন্য শরতের উপহারটা বেশ দারুন হয়েছে।