নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
[১]
তোমার ভূমি থেকে কাটা ধানগুলো
অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ভাবছে
কেন আমি তোমাকে স্পর্শ করিনি আরো আগে ।
[২]
রাতের নীরবতায় ঝরে পড়া
ছোটছোট কামনার শিশিরগুলো বরাবরই ই ভাবে
আমায় নিয়ে একটা কবিতা লিখবে।
কিন্তু বাক্যগুলো কিছুতেই বিন্যস্ত হয় না ।
[৩]
তোমার প্রতিনিয়ত ফেলে দেওয়া
যাবতীয় পোশাক সমূহ।
গভীর রুদ্ধশ্বাস বৈঠকে বসেছে ।
বেইমানির প্রতিবাদে হরতাল আসতে পারে
তৈরি থেকো।
[৪]
তোমার আলপথ ধরে যখন হেটে বেড়াতাম
অশান্ত যৌবন কালে
মাঝে মাঝে পা হড়কে পড়ে যেতাম বৈকি,
তুমি কনুই দিয়ে গুতা মেরে বলতে দুষ্টু কোথাকার!!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
ইসিয়াক বলেছেন: সত্যি কি তাই ......?
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৪
রূপম রিজওয়ান বলেছেন: রূপকধর্মী কবিতা........
শুভকামনা।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা প্রিয় ছোটভাইয়া ।
কৃতজ্ঞতা রইলো।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪
রূপম রিজওয়ান বলেছেন: মাফ করবেন। 'নিরবতায়'(নীরবতায়) ও 'পোষাক'(পোশাক) টাইপো দু'টো ঠিক করে নিতে পারেন।
ভালো থাকুন নিরন্তর।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো । ঠিক করে দিচ্ছি।
আবারো কৃতজ্ঞতা ছোট ভাইয়া।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইসিয়াক ভাই,
ফরমায়েশি কবিতা লিখতে পারবেন?
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
কবিতার বিষয় বলেন চেষ্টা করে দেখবো। পারবো মনে হয়।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লিখুন। আমরা মুক্তিযুদ্ধের সম্পর্কে না লিখলে আর লিখা হবে না।
আপনাকে আমার শেষ পোষ্টের কয়েকটি লাইন দিচ্ছি বাকী পথ আপনি জানেন। তারপরও বলছি আমি আপনার সাথে ছিলাম আছি থাকবো। আপনি এখানে দেয়া লা্ইনগুলো পড়ুন আপনি সময় নিন, কোনো তাড়া নেই সময় নিন তবে মজবুত কবিতা চাই ইসিয়াক, একটি নয় অনেক।
মুক্তিযোদ্ধা: - তাঁরা ছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাঁরা ছিলেন বলে আজ আমরা খোলা আকাশের নিচে বুক ভরে শ্বাস নিতে পারি। তাঁরা ছিলেন বলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলি গান গাই, কবিতা প্রবন্ধ গল্প উপন্যাস লিখি। তাঁরা ছিলেন বলে আজ আমরা বিসিএস কর্মকর্তা হতে পারি নয়তো পূর্ব পাকিস্তানের কোনো সরকারি দপ্তরে হয়তো পিয়ন হয়ে ফাইলের বোঝা টেনে আর চায়ের কাপ পিরিচে জীবন পার করে দিতে হতো। তাঁরা ছিলেন বলে স্বাধীন দেশে নিজের নামে লাইসেন্স করে মাথা উঁচু করে ব্যবসা করি বিদেশ ভ্রমণ করি। সুখে দুঃখে হাসি কাঁদি আনন্দ করি। নয়তো পূর্ব পাকিস্তানে আজও আমাদের বোবার জীবন যাপন করতে হতো।
আজ আমরা তিনবেলা পেট পুরে খাই, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম আমাদের গায়েও লাগেনা। অত্যন্ত কষ্ট ও পরিতাপের সাথে জানাচ্ছি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে আমাদের সোনার সন্তানরা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, এমন নয় তারা গরিবের সন্তান - না খেয়ে তারা অভ্যস্ত ! তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান নিজেদের ঘরের গরু মহিষের দুধ দই ঘি আর নিজেদেরে পুকুর বিলের মাছ খেয়ে বড় হয়েছেন। মুক্তিযুদ্ধে দিনের পর দিন একমুঠো চিড়া মুড়ি কখনো শুধু টিউবওয়েলের পানি হয়েছে তাদের সারা দিনের আহার। অত্যন্ত দুঃখের সাথে গর্ব নিয়ে বলছি সেসব সোনার সন্তানরা গায়ে পুরোনো ছেড়া ধুলি ধুসরিত জামা পেন্ট, ছেড়া জুতা, খালি পায়ে মাঠে খালে বিলে দৌড়েছেন শরীরের শক্তিতে নয় - মনের শক্তিতে, দেশপ্রেমের শক্তিতে। তাদের রক্তে রঞ্জিত লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই আমি অবশ্যই এই দেশের মুক্তিযুদ্ধ ,মুক্তিযোদ্ধা ,বীরাঙ্গনা যারা আমার মা , তাদের নিয়ে নিয়ে কবিতা লিখবো । এটা আমার দায়িত্ব এবং অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করি ।
অবশ্যই আমি চীরঋণী এদেশের কাছে ।এই মাটির কাছে । প্রতিটি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সাহায্যকারী সকলের কাছে। আপনার মন্তব্যটি আমার জন্য বিশেষ এক উপহার । এই উপহার আমি মাথা পেতে নিলাম ।
হয়তো সময় লাগবে কিন্তু আমি মুক্তিযুদ্ধ ,মুক্তিযোদ্ধা ,বীরাঙ্গনা যারা আমার মা তাদের নিয়ে লেখা কবিতা নিয়ে আমি ফিরবো।
অবশ্যই ফিরবো।
শুভসকাল
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৮
আকতার আর হোসাইন বলেছেন: কবিতা আনন্দ চিত্তে পড়লাম। উপরের মন্তব্যটা খুব ভালো লেগেছ
মুক্তিযোদ্ধা: - তাঁরা ছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাঁরা ছিলেন বলে আজ আমরা খোলা আকাশের নিচে বুক ভরে শ্বাস নিতে পারি। তাঁরা ছিলেন বলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলি গান গাই, কবিতা প্রবন্ধ গল্প উপন্যাস লিখি। তাঁরা ছিলেন বলে আজ আমরা বিসিএস কর্মকর্তা হতে পারি নয়তো পূর্ব পাকিস্তানের কোনো সরকারি দপ্তরে হয়তো পিয়ন হয়ে ফাইলের বোঝা টেনে আর চায়ের কাপ পিরিচে জীবন পার করে দিতে হতো। তাঁরা ছিলেন বলে স্বাধীন দেশে নিজের নামে লাইসেন্স করে মাথা উঁচু করে ব্যবসা করি বিদেশ ভ্রমণ করি। সুখে দুঃখে হাসি কাঁদি আনন্দ করি। নয়তো পূর্ব পাকিস্তানে আজও আমাদের বোবার জীবন যাপন করতে হতো।
আজ আমরা তিনবেলা পেট পুরে খাই, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম আমাদের গায়েও লাগেনা। অত্যন্ত কষ্ট ও পরিতাপের সাথে জানাচ্ছি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে আমাদের সোনার সন্তানরা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, এমন নয় তারা গরিবের সন্তান - না খেয়ে তারা অভ্যস্ত ! তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান নিজেদের ঘরের গরু মহিষের দুধ দই ঘি আর নিজেদেরে পুকুর বিলের মাছ খেয়ে বড় হয়েছেন। মুক্তিযুদ্ধে দিনের পর দিন একমুঠো চিড়া মুড়ি কখনো শুধু টিউবওয়েলের পানি হয়েছে তাদের সারা দিনের আহার। অত্যন্ত দুঃখের সাথে গর্ব নিয়ে বলছি সেসব সোনার সন্তানরা গায়ে পুরোনো ছেড়া ধুলি ধুসরিত জামা পেন্ট, ছেড়া জুতা, খালি পায়ে মাঠে খালে বিলে দৌড়েছেন শরীরের শক্তিতে নয় - মনের শক্তিতে, দেশপ্রেমের শক্তিতে। তাদের রক্তে রঞ্জিত লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।
১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৭
ইসিয়াক বলেছেন: আকতার আর হোসাইন ভাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া
শুভসকাল
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: কাঁচা হাতের কবিতা হয়েছে।
আরো শক্ত হতে হবে।