|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
ঘনান্ধকার আঁধার নক্তে ।
অপ্রার্থিত অশনি নিনাদ,
আসুরিক  আর্তচিৎকারে  অকস্মাৎ  প্রকম্পিত  ব্রহ্মাণ্ড ।
অপ্রত্যাশিত,অনাকাঙ্খিত
পাকসেনারা  এলো  ছুটে.....। 
অজ্ঞাত অবিদিত  আক্রোশে
অত্যাচারীর  বুটের উদ্ঘাতে,
অশ্রাব্য গালি.....।
গুলিতে রক্তে বারুদের ঝাঁঝালো দুর্গন্ধে
ছিন্ন বিছিন্ন মানুষ এবং  মানবতা ।
হায়েনার হিংস্র ছোবলে  
অবিলম্বে
রক্তাক্ত  হলো মা মাটি দেশ
আমাদের সম্মান , আমাদের গৌরব 
আমাদের সমুদয় অহংবোধ।  
দেশ ভাগের সূচনা হতে উপারম্ভ 
যে অনাকাঙ্খিত ঘটনা সমূহ।
তারই পরম্পরাগত ঘটনা।
সেই অপ্রত্যশিত তিমির রাতে 
কেড়ে নিলো আমাদের সকল অধিকার
হিংস্র নরপিশাচের দল......।  
এরই পরিপ্রেক্ষিতে নতুন রাষ্ট্রের ঘোষণা এলো অবিলম্বে...... 
যার নাম
বাংলাদেশ   
অনুপ্রেরণা ও কৃতজ্ঞতাঃ সুপ্রিয়,শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ ভাই।
 ৩২ টি
    	৩২ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২২
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২২
ইসিয়াক বলেছেন: প্রিয়  ছোট ভাইয়া ,
মন্তব্যে অনুপ্রণিত হলাম ।
গতরাতে প্রিয় এবং শ্রদ্ধেয়  ঠাকুরমাহমুদ ভাই আমাকে বলেছিলেন 
এই দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লিখুন। আমরা মুক্তিযুদ্ধের সম্পর্কে না লিখলে আর লিখা হবে না।
আপনাকে আমার শেষ পোষ্টের কয়েকটি লাইন দিচ্ছি বাকী পথ আপনি জানেন। তারপরও বলছি আমি আপনার সাথে ছিলাম আছি থাকবো। আপনি এখানে দেয়া লা্ইনগুলো পড়ুন আপনি সময় নিন, কোনো তাড়া নেই সময় নিন তবে মজবুত কবিতা চাই ইসিয়াক, একটি নয় অনেক। 
মুক্তিযোদ্ধা: - তাঁরা ছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাঁরা ছিলেন বলে আজ আমরা খোলা আকাশের নিচে বুক ভরে শ্বাস নিতে পারি। তাঁরা ছিলেন বলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলি গান গাই, কবিতা প্রবন্ধ গল্প উপন্যাস লিখি। তাঁরা ছিলেন বলে আজ আমরা বিসিএস কর্মকর্তা হতে পারি নয়তো পূর্ব পাকিস্তানের কোনো সরকারি দপ্তরে হয়তো পিয়ন হয়ে ফাইলের বোঝা টেনে আর চায়ের কাপ পিরিচে জীবন পার করে দিতে হতো। তাঁরা ছিলেন বলে স্বাধীন দেশে নিজের নামে লাইসেন্স করে মাথা উঁচু করে ব্যবসা করি বিদেশ ভ্রমণ করি। সুখে দুঃখে হাসি কাঁদি আনন্দ করি। নয়তো পূর্ব পাকিস্তানে আজও আমাদের বোবার জীবন যাপন করতে হতো।
আজ আমরা তিনবেলা পেট পুরে খাই, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম আমাদের গায়েও লাগেনা। অত্যন্ত কষ্ট ও পরিতাপের সাথে জানাচ্ছি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে আমাদের সোনার সন্তানরা দিনের পর দিন না খেয়ে থেকেছেন, এমন নয় তারা গরিবের সন্তান - না খেয়ে তারা অভ্যস্ত ! তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান নিজেদের ঘরের গরু মহিষের দুধ দই ঘি আর নিজেদেরে পুকুর বিলের মাছ খেয়ে বড় হয়েছেন। মুক্তিযুদ্ধে দিনের পর দিন একমুঠো চিড়া মুড়ি কখনো শুধু টিউবওয়েলের পানি হয়েছে তাদের সারা দিনের আহার। অত্যন্ত দুঃখের সাথে গর্ব নিয়ে বলছি সেসব সোনার সন্তানরা গায়ে পুরোনো ছেড়া ধুলি ধুসরিত জামা পেন্ট, ছেড়া জুতা, খালি পায়ে মাঠে খালে বিলে দৌড়েছেন শরীরের শক্তিতে নয় - মনের শক্তিতে, দেশপ্রেমের শক্তিতে। তাদের রক্তে রঞ্জিত লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।   
এই কাজটা অনেক শক্ত কাজ যদিও আমি মুক্তিযুদ্ধ দেখিনি । তবে আমার আত্নীয়স্বজন কাছের মানুষের কাছে অনেক ঘটনা শুনেছি।অনুভব করার চেষ্টা করেছি তাদের দুঃখ কষ্ট বেদনা আর্তি ।আর দেশের প্রতি  মুক্তিযুদ্ধ ,মুক্তিযোদ্ধা ,বীরাঙ্গনা যারা আমার মা , তাদের প্রতি আমার  দায় চিরদিনের চিরকালের।
তাদের জন্য ।এই দেশ জন্মভূমি.....আজ থাক পরে আরো কথা হবে।বানানগুলো ঠিক করে দিচ্ছি। 
অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো্।
২|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৫৯
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ঘনান্ধকার মানে কি গাঢ় অন্ধকার?
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০৭
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০৭
ইসিয়াক বলেছেন:  রাজীব নুর বলেছেন: ঘনান্ধকার মানে কি গাঢ় অন্ধকার?
আঁধার, অন্ধকার, ক্ষপা, তিমির, ঘোর, কালি, ক্ষীণালোক, অন্ধকারময়তা, ঘনান্ধকার, ধ্বান্ত, কালিমা, তমসা
৩|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২৮
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ইসিয়াক ভাই, 
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদধা, বীরঙ্গনা, স্বাধীনতা নিয়ে যতো কবিতা লিখবেন কবিতার নামে পাশে (লিখে দিবেন ১৯৭১ এর কবিতা) মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের লিখতে হবে ইসয়াক ভাই এটি আমাদের দায়িত্ব কর্তব্য আমরা দেশের কাছে দায়বদ্ধ, আমরা দেশের কাঝে মুক্তিযোদ্ধাদের কাছে চিরো ঋণী। 
যখন হাতে সময় পাবেন শক্ত কবিতার দু চার লাইন লিখে রাখবেন। এক সময় দেখবেন ১২ লাইনের কবিতা হয়ে গেছে। নিয়মিত ব্লগে নান বিষয়ে লিখুন, কিন্তু দেশের কথা ভুলা যাবে না। মুক্তিযুদ্ধের কথা ভুলা যাবে না। 
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪১
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪১
ইসিয়াক বলেছেন: প্রিয়  মাহমুদ ভাই ,
আমি আসলে খুব গুছিয়ে কথা বলতে পারি না ।শুধু আমি এটুকু বলতে চাই আপনার অনুপ্রেরণার কথা আমি কখনো ভুলবোনা।
 সামু  ব্লগের আপনার /আপনাদের ভালোবাসার ঋণের জালে আমি দিনে দিনে বন্দি হয়ে গেলাম । 
সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। কবিতা কেমন হয়েছে আমি জানি না আমি আবারো বলছি আমি কবিতা বুঝিনা মনের আবেগে যা মনে আসে তাই লিখি। ভুলভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সকলকে আমার পাশে চাই এইটুকু ই কামনা।
ধন্যবাদ।
৪|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০০
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৬
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় মাহমুদ ভাই।
৫|  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৩
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৭
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো সেলিম ভাই।
৬|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০৯
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১১
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:১১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
৭|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৫০
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৫০
রাকু হাসান বলেছেন: 
কাব্যিক । ভাবধর্মী । লাইক থাকলো । কেমন আছেন ?
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৪৯
১৯ শে ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৪৯
ইসিয়াক বলেছেন: আপনাদের দোয়ায় অনেক ভালো আছি রাকু হাসান ভাই ।
আশা করি আপনি নিশ্চয় ভালো আছেন।ভালো থাকুন সব সময়।
কবিতা পাঠে ও মন্তবে কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল ।
৮|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১:০৩
১৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১:০৩
আকতার আর হোসাইন বলেছেন: অসাধারণ, অসাধারণ
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৫২
১৯ শে ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৫২
ইসিয়াক বলেছেন: আকতার আর হোসাইন ভাইয়া
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
৯|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০৫
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: শুধু কবিতাই লিখে যাবেন? গল্প কবিতা প্রবন্ধ এইসব লিখবেন না?
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
ইসিয়াক বলেছেন: বন্ধু আমি মনে করি আমার জ্ঞানের পরিধি যথেষ্ট সীমিত।  
আমায় আরো অনেক পড়াশোনা করতে হবে । আমি অবশ্যই গল্প প্রবন্ধ লিখতে চাই।
কিন্তু আরো পরে এবং পর্যাপ্ত তথ্য উপাত্ত ও প্রয়োজনীয় জ্ঞান আহরণ করার পর। 
আর সবচেয়ে বড় কথা সময়ের খুবই অভাব। জানুয়ারী ২০২০ এ IELTS  কোর্সে ভর্তি হবো ভাবছি। 
কবিতায় এতো সময় দিতে পারবো কিনা কে জানে?
১০|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বিজয়ের মাসের জন্য দারুণ তাৎপর্যপূর্ণ কাব্য।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
ভালো থাকুন সবসময় ।
১১|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৮
১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৮
শের শায়রী বলেছেন: ভালো লাগা ব্রাদার
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৬
১৯ শে ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো ভাইয়া ।
১২|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো।
নেট পরিসেবা না থাকায় বিগত চার দিন ধরে ব্লগিং করতে পারছিনা। কর্মস্থলে অবশ্য নেট সমস্যা নেই।কাজের ফাঁকে একটু ডুঁ মারলাম। 
শুভকামনা জানবেন।
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:২৪
ইসিয়াক বলেছেন: কবিতা কেমন লাগলো দাদা?
আপনাকে মিস করেছি কিন্তু.......।
১৩|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৩
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আরে!বলেছি তো চমৎকার হয়েছে..
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: স্যরি আমি খেয়াল করিনি। 
ভালো থাকুন সুস্থ থাকুন।
ব্লগিং এ থাকুন। নেট হোক নিরবিছিন্ন ।
জীবন ভরে উঠুক সুখে শান্তিতে। মেঘবাবুকে অনেক আদর জানাবেন।
১৪|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:০৭
সোনালী ডানার চিল বলেছেন: 
কবি দারুন লিখেছেন-
এভাবেই কবি’র কলমে ফুটুক ইতিহাসের মতিহার!
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১৭
১৯ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
কাব্যিক মন্তব্যে মুগ্ধতা।
শুভ বিকাল।
১৫|  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪০
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৪০
নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর 
  ১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
১৯ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু
১৬|  ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ২:৩৬
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ২:৩৬
আকতার আর হোসাইন বলেছেন: বাহ.. তপ্রত্যাশা বাড়ছে
  ২০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৮
২০ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৮
ইসিয়াক বলেছেন: শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪৮
১৮ ই ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪৮
রূপম রিজওয়ান বলেছেন: দুর্দান্ত ভাইয়া! আমার অনুমান এবার বিজয় দিবসে সামুতে যতগুলো কবিতা এসেছে তার চেয়ে ঢের বেশি গত মাসে পিঁয়াজ-কান্ড নিয়ে এসেছিল! বিষয়টা দুঃখজনক! শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ সাহেবের প্রস্তাবটা তাই খুবই যথার্থ ছিল। তবে কবিতা-শিল্প-সাহিত্য এগুলো নিতান্তই পোশাকি বিষয়;মুক্তিযুদ্ধে আমাদের পূর্ববর্তী প্রজন্মের বীরোচিত অংশগ্রহণ এবং আত্মত্যাগের প্রতি যদি তা আমাদের মনে অকৃত্রিম অহম ও শ্রদ্ধাবোধ জাগ্রত করতে পারে,তবেই সাদা পটের কালো অক্ষরগুলো সার্থকতা পাবে। কবিতা দারুণ লেগেছে! অকস্মাত(অকস্মাৎ),অপ্রত্যশিত(অপ্রত্যাশিত) আর পরিপেক্ষিতে(পরিপ্রেক্ষিতে) টাইপোগুলো একটু ঠিক করে নিয়েন।
শুভকামনা কবি ভাইয়া!