|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি। 
শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি।
বহু দিনের অপমানের আর শোষনের বঞ্চনা।
ক্রমে ক্রমে  রুপান্তরিত হলো  মুক্তির চেতনা।
সীমার  বাঁধন অতিক্রমে গর্জে উঠলো জাতি।
বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে এলো, নতুন প্রভাতি।
 
লড়াই হলো রক্ত নিলো পাক সেনাদের দল।
বুকের মাঝে  বইলো ব্যথা চোখে অশ্রুজল।
সেই  রক্ত জলে  শপথ নিলো, দৃপ্ত তরুনেরা,
সর্বোচ্চ  ত্যাগে জীবন দিলো বীর মুক্তিসেনা।
লক্ষ  মা বোনের অপমানের  অসহ্য শোকগাঁথা ,
শুনতে লাগে বুঝি এ এক  অবাস্তব রূপকথা।
রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা। 
অনুপ্রেরণায় ও কৃতজ্ঞতাঃ সুপ্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ ।  
 ৩২ টি
    	৩২ টি    	 +৫/-০
    	+৫/-০  ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০১
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০১
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা
বানান ঠিক করে দিয়েছি ।
অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন।
২|  ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো। বাংলা মায়ের শোকগাঁথাতে  শ্রদ্ধাঞ্জলি। 
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।
  ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৯
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:০৯
ইসিয়াক বলেছেন: আপনার প্রতি ও রইলো অজস্র শুভকামনা ও ভালোবাসা।
ভালো থাকুন, সুস্থ থাকুন। 
পাশে থাকুন সবসময়। 
শুভরাত্রি।
৩|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:২৮
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:২৮
কায়েস মাহমুদ! বলেছেন: চালিয়ে যান।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৫
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৫
ইসিয়াক বলেছেন: কায়েস মাহমুদ ভাই আপনাকে  আমার ব্লগে স্বাগতম। 
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।
৪|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৪৫
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ইসিয়াক ভাই,
আমি কৃতজ্ঞ আপনার কাছে। অনেক অনেক ধন্যবাদ।
বীরঙ্গনা মায়েদের নিয়েও যে লিখতে হবে ভাই। অবসরে লিখুন প্লিজ টেনশন নেওয়ার কারণ নেই। এগুলো আপনার সম্পত্তি হয়ে থাকবে একদিন। মুক্তিযুদ্ধ, বীরঙ্গনা, মুক্তিযোদ্ধা, এগুলো নিয়ে আমাদের লিখতে হবে।
ভালো থাকুন। আর অবসরে লিখুন। 
নিজের মনের কথা। 
যুদ্ধের কথা। 
যোদ্ধার কথা। 
জীবনের কথা। 
ভালোবাসার কথা। 
কনকনে শীতের কথা
শীতার্ত মানুষের কথা। 
যা মনে আসে আপনি লিখুন কবি লেখক স্বাধীন। তিনি তার ভাষায় যা লিখবেন তাই তাঁর সৃষ্টি।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৯
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১৯
ইসিয়াক বলেছেন: প্রিয়  মাহমুদ ভাই,
আপনার মন্তব্য সব সময় আমাকে অনুপ্রাণিত করে। আমি অবশ্যই সব রকম কবিতাই লিখবো।  শুধু পাশে থাকুন।
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো ।
৫|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১:৩৯
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১:৩৯
JobMarketAnalyst বলেছেন: ভাল্লাগছে
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:২১
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:২১
ইসিয়াক বলেছেন: JobMarketAnalyst ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার প্রতি।
ভালো থাকুন সব সময়। 
শুভসকাল।
৬|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:৫৮
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৮:৫৮
রূপম রিজওয়ান বলেছেন: চমৎকার হয়েছে! খুব ভালো লাগলো।
শুভ সকাল,ভাইয়া।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০০
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:০০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ছোট ভাইয়া।
ঢাকাতে শীত কেমন পড়েছে?
৭|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৩
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা কবিতা লিখেছেন।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৯
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা বন্ধু
৮|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন: কবিতাটির কিন্তু আপনি ই প্রথম পাঠক ।
 আর সেই কারণে আমার ভালো লাগা একটু বেশি।
কৃতজ্ঞতা রইলো বন্ধু।
৯|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৬
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৮
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
১০|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৮
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:০৮
রূপম রিজওয়ান বলেছেন: "ঢাকাতে শীত কেমন পড়েছে?"
ভালোই! তবে এখন ঘরে আছি বিধায় ততটা টের পাচ্ছি না। শীত আরো বাড়বে নাকি।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১৩
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: ফিরতি মন্তব্যে অনেক ভালো লাগা ।
শীতের কবিতা লিখছি আর কফির মগে ডুবে আছি  ছোট ভাইয়া হা হা হা......
শুভকামনা।
১১|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০১
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০১
নীল আকাশ বলেছেন: @ ঠাকুরমাহমুদ ভাই, ব্লগেই বীরঙ্গনা মা এবং যুদ্ধশিশুদের নিয়ে লেখা দেয়া আছে। আমি গতবছরই লিখেছিলাম। আপনি কি পড়েছেন? গল্পঃ স্বাধীনতা আমার অহংকার!
@ ইসিয়াক ভাই, কবিতা ভাল লেগেছে। এইদেশের স্বাধীনতা আমাদের সবারই অহংকার। 
ধন্যবাদ।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১৯
২১ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:১৯
ইসিয়াক বলেছেন: 
@ ইসিয়াক ভাই, কবিতা ভাল লেগেছে। এইদেশের স্বাধীনতা আমাদের সবারই অহংকার।  
অবশ্যই আমাদের সবার অহংকার এইদেশের স্বাধীনতা । চির অম্লান হোক আমাদের  স্বাধীনতা।   
সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় । 
কবিতা পাঠে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো নীল আকাশ ভাইয়া ।
১২|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩০
২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩০
জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩২
২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো শ্রদ্ধেয় ।
ভালো থাকুন।সুস্থ থাকুন সবসময়।
১৩|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৬
২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতাটির কিন্তু আপনি ই প্রথম পাঠক ।
আর সেই কারণে আমার ভালো লাগা একটু বেশি।
কৃতজ্ঞতা রইলো বন্ধু। 
আহা সবাই জেনে যাবে তো! 
কিছু কথা গোপন থাকাই ভালো।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৯
২১ শে ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৯
ইসিয়াক বলেছেন: হা হা হা ....
 জানলে জানবে।তাতে কি.....আমি বাপু, লুকোছাপার মধ্যে নেই। 
চলবে নাকি কফি? 
 
১৪|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৮
২১ শে ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
নীল আকাশ ভাই/ ইসিয়াক ভাই
বীরঙ্গনা মায়েদের নিয়ে আরো লিখতে হবে। আমাদের চলমান জেনারেশনের পর আর কেউ এ ব্যাপারে লিখবে না।  
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৪
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৪
ইসিয়াক বলেছেন: আমার লেখা  চলতেই থাকবে প্রিয় মাহমুদ ভাই।
সময় সুযোগ পেলেই আমি লিখবো। এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে। শূধু পাশে থাকার অনুরোধ রইলো ।আর ভুল হলে শুধরে দেবেন ব্যস এইটুকু চাওয়া।
১৫|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪৫
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৯:৪৫
নীল আকাশ বলেছেন: @ ঠাকুরমাহমুদ ভাই, এই গল্পের ২য় পর্ব লিখছি আমি। যুদ্ধশিশুদ্রর নিয়ে। অগ্রীম দাওয়াত দিয়ে গেল। পারলে ১ম টা পড়ে দেখবেন।
ধন্যবাদ।
  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০২
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০২
ইসিয়াক বলেছেন: আমি ও পড়বো প্রিয় নীল আকাশ ভাই।
অপেক্ষা করছি।
১৬|  ২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৪
২১ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রূপকথা নয় রূপকথা নয় এই তো স্বাধীনতা
বাংলা মায়ের জন্মকালীন কষ্টের শোক গাঁথা।
.............................................................................
বিজ্ঞানের যুগে আর রুপকথা চলেনা,
তাইতো বঙ্গমাতার অবহেলা চলবে না, যার
যা সম্মান তা তাকে দেয়া আমাদের কর্তব্য
  ২২ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:২৯
২২ শে ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:২৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৫
২০ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ কিছু টাইপো আছে। শোষণের, বঞ্চনা, বাঁধা, বিন্ধ্যাচল, অশ্রুজল (স্পেস হবে না),
দয়াকরে কমেন্টটি ডিলিট করবেন।