নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ব্যাধি

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭


বিকৃত কামতৃষ্ণা হতে সৃষ্ট
পাপাচার ,কামাতুর উষ্ণতার লোভে,
কাঠ,খড় পুড়িয়ে, অসহ্য তপ্ত হয় কতিপয় যুবক।
বিকারগ্রস্থ শরীরের তৃষ্ণা মেটাতে।
ফাঁদ পাতে গলি ,পার্কে,নির্জন রাস্তায়,
পাবলিক টয়লেটে অথবা ছাত্রী হোষ্টেলে।

যে জনপদে যৌন শক্তি বর্ধক পানীয়,ট্যাবলেট
দেদার বিক্রি হয় মুড়ি মুড়কির মতো।
সেই সমাজে কোন রমনীই নিরাপদ নয়।
অসুস্থ চিন্তাধারা, বিকারগ্রস্ত মনমানসিকতা,
সামাজিক অবক্ষয়ের এক বিভৎস তৈলচিত্র।

নারীকে দলিত করার তীব্র ইচ্ছা,বেহিসেবী জীবনে,
পাওয়া না পাওয়ার হতাশা,ক্ষোভ থেকে জন্ম নেয় পাপ!
সেই পাপ ব্যাধি হতে সৃষ্ট কর্মকান্ডের নাম ধর্ষণ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সমসাময়িক কবিতা
ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্।
ভালো থাকুন সবসময়।

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: যৌনতার দরকার আছে। অবাধ যৌনতা থাকলে দেশে ঝামেলা কম হবে।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: আপনি কি কবিতাটি ভালো করে পড়েননি বন্ধু?
আবারো পড়ুন।নাকি আমি বোঝাতে পারিনি! বুঝতে পারছিনা।
ধন্যবাদ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

নিভৃতা বলেছেন: এই সব ব্যাধিগ্রস্ত কীটে দুনিয়াটা ভরে যাচ্ছে।

ভালো লিখেছেন। শুভ কামনা রইল।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

শের শায়রী বলেছেন: দারুন পাঠ। তৃপ্তিদায়ক কবি।

২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় ভাইয়া/প্রিয় ব্লগার ।
ভালো থাকুন ।সবসময় ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

ফয়সাল রকি বলেছেন: এদেশেই আবার দু'একটা ঘটনার জন্য জন্ম নেয় হারকিউলিস!
লেখায় +++

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী।

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময় ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: চলবে।

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় দাদা ।
ভালো থাকুন সবসময় ।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুবোধ সরকারের একটা কবিতা শেয়ার করলাম।
শাড়ি

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি।

আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের
হালকা নীল রঙের একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ
দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদের
একটা গোলাপীকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান
তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিনদিক থেকে ছুটে আসা সুখ
তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ।
সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল
এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে?

কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা
সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে
কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো
স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি
উপর থেকে নিচে। নিচে নেমে ডানদিকে।
পড়ে রইলো খাবার, চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উড়ছে।
এরই নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা।

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
একদিন দুপুরে, শাশুড়ি ঘুমিয়ে, সমস্ত শাড়ি বের করে
ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নীচের পৃথিবীতে।
শাশুড়ি পড়িয়ে দিয়েছিল তাকে সাদা থান
উনিশ বছরের একটা মেয়ে সে একা।

কিছু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন, পাড়ার মোড়ে
একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও'
পেছনে তিনজন, সেকি উল্লাস, নির্বাক পাড়ার লোকেরা।

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা।
- সুবোধ সরকার



বলার যে, সমাজের অবক্ষয়তা আছে, থাকবে। কাব্যে সরাসরি কিছু শব্দকে না টেনেও তার চেয়ে অনেক গুণ বেশি বলা যেতে পারে কাব্যিক বাহারের মাধ্যমে।

ধন্যবাদ ইসিয়াকভাই আপনাকে। শুভকামনা রইলো।




















৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

ইসিয়াক বলেছেন: এতো সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময় প্রিয় দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.