নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সার্থকতা

২০ শে মে, ২০২০ সকাল ১০:৫৯


জীবনের এতোটা পথ হেটে এসে
পেছন ফিরে দেখি আমি একা।

চলার পথে যারা ছিল অতি আপনজন
তারা সকলে প্রয়োজন মিটতেই,
হারিয়েছে দূরে কোথাও ।

কষ্ট পাইনা,কষ্ট পেতে পেতে
কষ্ট কি সেই অনুভূতিটুকুও নষ্ট হয়ে গেছে।
তারপরেও সহায় কেউ থাকলে
মনের জোর টুকু বাড়তো।

বেলা শেষে ভালোবাসার অবলম্বনটুকু যে বড্ড প্রয়োজন!

এখন খুব সহজেই ঠান্ডা গরমে হাঁপানির টান ওঠে।
উঠতে বসতে গাঁটে গাঁটে ব্যথা।
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো প্রায়।
কানও বিভ্রান্ত কখনো কখনো।
পথ চলতে পা টলে সহজে।
আরো কত কি!

এতো দিনের বিনিময় মূল্য ভালোই পেলাম
জীবনের কাছ থেকে।

একটু আদর আহ্লাদ
একটু সহানুভূতি, একটু ভালোবাসা।
সব মনে হয় রূপকথা, অলীক স্বপ্ন।

তবু বেঁচে আছি।
বাঁচতে ভালোবাসি।
এখানেই হয়তো জীবনের সার্থকতা।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ সকাল ১১:১০

জাফরুল মবীন বলেছেন:



জীবনে চলেছি দীর্ঘ পথ
কাউকে পাইনি সাথে
নিজের লাশ টেনে চলছি
নিজেরই কবরের কাছে।।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:০৫

ইসিয়াক বলেছেন: এতো সুন্দর একটা মন্তব্য পেয়ে আপ্লুত হলাম প্রিয় জাফরুল মবীন ভাইয়া।
#আসলে মানুষের জীবনটাই এরকম। তবু মানুষ বাঁচতে ভালোবাসে।
নিরন্তর শুভকামনা।

২| ২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
লকডাউনে বেশ ভালোই আছেন। অবশ্য আপনার আছে মধুরিমা। তাই তো ছড়া কবিতা আর গল্প লিখে যাচ্ছেন।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:০৭

ইসিয়াক বলেছেন: ভাই?
ওয়ালাইকুম আসসালাম ........
#আমার আছে ব্লগ আর লেখালেখি।মধুরিমা তো বাহানা।

৩| ২০ শে মে, ২০২০ দুপুর ১২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: এইজগত সংসারে কেউ কারো নয়। করোনায় সেটা আবার দেখলাম

২১ শে মে, ২০২০ বিকাল ৪:০৮

ইসিয়াক বলেছেন: আসলেই এইজগত সংসারে কেউ কারো নয়।
তবুও সবাইকে নিয়েই চলতে হয়।
শুভকামনা।

৪| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেহিসাবী জীবনের কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
অনুভূতিটুকুতে স্পেস না হলে অবলম্বন টুকুতে স্পেস কেন হবে?

২১ শে মে, ২০২০ বিকাল ৪:২২

ইসিয়াক বলেছেন: ঠিক করে দিয়েছি প্রিয় দাদা।
ভালো থাকুন সবসময়।

৫| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৫১

আল-ইকরাম বলেছেন: বেশ! জীবনের ব্যথ্যা বেদনা, অপ্রত্যাশিত যন্ত্রণা মানুষকে দৃঢ় করে। মানুষ এসমস্ত বাস্তব অভিজ্ঞতা থেকে যতো জ্ঞানার্জন করে তা তাকে জীবনের অবশিষ্ট পথ চলতে দারুনভাবে সাহায্য করে। শুভেচ্ছা রইল।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভ বিকাল

৬| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৩

শের শায়রী বলেছেন: একটা সময় বোজা যায় কেউ কারো না। কেউ কারো না। জীবনকে একলাই টেনে যেতে হয়।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৭

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন প্রিয় ভাইজান,
কেমন আছেন?
নিরন্তর শুভকামনা।

৭| ২০ শে মে, ২০২০ রাত ৯:৪৩

কালো যাদুকর বলেছেন: কবিতা যে কবির আবেগের প্রকাশ সেটা এটাতে বুঝা যাচ্ছে। আর আবেগ কস্টেরও হতে পারে। ধন্যবাদ।

২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন সবসময়।
নিরন্তর শুভকামনা।

৮| ২০ শে মে, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ভাই কি আজকাল খুব ব্যস্ত মন্তব্যের উত্তর টুত্তর দেন না!!!!

২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন: B:-/

৯| ২০ শে মে, ২০২০ রাত ১১:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



জীবনে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এটা প্রেমিক-প্রেমিকা, হাজবেন্ড-ওয়াইফ, বন্ধু-বান্ধবী সবার বেলায় প্রযোজ্য। ভালোবাসা হলো বিদ্যুৎ তাড়িত আবেগ। বেগ কেটে গেলে, ভালোবাসা দৌড়ে পলায়।

২১ শে মে, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন: তবুও মানুষ মানুষের জন্যই বাঁচে। একা থাকতে পারে না।
মন্তব্যে ভালো লাগা প্রিয় গল্পকার ।
শুভকামনা।

১০| ২১ শে মে, ২০২০ রাত ৩:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অভিজ্ঞতাটাইতো বড় পাওয়া।এরচেয়ে বড় আর কি পেতে চান?

২১ শে মে, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: অভিজ্ঞতাটা বড় পাওয়া সেটা ঠিক আছে তার সাথে মানুষের ভালোবাসা পেতে চাই ভাইয়া।
নিরন্তর শুভকামনা।

১১| ২১ শে মে, ২০২০ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: বেঁচে থাকাটাই এক দারুন ব্যপার। সাজিআপুর কবিতা থেকে শিখেছি। :)

২১ শে মে, ২০২০ বিকাল ৫:৩২

ইসিয়াক বলেছেন: সত্যি বেঁচে থাকাটা দারূণ ব্যপার । আর হ্যাঁ, আমারো কিন্তু সাজি আপুর পোষ্ট পড়তে খুব ভালো লাগে। কি সুন্দর করে যে লেখেন!
আমি পড়ি আর অবাক হই । কিভাবে এতো সুন্দর করে লেখেন কে জানে।
ভালো থাকুন আপু্
নিরন্তর শুভকামনা।

১২| ২২ শে মে, ২০২০ সকাল ১১:৫৮

ইসিয়াক বলেছেন:




প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর


প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

মোরে আরো আরো আরো দাও প্রাণ।

তব ভুবনে তব ভবনে

মোরে আরো আরো আরো দাও স্থান ॥

আরো আলো আরো আলো

এই নয়নে, প্রভু, ঢালো।

সুরে সুরে বাঁশি পুরে

তুমি আরো আরো আরো দাও তান ॥

আরো বেদনা আরো বেদনা,

প্রভু, দাও মোরে আরো চেতনা।

দ্বার ছুটায়ে বাধা টুটায়ে

মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।

আরো প্রেমে আরো প্রেমে

মোর আমি ডুবে যাক নেমে।

সুধাধারে আপনারে

তুমি আরো আরো আরো করো দান ॥

রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ জ্যৈষ্ঠ, ১৩১৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ জুন, ১৯১২
রচনাস্থান: লোহিত সমুদ্রবক্ষে জাহাজে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

পর্যায়ঃ পূজা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.