নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গীতিকবিতা-৭

২১ শে জুন, ২০২০ ভোর ৫:৫১


ও বন্ধু তুমি রইলা কই?
কতদিন দেখি না ওই মুখ দেখিতে মন চায়।
ও বন্ধু দয়াময়,
তোমারে একবার দেখিতে মন চায়।

কুঞ্জবনে বইসাগো বন্ধু বাজাও বাঁশের বাঁশি।
মন করে আনচান, মনে লয় কাছে আসি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।

আমি তো নই রাই,
কি করি উপায়?
কুল কলঙ্কের ভয়ে সব বাসনা দিলাম জলাঞ্জলি,
বুকের পিপাসা বুকে লুকাই কারেইবা বলি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।

রাই হতে সাধ জাগে মনে
সাধ্য তো জানি নাই।
তোমায় দেখার আশা হয়তো আর এ জীবনে হবার নয়।
মন করে আনচান, মনে লয় কাছে আসি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।

ছবিঃ গুগল থেকে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ ভোর ৬:০০

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

২১ শে জুন, ২০২০ ভোর ৬:১৪

ইসিয়াক বলেছেন:






শুভসকাল মহীভাই

২| ২১ শে জুন, ২০২০ সকাল ৮:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাধা রমনের এমন একটা গান আছে,”আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে নয়”

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

ইসিয়াক বলেছেন:



আমিও শুনেছি গানটা ভাইয়া সেদিন বাড়ির অদূরে কোথাও গানটি বাজছিলো মনে হয়তো তার ছায়া পড়তে পারে। সেটা লেখার সময় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

৩| ২১ শে জুন, ২০২০ সকাল ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু সাধু সাধু-------

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন:




কৃতজ্ঞতা জানবেন সাজ্জাদ ভাইয়া।
শুভবিকাল

৪| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: আগের চেয়ে এনার কবিতা বেশী ভালো লাগে।

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন:





এই আরকি একটু চেষ্টা করছি :(

৫| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: গীত কবিতায় +++

২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন:



পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.