নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ও বন্ধু তুমি রইলা কই?
কতদিন দেখি না ওই মুখ দেখিতে মন চায়।
ও বন্ধু দয়াময়,
তোমারে একবার দেখিতে মন চায়।
কুঞ্জবনে বইসাগো বন্ধু বাজাও বাঁশের বাঁশি।
মন করে আনচান, মনে লয় কাছে আসি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।
আমি তো নই রাই,
কি করি উপায়?
কুল কলঙ্কের ভয়ে সব বাসনা দিলাম জলাঞ্জলি,
বুকের পিপাসা বুকে লুকাই কারেইবা বলি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।
রাই হতে সাধ জাগে মনে
সাধ্য তো জানি নাই।
তোমায় দেখার আশা হয়তো আর এ জীবনে হবার নয়।
মন করে আনচান, মনে লয় কাছে আসি।
ও বন্ধু দয়াময় তোমারে দেখিতে মন চায়।
ছবিঃ গুগল থেকে
২১ শে জুন, ২০২০ ভোর ৬:১৪
ইসিয়াক বলেছেন:
শুভসকাল মহীভাই
২| ২১ শে জুন, ২০২০ সকাল ৮:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাধা রমনের এমন একটা গান আছে,”আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে নয়”
২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন:
আমিও শুনেছি গানটা ভাইয়া সেদিন বাড়ির অদূরে কোথাও গানটি বাজছিলো মনে হয়তো তার ছায়া পড়তে পারে। সেটা লেখার সময় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৩| ২১ শে জুন, ২০২০ সকাল ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু সাধু সাধু সাধু সাধু-------
২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন সাজ্জাদ ভাইয়া।
শুভবিকাল
৪| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: আগের চেয়ে এনার কবিতা বেশী ভালো লাগে।
২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন:
এই আরকি একটু চেষ্টা করছি ।
৫| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: গীত কবিতায় +++
২১ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অশেষ কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২০ ভোর ৬:০০
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।