নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আকাশ জুড়িয়া ভীষণ মেঘ করিয়াছে।অচিরেই চতুর্দিক অন্ধকার করিয়া প্রবল বেগে বায়ু বহিতে লাগিল কিম্ভুত আওয়াজে ।সাথে বাজের কড়কড় ধ্বনি।
নভোনীলে মেঘ দেখিলে আমার চিত্ত বরাববরই আকুল হইয়া ওঠে, মনের অলিন্দ জুড়িয়া অপার্থিব খুশির বন্যা বহিয়া যায়। কেন যায় তাহা অন্য প্রসঙ্গ।
আজ প্রকৃতির এই তান্ডব নৃত্য প্রদর্শনকালে চতুর্দশী এক কন্যা সচকিত নয়নে দিকভ্রান্ত হরিণীসম হঠাৎ ছুটিয়া একেবারে আমার সম্মুখভাগে আসিয়া উপস্থিত হইলো । মনে হইলো সে প্রচন্ড ভয় পাইয়াছে। ভয়ে তাহার বুক কামার পাড়ার হাপরের মতো ওঠানামা করিতেছে।
আমি অবাক বিস্ময়ে চঞ্চলা হরিণীটির পানে চাহিয়া রহিলাম অপলক, নির্বাক।
আহা কে এই রুপবতী কন্যা ? কে এই চঞ্চলা? কোথা হইতে আসিলো সে?হৃদয়বীণা হঠাৎ বাজিয়া উঠিল সপ্ত সুরে,
আহা কি রূপ সৃজিল বিধাতা,
চঞ্চলা হরিণী সম নাচিছে চক্ষুপাতা।
পড়ে না পলক মোর আঁখি স্থির,
রুপতো নয় যেন শিকারী তীর।
বুক ভেদ করিয়া প্রিয়া মর্মে দিলো হানা,
পলকে হেরিলাম স্বয়ং আপন ঠিকানা।
কি নাম কওগো কন্যা কিবা পরিচয়,
জানাশোনায় সম্পর্ক গভীরতম হয়।
ছবিঃ গুগল থেকে
২৭ শে জুন, ২০২০ দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন:
ছবি বদলে দিলাম।বিদ্যুৎ বিভ্রাটের কারণে আসতে দেরী হয়ে গেলো। এবার নিশ্চয় মন্তব্য পেতে পারি।
২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন:
মন্তব্য কিন্তু পেলাম না।
২| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম দেখা তো নয় মনে হলো যেন রূপের আগুনে হালকা খাওয়া।
হরিণী, বীণা শব্দদুটি পারলে একবার চেক করে নিন।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১:১৭
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।হরিণী বানান ঠিক করে দিয়েছি ,বীণা বানান অনিচ্ছাকৃত ভুল।
শুভকামনা রইলো প্রিয় দাদা।
৩| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:৪৯
নীল আকাশ বলেছেন: মুই মানাচ্ছে না। আঞ্চলিক শব্দ। সাধু ভাষার সাথে যাচ্ছে না।
কী এবং কি এর ব্যবহার ভিন্ন ভিন্ন করা হয়েছে বাংলা একাডেমি থেকে।
ছবি কিছুটা অশালীন মনে হয়েছে। চতুর্দশী কন্যা এত বড় হয় না।
ধন্যবাদ।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১:২০
ইসিয়াক বলেছেন:
#মুই বদলে দিয়েছি প্রিয় ভাইয়া।
# ছবি বদলে দিয়েছি।
পাঠে মন্তব্যেও লাইকে অনুপ্রাণিত হলাম।শুভকামনা।
৪| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতেই তো ক্রিমিনাল অফেন্স করে ফেললেন চতুর্দশী হবে না, অষ্টাদশী হতে হবে, অন্যথায় সংবিধান লঙ্ঘিত হবে
আধুনিক রীতিতে লিখলেই ভালো হয়। তবে, স্বাদের ভিন্নতার জন্য মাঝে মাঝে লেখা যায়।
শুভেচ্ছা রইল।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন:
#আরে না ভাইয়া,কি যে বলেন সবে তো প্রেমে পড়লাম বিয়ে তো আরো দেরি ।
# একটু অন্যরকম প্রচেষ্ট বলতে পারেন। হঠাৎ মনে হলো লিখে দেখি কেমন হয়।
আপনার জন্যও শুভেচ্ছা সহ শুভকামনা রইলো প্রিয় ভাই আমার।
৫| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: পড়ে মন পুলকিত হল।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:২২
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো মহী ভাই। শুভকামনা।
৬| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৮
মা.হাসান বলেছেন: সোনাবীজ ভাই খারাপ কথা বলছেন কেন , ভালোবাসার জন্য ১৪ বছরে সমস্যা নেই ; বিবাহ করিতে গেলে সমস্যা।
চিত্ত পুলকিত হইল।
২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৪
ইসিয়াক বলেছেন:
আরে হাসান ভাই যে, কবিতায় আপনি?
#গল্প দিলাম গল্পেতো আপনাকে পেলাম না। মন খারাপ হলো কিন্তু। আপনার আর ভুয়া মফিজ ভায়ের জন্য ব্লগে গল্প লিখি ।আপনাদের গল্পে পাই না। ঠিক আছে আর গল্প লিখবো না।
৭| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৩
মোঃ মােজদুল ইসলাম বলেছেন: Vai chomotkar,kom bujhe, tobe kimvut shobdoti poribesh sathe bemanan, ar shikari tir aktu tarahurar mil. Kintu purono dhacher lekha,pochondo hoyeche.thanks
২৮ শে জুন, ২০২০ ভোর ৬:২২
ইসিয়াক বলেছেন:
মোঃ মােজদুল ইসলাম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
লেখা পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।কৃতজ্ঞতা ভাইয়া।
আরো ভালো লাগলো আপনার গঠনমূলক মন্তব্য।
নিরন্তর শুভকামনা।
৮| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৮
নৃ মাসুদ রানা বলেছেন: প্রেমে পড়ে গেলাম! সত্যি, প্রেমে পড়ে গেলাম।
২৮ শে জুন, ২০২০ ভোর ৬:২৩
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
অনেকদিন পরে আপনাকে আমার ব্লগের পাতায় পেয়ে ভালো লাগছে।
শুভসকাল
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২০ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে ছবিটা কার? মানে ছেলে না মেয়ে? সে যে ই হোক মনে হচ্ছে মানসিক রোগী। মায়া লাগছে।