নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কার্তিক বন্দনা

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:১৫



কার্তিকের আকাশে মেঘের উঁকিঝুকি
সাদা কালো রুপালীর নানা আঁকিবুঁকি।

রৌদ্র ছায়ায় নাচে ফড়িংয়ের দল,
ভাব প্রকাশে তাদের নানান কৌশল।

বিহঙ্গ গায় গীত সুখ, দুঃখ ভুলে,
সেই সুরে ময়ূর নাচে পেখম তুলে।

ফুল ফোটে কামিনী আহা কি সুবাস!
মাতাল গন্ধ তার সুমিষ্ট প্রকাশ।

মাঠ জুড়ে পাকা পাকা সোনালি ধান,
কৃষাণ কৃষাণী হাসে খুলে মন প্রাণ।

ঝাঁকে ঝাঁকে পাখি আসে ছেড়ে নিজ দেশ।
বিমূর্ত চিত্র যেনো সমগ্র পরিবেশ।

ধীরে ধীরে শীত আসে চুপি চুপি পায়,
খোকা খুকু আহ্লাদে আগুন পোহায়।

খেজুরের রস আহা শীত উপহার,
মিঠে কড়া রোদ যেন নয় ভুলবার।

এর সাথে বাড়ি বাড়ি নবান্নর ঢেউ,
সে খুশিতে সামিল সবে,বাকি নাই কেউ।

বিলে ঝিলে কাঁধে কাঁধে মিলিয়ে কাতার,
অতিথি পাখিরা যত কাঁটছে সাঁতার।

বেলা হতে খোকার হাতে ঘুড়ি ও লাটাই।
নাই সময় খাবে নাড়ু, মিষ্টি ও মিঠাই।

শেষটায় ডোবে রবি পশ্চিম আকাশে।
কোজাগরী পূর্ণিমা চাঁদ দ্রুত প্রকাশে।

ঝলমল আলোক মালা কোথা নাই আঁধার।
অপার্থিব হাসি হাসে যেন বন ও বাদাড়।

মন চায় পাখি হতে এই খুশিতে।
এসো সবে গাই গান কার্তিকের রাতে।
©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা কী নির্মল কথা!!!
প্রকৃতির ভরপুর সৌন্দর্য্যে মুগ্ধতা। ++
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:২৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা পাঠে , মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা নিরন্তর।

২| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: সাম্প্রতিককালে দেখছি আপনি কচ্ছপের মত পোস্ট দিয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন। সুদূর লন্ডন প্রবাসী ভূয়া ভাই পর্যন্ত আপনার নিরুদ্দেশ যাত্রা নিয়ে চিন্তায় আছেন। বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে....

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

ইসিয়াক বলেছেন: কি বলবো , কোন কাজে অযুহাত দেয়া আমার পছন্দ নয় তবুও বলছি ব্যস্ততার ভীড়ে সময় করে উঠতে পারছি না। সামনে হয়তো আরো বেশি ব্যস্ত হয়ে পড়তে হতে পারে।সে জন্য ভীষণ চিন্তায় আছি।করোনা এসে অনেক ক্ষতি করে দিয়ে গেলো। জীবিকার পেছনে ছুটতে ছুটতে দিন চলে যায় ব্লগিং এর জন্য সময় বের করা এখন কষ্টকর হয়ে উঠছে।
শুভকামনা।

৩| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: কার্তিক ঠাকুর আপনার কবিতা পড়তে খুশি হবেন।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৮

ইসিয়াক বলেছেন: আপনি কি খুশি হয়েছেন?

৪| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পছন্দের সময়ের একটা হচ্ছে এই কার্তিক

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১১

ইসিয়াক বলেছেন: কার্তিক মাসটা সত্যি বছরের সুন্দর একটা সময়। তবে এবার অতটা ভালো কাটেনি।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কার্তিক বন্দনা

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু । পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.