নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

চেয়ে চেয়ে দেখি ঘুমন্ত প্রিয়ার মুখ

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৭


রাত গভীরে দর্মার বেড়ার ফাঁক চুইয়ে,
উড়ে এসে জুড়ে বসলো
এক টুকরো পূর্ণ চাঁদের আলো,
আমার প্রিয়তমার মুখে।

কি অপরূপ! কি অপরূপ!!
আহা!!মরি মরি।

আমি একবার চাঁদ দেখি, আবার প্রেয়সীকে দেখি।
কে সুন্দর কার চেয়ে বেশি?
ভেবে হই সারা।

জোছনা না প্রিয়া?
কে কার অলংকার?

চিত্ত দিশেহারা।
আমি পুলকিত।
আমি শিহরিত।
আমি বিহ্বল।
আমি চমকিত।

আহ!এতো রূপের ঝলকানি, সত্যি সহ্য করা দায়।
অঘ্রাণের এই হিম ঝরানো রাতে।

আমি
উঠোন জুড়ে ছড়িয়ে থাকা ঝরা শিউলি
কুড়িয়ে এনে বিছিয়ে দিলাম গভীর আবেগে,
প্রিয়তমার জোছনাস্নাত ঘুমন্ত বিছানাতে।

ঠিক তখনই হঠাৎ,
কোত্থেকে এলো এক ঝলক মাতাল সমীরণ।
মধু মঞ্জরি, হাসনা হেনার সৌরভ গায়ে জড়িয়ে।

মুগ্ধ আমি বললাম হেসে,
ও মাতাল হাওয়া,
ফুল সৌরভে বয়ে যাও কোমল উষ্ণ তাপে।
দেখো খুব সাবধানে
আমার প্রিয়ার ঘুম যেন না ভাঙে।

তারপর ঘাড় ফেরাতেই দেখি
অজস্র জোনাক পোকা।

বললাম হেসে,
ও জোনাক পোকা আলোক ছড়াও আঁধারের ফাকে ফাঁকে।
ভুল করেও বসো যেন আমার প্রিয়ার চাঁদ মুখে।


তারপর
অপার্থিব মুগ্ধতায় আমি চেয়ে চেয়ে কাটাই মায়াবী প্রহর
রতিক্লান্ত ওই প্রেমময় মুখ দেখে।
আহা এ লগনে বেঁচে থেকেও সুখ।
আমি শুধু মুগ্ধ চোখে দেখি ঘুমন্ত প্রিয়ার মুখ।

©রফিকুল ইসলাম ইসিয়াক।


ফুটনোট
দরমা /বিশেষ্য পদ/ চাঁচ, চাঁটাই, চাঁচারি হতে প্রস্তুত আবরণ।
কৃতজ্ঞতাঃনুরুলইসলা০৬০৪

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক রোমান্টিক কবি দা

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ প্রিয় লিটন ভাই। ভালো থাকুন।
এবার যদি ব্লগ ডে হয় নিশ্চয় আপনার সাথে দেখা হবে। কে জানে কি হবে। করোনা সব গোলমাল করে দিলো।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দর্মা শব্দটির অর্থ অনেকেই বুঝবে না।অপ্রচলিত শব্দ কবিতায় যত কম ব্যবহার করা যায় ততই ভাল।কবিতা ভাল লেগেছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন: ফুটনোটে উল্লেখ করে দিয়েছি ভাইয়া।


অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫০

ফয়সাল রকি বলেছেন: এ লগনে বেঁচে থেকেও সুখ!
এই সুখ লগন যেন বারবার আসে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইল প্রিয় ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৬

ইসিয়াক বলেছেন: সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন আপু।

অজস্র শুভেচ্ছা রইলো।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

ইমু সাহেব বলেছেন: আহা আহা !

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

ইসিয়াক বলেছেন: ইমু সাহেব আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইল।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৪

নীল আকাশ বলেছেন: দারুন রোমান্টিক কবিতা।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ভাইয়া।

শুভকামনা রইল।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চাঁদেখেই আপনি প্রেয়সীর দিকে তাকান।
কে বেশি সুন্দরী!

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

ইসিয়াক বলেছেন: চাঁদের চেয়ে আমার প্রিয়া বেশি সুন্দরী। হা হা হা....
ভালো থাকুন প্রিয় কবি।
শুভকামনা রইল।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আবেগ আছে, ভালোবাসা আছে। হাহাকার আছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

ইসিয়াক বলেছেন: কবিতায় হাহাকার কোথায় দেখলেন? তবে কবিতায় প্রিয়ার প্রতি আকুলতা প্রকাশিত হয়েছে বলা যেতে পারে।

ঘুময়ে পড়েন অনেক ক্লান্ত মনে হচ্ছে আপনাকে।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: বইমেলার আপডেট কি?
বাংলা একাডেমি কি বলল?

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন:




জানি না কি হবে।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ , ভাল লাগল কবি সাহেব।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ মহী ভাই।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০

ঢুকিচেপা বলেছেন: দারুণ হয়েছে ইসিয়াক ভাই।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ।
ভালো থাকুন সবসময়।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



অপরূপ হয়েছে কবিতা ।
পাঠে মুগ্ধ ।
কুড়ে ঘরের দরজাকে যে দর্মা বলে
সে কথাটি আনেকেই হয়তো আজকের
দিনে ভুলেই যেতে বসেছে । ভাল করেছেন
মনে করিয়ে দিয়ে ।

শুভেচ্ছা রইল

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো শ্রদ্ধেয় ব্লগার।

ভালো থাকুন সবসময়।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪০

আমি সাজিদ বলেছেন: দরমা কোন এলাকার ভাষা?

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন: সুপ্রভাত সাজিদ ভাই্।

যশোহর এলাকায় বলতে শুনেছি । এখন আর অবশ্য দরমার বেড়ার প্রচলন খুব একটা নেই্ এই এলাকায়।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: শূভ সকাল।

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন: শুভ সকাল। ছবি এঁকেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.