নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অবাক প্রেম

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪


মনের জানালায় উঁকি দিয়েছিলে,
বহুদিন আগে,
চুপিচুপি।
জানাতে চাওনি হয়তো
তবে আমি জেনেছিলাম।

আড়ষ্ট ভাবনায় তোমার কাছে প্রকাশ করা হয়নি কখনো আমার জানাশোনা ।
যদি ভুল বোঝো।
যদি আমার ভাবনায় কোন ভুল থেকে যায়।
ভালোবাসি তোমায়,
অনেক ভালোবাসি।
বোধকরি পাগলের মতো।
তখনো,এখনো!
তবু প্রকাশে ভয়।
আমার নির্দোষ চাওয়ায় যদি তোমার ঘৃণার উৎপত্তি হয়?

তোমার প্রাণনাথ হতে না পারলেও বিরাগভাজন হতে চাইনি কখনো।
তোমার ফিরিয়ে দেওয়া
অথবা কটু কথা কিছুই সহ্য করার ক্ষমতা যে আমার নাই প্রিয়তমা।
হবেও না বুঝি কোনকালে।

হাস্যকর শোনালেও সত্যিটা এই,
নানা বিরূপ ভাবনায় বলা হয়নি ভালোবাসি।
তাই হয়নি কাছে আসা,
হয়নি মেলামেশা।
আমি দুর হতে শুধু ভালোবেসে গেছি তোমায়।

তবে,
আজ এতোটা পথ ঘুরে জানতে সাধ হয়
কেন এসেছিলে আমার দ্বারে?
কেন উঁকি দিয়েছিলে মন জানালায়?
কিছু কি চাওয়ার ছিলো তোমার?
ছিলো কি আমার মতো কোন দ্বিধা ভয়?
কোন প্রশ্ন?
কোন ইচ্ছা?
তুমিও কি আমার মতো আড়ষ্ট ছিলে? অকারণ লজ্জায়?

© রফিকুল ইসলাম ইসিয়াক
১৬ জানুয়ারি ২০২১

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন,. তবে কেন মিছে ভালোবাসা। - যাইহোক, মনে হচ্ছে আপনি ভালোবেসে মরতেও রাজি আছেন। তথাস্তু, তবে তাই হোক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৬

ইসিয়াক বলেছেন:





ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন,

তবে কেন মিছে ভালোবাসা।

মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন,

ওগো, কেন মিছে এ দুরাশা॥

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা,

শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো, কেন

ওগো, কেন মিছে এ পিপাসা॥

আপনি যে আছে আপনার কাছে,

নিখিল জগতে কী অভাব আছে।

আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,

কোকিলকূজিত কুঞ্জ।

বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়-- এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়

জীবন যৌবন গ্রাসে। তবে কেন,

তবে কেন মিছে এ কুয়াশা॥
রবীন্দ্রনাথ ঠাকুর

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

--------------------অসাধারণ ,আমি যত শুনি তত মুগ্ধ হই। কিভাবে মানুষ এভাবে লেখে।

ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই।
শুভ সকাল।


২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভকামনা জানবেন। আপনার ভালো লাগা আমার জন্য অনুপ্রেরনা। এভাবে পাশে থাকুন ,কবিতায় থাকুন।
শুভ সময়।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালবাসায় লজ্জা শরম থাকতে নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২২

ইসিয়াক বলেছেন: কখনো কখনো দ্বিধা এসে ভর করে, বলা হয় না অনেক না বলা কথা। কেন কে জানে?

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
শুভসকাল।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

এম ডি মুসা বলেছেন: প্রকাশ করে ফেলেন,

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৪

ইসিয়াক বলেছেন: বলছেন? আবার খুঁজে পেলে ঠিক প্রকাশ করবো।


শুভ কামনা।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৫

ইসিয়াক বলেছেন: ওকে। থ্যাঙ্কিউ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫১

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য সৃজনী

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
শুভ সকাল।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: দারুণ একটি কবিতা...

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৬

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।
শুভসকাল।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: মন জানালায় যে উঁকি দেয় সে আর যাইহোক সিঁধেল চোর বটেই।কোন দুপুরে যে মনচুরি করে নিরুদ্দেশ হয়ে গেছে। কবিতা আমারও মন জানালায়.......

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৮

ইসিয়াক বলেছেন: আহা ! এমন মন্তব্য পেলে কার না আবার লিখতে ইচ্ছে করে । মন্তব্যে মুগ্ধতা প্রিয় দাদা ।
শুভ কামনা।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
মন্তব্যের উত্তর দিবেন না?

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৮

ইসিয়াক বলেছেন: আপনি তো এখন ঘুমে আর আমি ব্লগে।
বসে আছি পথ চেয়ে ........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.