নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক গল্পঃ পরভৃতা - ১

১৬ ই মার্চ, ২০২১ সকাল ৯:১০



(১)
রওনক শিকদারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিকদার বাড়ি আজ লোকে লোকারণ্য। চারদিকে জমজমাট অবস্থা তবে শোকের ছায়া বিন্দুমাত্র নেই কোথাও, বরং উৎসবের আমেজ বিরাজ করছে সবখানে ।
এক কথায় যাকে বলে হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার।
স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে এক বছরের চলমান গ্রুপিং লবিং,মনকষাকষি মিশ্রিত গুমোট পরিবেশ, কিছুটা হলেও চাপা পড়েছে আজ, নকল হাসিতে। ছদ্ম ভালোবাসা দিয়ে সবাই ব্যস্ত আছে নিজের ভাগটাকে একটু বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টাতে বা সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে।
শুধুমাত্র ব্যতিক্রম কামরুন্নাহার । সুপ্রাচীন এই পরিবারটি এলাকার নামকরা যৌথ পরিবারের মধ্যে একটি এবং বেশ প্রভাবশালী।
এলাকার লোকদের ধারণা আজকের পর এই এত এত প্রভাব,দাপট বা সম্মান অনেকটাই বিলীন হয়ে যাবে শিকদার বাড়ির । এত বছরের ঐতিহ্য হারাবে এই পরিবারটি, বেশ কয়েকটি খন্ডে ভাগ হয়ে যাবে যা তাদের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে ভবিষ্যতে । কারণ তাদের অতীত রেকর্ড খুব একটা সুবিধার না। এটা নিয়ে এই পরিবারের সদস্যদের তেমন কোন মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সবাই ব্যস্ত নিজেকে নিয়েই ।
বিভেদের প্রাচীর তো উঠেছে অনেক আগেই,শুধু রওনক সাহেবের ভয়ে কেউ মুখ খোলার সাহস করেনি এতদিন ।আর সে কারণে রওনক শিকদারের মৃত্যুর পর পরই ভাঙনের খেলা শুরু হয়েছে জোরে সোরেই। নতুন পানির মাছের মতো খলবলিয়ে উঠছে কম বেশি সবাই। যৌথ পরিবার টিকিয়ে রাখার প্রধান শর্ত হচ্ছে স্বার্থত্যাগ আর পরিবারের প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসা। যা আজকালকার মানুষের মধ্যে খুব একটা দেখা যায় না।
আজকালকার যুগে অবশ্য তা আশা করাও বাতুলতা মাত্র। এখনকার যান্ত্রিক যুগে সবাই স্বার্থের শৃঙ্খলে বন্দী, কমবেশি সবাই চায় নিজের মত করে থাকতে।নিজের মত করে বাঁচতে। এই পরিবারের লোকজনও তার ব্যাতিক্রম নয়।
আর তাই এই বিশেষ দিনটি উপলক্ষে ঢাকা ও অন্যান্য শহর থেকে জমি জমার মালিকানা বুঝে নিতে তড়িৎ গতিতে প্রায় সকলে এসে পৌছেছে নিজের গরজেই।
এদিকে এ শহরে যারা আছে অর্থাৎ বাস করে, তাদের কাছে নিজের অংশের জমি জিরাত বিক্রি করে নগদে বিশ্বাসী বাইরে অবস্থানকারি প্রায় সকলেই,কেউ ফ্ল্যাট কিনতে চায়,কেউ ভালো ব্রান্ডের গাড়ী কিনতে আগ্রহী বা অন্যান্য ।আর এই কারণে তথাকথিত হাজার কাজ ফেলে ছুটে
এসেছে যার যার হিসাব মিলিয়ে নিতে, নিজের অংশটুকু পরিপূর্ণভাবে বুঝে নিতে।
কামরুন্নাহারই একমাত্র শরিক যার কোন রকম তৎপরতা চোখে পড়ছে না। কেনা বেচার প্রতি তার কোন আগ্রহ নেই, নেই কোন দৌড় ঝাঁপ। তিনি এমনই একজন শরিক যার দাপট বা প্রতিপত্তি তেমন একটা নেই এ বাড়িতে বা সম্পত্তিতে, বুদ্ধির দৌড়েও তিনি পিছিয়ে।
তিনি রওনক সিকদারের ঔরস জাত সন্তান হয়েও কোথায় যেন সুক্ষ্ম তাচ্ছিল্য ও অবজ্ঞার দেয়াল দিয়ে তার অধিকারকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে সুচাতুরতার সাথে।
অসুস্থতার অজুহাতে তার অধিকার টুকুও কেড়ে নেবার চেষ্টা হয়েছে বারংবার।
কামরুন্নাহারের এসব নিয়ে অবশ্য খুব একটা মাথা ব্যাথা নেই। তিনি বরাবরই নিতান্ত সহজ সরল।নিজের মত করে থাকতেই ভালোবাসেন।
আর সে রওনক শিকদারের তৃতীয় পক্ষের একমাত্র ও শেষ সন্তানও বটে । তার মায়ের বংশ ততটা উন্নত নয় বলে তার স্বীকৃতিটাও কিছুটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সবসময়ই হয়েছে এ বাড়িতে ।
তবে এ বাড়িতে তাঁর আশ্রয় মিলেছে এটাই তার সৌভাগ্য বলতে হবে। অন্তত এ বাড়িতে বয়োবৃদ্ধ সকলে তাই মনে করে। বাড়ির বড়রা তাকে যে চোখে দেখুক না কেন, বাড়ির ছোটদের সবার প্রিয় ফুফু সে।নাহার ফুফু। তার কাছেই যত আবদার বা বায়না সকলের। তিনিও মাতৃস্নেহে বাচ্চাদের হৃদয় উজাড় করে ভালোবাসেন। সেই ভালোবাসাতে কোন খাদ নেই নেই কোন স্বার্থ ।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিঃ গুগোল
ফুটনোটঃ পরভৃত ১. /বিশেষণ পদ/ পরপুষ্ট, পরের দ্বারা প্রতিপালিত। ২. /বিশেষ্য পদ/ পরের দ্বারা প্রতিপালিত এইজন্য. কোকিল। /পর+ভৃত/। /বিশেষণ পদ/ স্ত্রীলিঙ্গ. পরভৃতা।
গল্পটি সাত পর্বে সমাপ্ত। আশা করি সবাইকে পাশে পাবো। শুভকামনা।



মন্তব্য ২৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৯

ভুয়া মফিজ বলেছেন: সাত পর্বে সমাপ্ত বলে ভালো করেছেন। গল্পের শেষে ''চলবে'' বললে আমি অথৈ সাগরে পড়ে যাই। পড়ার আগ্রহ থাকে না। ভাবি, সব পর্ব দেয়া হোক, তারপরে এক সাথে পড়বো; কারন 'এরপর কি' এই ভেবে ঝুলে থাকতে ভালো লাগে না। এই যে দেখেন, ব্লগার পদাতিক চৌধুরী এক ধারাবাহিক চালু রেখেছেন, ইহ জনমে শেষ হবে বলে মনে হয় না। আরেকজন, ব্লগার আখেনাটেন। তিন নাকি চার পর্ব দিয়ে সবাইকে ঝুলিয়ে রেখে গায়েব!! কোন মানে হয়!!! :-B

যাই হোক, দুঃখের কথা বেশী না বলাই ভালো। গল্প নিয়ে বলার কিছু নাই। কারন পড়ি নাই। প্রথম চার পর্ব আর পরের তিন পর্ব একসাথে পড়বো। :P

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৫

ইসিয়াক বলেছেন: কিছুদিন আগে একটা গল্প পোস্ট দিয়েছিলাম রাত দশটায় ভোর চারটায় অবাধি বসে ছিলাম পি সি তে। কোন কমেন্ট নাই। আমি সত্যি বিব্রত হয়ে পড়েছিলাম। এবং পোস্টটি ড্রাফটে নিয়েছিলাম।
আসলে বড় গল্প পড়ার ধৈর্য অনেকেরই নাই। এই গল্পটি লিখে শেষ করে দেখলাম বড় হয়ে গেছে তাই সাত পর্বে ভাগ করে পোস্ট দিচ্ছি।
#আপনে তো কুমির কেউ কি কোনদিন দেখছে কুমির ঝুলে আছে বান্দর হলে না হয় কথা ছিলো ;) ব্লগার পদাতিক চৌধুরী ,ব্লগার আখেনাটেনের এত বড় সাহস আপনাকে ঝুলিয়ে রাখে =p~ =p~ =p~

#গল্প পড়েন নাই জানিয়া দুঃখ পাইলাম :(

২| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৫

নেওয়াজ আলি বলেছেন: প্রাণোচ্ছল ভাষায় প্রকাশ করেছেন।

১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই ভালো থাকুন।

৩| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর ঝরঝরে লেখা।

১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো।

৪| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০

শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া।

তবে ভূয়া ভাইয়ার কমেন্টও কিন্তু মজাদার হয়েছে....

১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভেচ্ছা রইলো।
# ভূয়া ভাইয়ার কমেন্টও কিন্তু মজাদার হয়েছে....
আমিও মজা পাইছি।

৫| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুরুটা ভালই হয়েছে।

দেখা যাক স্বার্থপররা কতটা ভালভাবে তাদের স্বার্থপরতার ছবি প্রদর্শন করে বা স্বার্থপরতা কিভাবে তার রুপ প্রকাশ করে।আর বর্তমানে সমাজে ভাল মানুষের খুবই অভাব বেশীরভাগ মানুষই স্বার্থপর । ভাল মানুষরা বরাবরই বোকাশোকা হয় এবং তাদের মন স্বার্থপরতা থেকে মুক্ত থাকে বলেই তারা বেশীরভাগ সময় তথাকথিত ভদ্রসমাজের ভদ্রমানুষের কাছে অবহেলিতই থেকে যায়।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৬

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। পাশে থাকার জন্য ধন্যবাদ।
শুভকামনা।

৬| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: বেশ সুন্দর সবলীল উপস্থাপন ভালো লেগেছে।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৬

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা সতত।

৭| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২১

করুণাধারা বলেছেন: সমাজের বাস্তবতা নিয়ে গল্প মনে হচ্ছে! আপনার সুন্দর বর্ণনা, আগ্রহ নিয়ে পড়লাম।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৮

ইসিয়াক বলেছেন:


কৃতজ্ঞতা রইলো আপু। গল্পের সঙ্গে থাকুন ।
আশা করি গল্পটি ভালো লাগবে।
শুভকামনা।

৮| ২১ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।

৯| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৭

আমি সাজিদ বলেছেন: গল্প লেখার হাতটিও আপনার মন্দ নয় ইসিয়াক ভাই৷ পড়া শুরু করলাম। চমৎকার শুরু। কৌতুহল থেকে পরের পর্বে যাচ্ছি।

২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৩

ইসিয়াক বলেছেন:

চেষ্টা করছি ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।

১০| ২১ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: একটু স্লো রান করছি। বেশ লাগলো পারিবারিক টানাপড়েনের মধ্যে চলমান একটা বিষয়কে ফোকাস করা।যাই এখন নাহার ফুফুর সন্ধানে পরবর্তী পর্বে...

২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৬

ইসিয়াক বলেছেন:

ইতিমধ্যে প্রিয় দাদা আপনি ব্লগে প্রকাশিত সব পর্বগুলো পড়েছেন এবং মন্তব্য ও করেছেন।
লাইক দিয়ে পাশে থাকার জন্য ,অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা সতত।

১১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৪

ঢুকিচেপা বলেছেন: এ পর্যন্ত সবগুলো পর্বই পড়া হয়েছে, তবে মন্তব্য শুরু থেকেই শুরু করি।
এ পর্বের শুরুটাই হয়েছে সুন্দর, পাশাপাশি আপনার লেখাতেও অভিজ্ঞতার ছাপ চলে এসেছে।
চালিয়ে যান।

২৭ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: এমন সুন্দর মন্তব্য পেলে বারবার লিখতে ইচ্ছে হয়। লেখালেখি স্বার্থক মনে হয়। মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

১২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৪

ওমেরা বলেছেন: এই পর্ব শেষ করলাম। আশা করছি সব কয়টা পর্ব শেষ করবো আজকে।

২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:২৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু।আমি সত্যি অনুপ্রাণিত।

শুভ কামনা।

১৩| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৪৭

মা.হাসান বলেছেন: যৌথ পরিবার টিকিয়ে রাখার প্রধান শর্ত হচ্ছে স্বার্থত্যাগ আর পরিবারের প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসা।
যৌথ পরিবার টিকায়ে রাখতে হবে কেনো তাই তো বুঝি না।

আগে ছিলো বড় পরিবার। তার পর পশ্চিমাদের দেখাদেখি আসলো ছোটো পরিবার। এখন শুনছি সব হিজ হিজ হুজ হুজ। পরিবারের দরকার নাই, যত দিন ভালো লাগে একসাথে থাকো, ভালো না লাগলে কেটে পড়ো। এর পর কি আসছে হয়তো তাও দেখে যেতে পারবো।
শিকদার সাহেবের প্রতি সমবেদনা । আর কিছু দিন বাচলে মনে হয় চার নম্বর বিয়েটাও করে যেতে পারতেন।

শুরুর আগেই শেষ হয়ে গেলো। তবে এক বারে সাত পর্ব পড়ার সুযোগ পাচ্ছি এটাই খুব ভালো হয়েছে।

শুরুটা আগ্রহ জাগানিয়া, খুব ভালো লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন: শুরুটা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার। পরের পর্ব রবিবার দেবো আশা করি।

শুভকামনা সবসময়।

১৪| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




আপনার এই ধারাবাহিক গল্প " পরভৃতা" পর্ব আকারে প্রায়ই আসতে দেখছি ব্লগে। যেহেতু এই প্রথম পর্বটিই পড়া হয়নি তাই বাকীগুলোও পড়া হয়ে ওঠেনি। পড়তে শুরু করেছি ..........

ভালো লেখা, সাবলীল।
একটি যৌথ পরিবারের স্বরূপ উন্মোচিত হবে মনে হচ্ছে। কামরুন নাহারকে সুন্দর ফুটিয়ে তুলেছেন। এই সব যৌথ পরিবারে তাচ্ছিল্য আর অবহেলা যারা সয় তারা কিন্তু আসলেই দয়াদ্র মনের হয়, মানবিক হয়। পরিবারের বড়দের কাছে অবহেলিত হলেও ছোটদের মাঝে এরা মধ্যমনি হয়ে ওঠে নিজ গুনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.