নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
টুকটুকে লাল শাড়ি আর গা ভর্তি নানা গহনা নিয়ে সুন্দর একটা অল্প বয়সী ফর্সা মেয়ে, রিকশা থেকে ছটফটিয়ে নামতে গিয়ে রিকশার কোনায় বেঁধে তার শাড়ীটা ঘ্যাঁচ করে ছিড়ে গেল।
দ্রুত বেগে রিকশা থেকে নেমে এসে রাগত স্বরে আব্বা মেয়েটিকে বললেন,
- এটা কি হলো? এটা কি হলো?
মেয়েটিও জোরে জোরে বলে উঠলো,
- হায় আল্লাহ তাই তো এইটা কেমনে হইলো? এইডা কি হইলো?এখন কি হইবো,হায় হায়! আমার শাড়ী। আমার বিয়ার শাড়ী।
মেয়েটি যে মহা বিব্রত তা তার চোখ মুখ দেখলেই বেশ বোঝা যাচ্ছে।
আব্বা কিছুক্ষণ কটমট করে তাকিয়ে রইলো লাল শাড়ী পরা মেয়েটির দিকে। এরপর ঝট করে ঘুরে হম্বিতম্বি শুরু করলেন রিকশাওয়ালার প্রতি। তাঁর যত রাগ গিয়ে পড়লো যেন রিকশাওয়ালারই উপর।
- রাস্তায় কী সব রিকশা নামাও,চেক করে নামাতে পারো না। ভাংঙড়ি রিকশা জোগাড় করে আনছে কোথেকে।শাড়ীটা কত টাকা দামের তুমি কি জানো? তোমার একমাসের ইনকামেও কিনতে পারবে না এমন একটা শাড়ী।
রিকশাওয়ালা প্রতিবাদ করে,
-আমারে বকেন কেন?আমি কি করলাম? উনিই তো নামতে যাইয়া..
-চুপ বেয়াদব একদম মুখ চালাবে না, মুখ বন্ধ রাখো আর এই নাও ভাড়া, শাড়ী ছিড়েছে এজন্য তুমি অর্ধেক ভাড়া পাবে। ব্যস।
- এইডা কি কন স্যার আমি তো হের শাড়ী ছিড়ি নাই, আমারে দায়ী করেন কেন?
-ওই হলো, তুমি ছিড়ো নাই তোমার রিকশার কারণে ছিড়েছে তাই তোমার কাছ থেকে কিছুটা ক্ষতি পূরন নিলাম।
- এমন অবিচার কইরেন না।গরীব মানুষ মইরা যামু।
- আমি দয়ালু মানুষ তাই অর্ধেক ভাড়া পেলে, অন্য কেউ হলে এক পয়সাও পেতে না। যাও হটো।
রিকশাওয়ালা বেচারা নিতান্ত গোবেচারা তাই হয়তো কথা বাড়ালো না। তবে মনে যে কষ্ট পেয়েছে সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। সে বিড়বিড় করে মনে মনে কি যেন বকতে বকতে চলে গেল।
রাস্তার উপর আমরা ক'বন্ধু মিলে ক্রিকেট খেলা করছিলাম। ঘটনা প্রবাহ দেখে আমি ও আমার খেলার সাথীরা সবাই কম বেশি হতবাক। বড় বড় গোল গোল চোখে তাকিয়ে আছি।
আমাদের সবার আকর্ষণের কেন্দ্র বিন্দু ওই লাল শাড়ী মেয়েটি। কে ও?
হঠাৎ আব্বা আমাকে দেখতে পেয়ে, স্বভাব সুলভ বজ্র কঠিন কন্ঠে হাঁক দিলেন।
-অপু......
-জ্বী আব্বা?
-এদিকে আয়।
-জ্বী আব্বা বলেন।
-এই যে তোর নতুন মা, শায়মা। ওকে সালাম কর।
-আমার তো মা আছে নতুন মা দিয়ে আমি কি করবো?
-কথা না বাড়িয়ে সালাম কর।
-না,একদম না। সরে আয় অপু সরে আয় বলছি এক্ষুনি।
মায়ের চিল চিৎকারে আমি থমকে দাড়ালাম।মা কখন যেন বাসা থেকে বেরিয়ে এসেছে। আমার শিশু মনেও অপরাধবোধ এসে ভীড় করলো। একে সালাম করলে নিশ্চয় সমস্যা আছে।আমি সালাম না করার সিদ্ধান্ত নিলাম।
আব্বা আবার তাগাদা দিলেন,
-কি হলো সালাম করতে দেরি হচ্ছে কেন?
- খবরদার ওকে ছুঁবি না অপু, ওকে ছুঁলে কিন্তু সোজা বঠি দিয়ে কেটে ফেলবো তোকে। ওই ডাইনির কাছ থেকে সরে আয় বলছি।
ভয়ে আমি থরথর করে কাঁপতে লাগলাম।
শুরু হয়ে গেল দমদমাদম ঝগড়া । সাড়া পাড়ার লোক চক্ষের নিমেষে চলে এলো ঝগড়া শুনতে।
মায়ের প্রশ্ন,
-এই মেয়ে কে?
-তোমার সহকারী আনলাম। একা একা কাজ করতে তোমার কষ্ট হয়ে যায়।
-তোমাকে কখনো বলছি, একা কাজ করতে আমার কষ্ট হয়ে যায় ?
-সেদিনই তো বললে কাজের লোকের কথা।
-কাজের লোকের কথা বলেছি।বউ আনতে বলিনি।
-রাস্তার উপর এসব কি কর? সরে যাও ,পরে কথা বলছি,পাড়ার লোকজন দেখছে।
-দেখুক, দেখুক তোমার কীর্তিকলাপ।
এবার মা লাল শাড়ির দিকে ফিরে শুরু করলো।
-এই ছেমড়ি বিয়ে করার আর লোক পাও নাই, এই মাঝবয়সী বুড়োর গলায় ঝুলে পড়লে। এর যে বউ বাচ্চা আছে সেই খোঁজ নেবার প্রয়োজন বোধ করলে না। ছিঃ ছিঃ ছিঃ
-মরিয়ম?
-একদম চোখ পাকাবে না,লুচ্চা বেটা। বুড়া বয়সে ভীমরতি। আজ তোর এই বাড়িতে কোন জায়গা নাই।
- জায়গা নাই মানে কী?
-জায়গা নাই মানে জায়গা নাই। খাওয়াও বন্ধ।
-আমার বাড়ি আমার ঘর আর আমারে কস জায়গা নাই। খাওয়া বন্ধ। তোর আজ কপাল পুড়াইছি।
-বলেছি তো জায়গা নাই।
-তুই অহন ই বাইর হ মাগী আমার বাড়ির তন,তোরে আর আমার লাগবো না।
-উ কইলেই হইলো তুই বাইর হ।
এর পরের ঘটনা সমূহ আমার শিশু মনে প্রবল রেখাপাত করলো। আমি অবাক হয়ে দেখতে লাগলাম আমার আব্বা ও মায়ের মধ্যে
হাতাহাতি শুরু হয়ে গেল রাস্তার উপর।
এমনিতে মায়ের সাথে আব্বার বনিবনা নেই অনেকদিন। আব্বা প্রায় হুমকি দিতো আরেকটা বিয়ে করার। আমরা মা ছেলে ভাবতাম এসব কথার কথা। কিন্তু আজ রূঢ় বাস্তব আমাদের সামনে।
বেশ খানিক পরে এক ফাঁকে মেয়েটি ঢুকে পড়লো বাড়ির ভিতরে। আব্বাও ঢুকে গেলেন সুযোগ মত।আব্বা এলাকায় বেশ প্রভাবশালী নেতা গোছের লোক তাই সবাই দুর থেকেই সমস্ত ঘটনা দেখতে লাগলো আর মজা নিলো।কাছে কেউ এগিয়ে এলো না বাদানুবাদ থামাতে বা আচার বিচার করতে।
এত হুলুস্থুলের মধ্যে মেয়েটি স্বাভাবিক ভাবে ঘরে গিয়ে কাপড় বদলে রান্নাঘরে ঢুকে গেল। কিছুক্ষণ ঘুর ঘুর করে বেশ আন্তরিকতার সাথে বলল,
- আপা রাইতের রান্না খাওনের কি ব্যবস্থা?
মা কিছু বলল না তবে কটমট করে তাকিয়ে রইলো তার দিকে। মা খানিকটা নিস্তেজ হয়ে গেছে এখন , বিরতিহীন ঝগড়ায় সে খানিকটা ক্লান্ত।
আমি হতবিহ্বল দৃষ্টিতে দেখতে লাগলাম আব্বার সহযোগিতায় আমার মায়ের এতদিনে সাজানো সংসার বেদখল হয়ে গেল কয়েক ঘন্টার ব্যবধানে।
সেই রাতে আমাদের জায়গা হলো বাড়ির বারান্দায়। মা সারারাত ঘুমালেন না। আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে।
আমি মাকে নিয়ে নির্ঘুম জেগে রইলাম সারারাত। আমাদের প্রিয় ঘরটার বন্ধ দরজার দিকে করুন চোখে তাকিয়ে তাকিয়ে একেকটি প্রহর পার করতে লাগলাম দুজনে ৷
কত সহজে কত কিছু বদলে যায় চোখের পলকে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৪
ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার ।
শুভকামনা রইল।
২| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৫
তারেক ফাহিম বলেছেন: প্রভাবশালী নেতার প্রভাব থেকে নিজের স্ত্রী ছেলেও রক্ষা পায়নি।
গল্প ভালো হয়েছে।
২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৫
ইসিয়াক বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভ কামনা রইলো প্রিয় ভাই।
৩| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দীর্ঘশ্বাস ছাড়া বলার কিছু নেই
বেটারা এত বদমাইশ হয়
২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫১
ইসিয়াক বলেছেন: আসলে এ ধরনের ঘটনাগুলো খুবই দুঃখজনক।
মানুষ আরো মানবিক হোক। এ কামনা ছাড়া আর কি বা করার আছে আমাদের ।
শুভ কামনা রইলো আপু।
ভালো থাকুন সবসময়।
৪| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৭
মুক্তা নীল বলেছেন:
করুন গল্প তবে বাস্তবে আমাদের এমনটি হয় । কেন যে
মানুষ এরকম করে দ্বিতীয় বিয়ে করে ...
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২০
ইসিয়াক বলেছেন: কিছু কিছু মানুষের স্বভাবই এমন। কি আর করা।
ভালো থাকুন আপু।
শুভ কামনা সবসময়।
৫| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৭
জগতারন বলেছেন:
এ বিয়ে বৈধ না।
২য় বিয়ে করতে প্রথম স্ত্রী'র অনুমতি লাগে।
তার পরও নিকৃষ্ট বাংগালী'রা এমন কর্ম করে থাকে।
যা অনৈতিক, অপরাধ, ও
বে-আইনি এবং বিবেক বহির্ভুত কাজ-কারবার।
মামলা করা যায়, তা করে এখন আর কি ফয়দা হবে (?)
তার পরও মামলা করা প্রয়োজন।
(মনে হয় গল্পটি বাস্তব অভিজ্ঞতা বা জীবন থেকে উঠে এসেছে।)
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৫
ইসিয়াক বলেছেন: ও না, এই গল্পটা তো বানিয়ে বানিয়ে লিখলাম।তবে বাস্তবে এমন হয়। বেশির ভাগ মানুষ মামলা মোকদ্দমা করতে চায় না।জোর করে দাবি আদায় হয় হয়তো ভালোবাসা পাওয়া যায় না।
অনেকদিন পরে আমার পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো প্রিয় স্বপন ভাই।
পাঠে মন্তব্যে এবং লাইকে অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা।
৬| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৩
নেওয়াজ আলি বলেছেন: সমাজের চলমান বাস্তবতার যথার্থ উপস্থাপন।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।
৭| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৬
ভুয়া মফিজ বলেছেন: কতো সুন্দর কইরা গল্প লেখেন, আমি পারি না।
দুনিয়াতে আর নাম খুইজা পান নাই.........নয়া বৌয়ের নাম রাখছেন শায়মা!!
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯
ইসিয়াক বলেছেন: ওস্তাদ মানুষ হইয়া এই ধরনের মন্তব্য করেন। আমি তো বিব্রত হই
যা একটু লিখতে শিখছি সব আপনাগো গাইডের কারণে।
একটা কথা তাইলে কই এক সময় আপনেরে আমি খুব ভয় পাইতাম। পোস্ট পড়তাম কিন্তু কমেন্ট করতাম না ডরে
# নাম লইয়া তো দেখি হুলস্থুল কান্ড হইবার লাগছে।
৮| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: সমাজে দুষ্টলোক আছে। তারা জামেলা পাকায়।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪১
ইসিয়াক বলেছেন: জামেলা মানে কী ?
৯| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৯
ওমেরা বলেছেন: আব্বার বউ আর মায়ের স্বামী —- সন্তানের কাছে খুবই কষ্টকর আর বিব্রতকর ।
নিজেরা মা মারা গেলে তবু না হয় আব্বার বউ মেনে নেয়া যায়। কিন্ত নিজের মা বেচে থাকলে এই অন্যায় মেনে নেয়া যায় না।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১২
ইসিয়াক বলেছেন: নিজের মা বেঁচে থাকলে এই অন্যায় অবশ্যই মেনে নেওয়া যায় না। শতভাগ একমত আপু।
ভালো থাকুন সবসময়।
১০| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: এই গল্প অফলাইনে পড়ে আর থাকতে পারলাম না অনলাইন না হয়ে!!
হায় হায় আমি জানতামই না আমি যে এই আব্বার বউ গল্পের আব্বার বউ!!!!!!!!!!
পড়ে টড়ে বুঝতে পারলাম । জানতে পারলাম।
কমেন্টে এসে ভূয়া ভাইয়ার কমেন্ট পড়ে -
ভুয়া মফিজ বলেছেন: কতো সুন্দর কইরা গল্প লেখেন, আমি পারি না।
দুনিয়াতে আর নাম খুইজা পান নাই.........নয়া বৌয়ের নাম রাখছেন শায়মা!!
ওওওওওওওওওওওওও এই কথা আমার নাম রাখছো তুমি!!!!!!!!!!!!!
হা হা হা হা অনেক হাসলাম ভাইয়া। তবে এই চিরায়ত দুঃখের গল্পটা পড়ে আমার নিজেরও একটা লিখতে ইচ্ছা হচ্ছে। আজ কালের মধ্যে লিখে ফেলবোনে .....
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯
ইসিয়াক বলেছেন: আপু যতবার আপনার মন্তব্য পড়ছি ততবারই হাসতে হাসতে শেষ।
কাল যখন গল্পটা লিখছিলাম হঠাৎ শায়মা নামটাই মনে এলো এর জন্য অবশ্য মফিজ ভাই দায়ী। উনি আমাকে কবিতা কম গল্প বেশি লিখতে বলছে। কি আর করা ওস্তাদের কথা কি আর অমান্য করা যায়
# আপনার পোস্টের অপেক্ষায় রইলাম আপু।
শুভ কামনা।
১১| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে পড়ে একটা কমেন্ট করবো বলে মনে করেছিলাম।পরে বিশেষ একটি পোস্টে কমেন্ট বিভ্রাটের যাঁতাকলে পড়ি। তবে যে প্রশ্ন প্রথমেই মনে দেখা দিয়েছিল,যদি সত্য ঘটনা হয় তাহলে নিঃসন্দেহে বেদনাবিধুর সকরুণ.... দুঃখজনক।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন: ঘটনার সত্যতা আমাদের বাস্তব জীবনের চারপাশেই আছে। পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন প্রিয় দাদা।
আপনাকে ব্লগে কম পাচ্ছি। ব্লগে আরও বেশি সময় আপনাকে চাই। আমি ব্লগে কম এলে কিন্তু আপনি আমাকে বারবার ফিরিয়ে এনেছেন। এখন আপনি ব্লগে কম এলে কিছুতেই মেনে নেব না।
১২| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: ১৯৯৩ এর আগস্টে সায়মা নামের এক মেয়ে.....
কদিন আগে অনল ভাইয়ার প্রাক্তন টেলিফোনের প্রেমিকা আজ আবার আব্বার বউ .......
কই যাই কই যাই!!!!
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৯
ইসিয়াক বলেছেন: হা হা হা আপু.. ….অনল ভাইয়ার পোস্ট থেকে আসছি। তবে নামের বানানে একটু পার্থক্য আছে
১৩| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: আমিও হাসছিলাম ভাইয়া এই দুঃখের গল্পের মাঝেও নিজের নাম দেখে আর ভূয়াভাইয়ার কমেন্ট পড়ে আরও হাসছিলাম কারণ যারাই পড়বে তারাও হাসবে এটা বুঝতে পেরে।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৯
ইসিয়াক বলেছেন: হা হা হা...... এখনও হাসছি। একটা সিক্রেট ওপেন করি তাহলে, আমার ডাক নাম কিন্তু অপূর্ব আর সবাই অপু বলেই ডাকে হা হা হা।
১৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮
করুণাধারা বলেছেন: কামরুন্নাহারকে বসায় রেখে দিলেন...
চমৎকার গল্প! বিষয় এবং পরিমিতিবোধ, দুটোই। শেষ করেও মনে হচ্ছে হইলো না শেষ।
নতুন মায়ের নামকরণে চমক আছে। নিশ্চিত থাকেন, চরিত্রকে এই নাম দিয়ে কেউ সামুতে গল্প লিখে নাই।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১০
ইসিয়াক বলেছেন: আপু মন্তব্যে ভালো লাগা জানবেন।
দু'একদিনের মধ্যে পরভৃতার বাকি পর্বগুলো পোস্ট দিয়ে দিব। কাল বিকালে হঠাৎ করে এই গল্পটা লিখে ফেসবুকে পোস্ট দিতেই অনেকে পছন্দ করলো আর তাই ব্লগে দেওয়ার লোভ সামলাতে পারলাম না। ব্লগ আর ব্লগারগন আমার সবচেয়ে প্রিয়জন। তাদের কাছে নিজের লেখা শেয়ার না করা অবধি তৃপ্তি পাই না।
শুভ কামনা।
১৫| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৬
ভুয়া মফিজ বলেছেন: হায় হায়.....এইটা কি কন? আমার মতোন নিরীহ মফিজরে ডরাইতেন কেন??
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন: ডরামু না? কি কন আপনে, পাবলিকগোরে যে ঝুড়িঝুড়ি মারতেন। আমি তহন নতুন, ভাবতাম এই ব্যডায় বহুত অহংকারী আছে । হের তন দূরে থাকাই ভালা পরে অবশ্য আমার ভুল ভাঙছে, আপনে আমার পছন্দের ব্লগার হইছেন অহন আপনেরে আমি বহুত ভালা পাই
১৬| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যিময় গল্পটার বর্নণা দারুন ঝড়ঝড়ে। +++++++
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
১৭| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমজনতার জীবনের-চারপাশের চিরচেনা ছবি।
গল্প ভাল হয়েছে +++।
তয় একখান কথা -
অপু ভাই প্রেমের গল্প লিখতে লিখতে বুড়া অই গেল হে এহনো বউ পেলনা আর ইদিকে অপুর বাবা'ই বউ নিয়ে আসল তাও আবার অপুর জন্য না নিজের জন্য।যার একটা বউ আছে তার আরেকটা কেন লাগবে এটাই বুঝিনা?
আর যতটুকু জানি,শায়মা বনি'র স্কুল বন্ধ তয় অনলাইন ক্লাসত চলছে ।এর মাঝে আবার বিয়াও (নট ম্যাও) করে ফেলল।ইডা কিছু অইল (রাগ ন করি - চিন্তা ন করি , পুরা মজাও / মজা করলাম আরকি বনি)।
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। আপনাদের ভালো লাগায় আমি অনুপ্রাণিত হই।
বাকি মন্তব্য পড়ে কি বলবো বুঝতে পারছি না। হা হা হা ......
১৮| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মানে দারুন
ফেসবুকে পড়েছি -আবারো পড়লাম
++++++++
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫০
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আপনার ভালো লাগা মানে আমার কাছে অনেক কিছু। কৃতজ্ঞতা জানবেন।
সত্যি সত্যি দারুণ অনুপ্রাণিত হলাম।
শুভকামনা সতত।
১৯| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:১১
শায়মা বলেছেন: হা হা মন্তব্য পড়ে আবারও হাসছি।
হাসার অবশ্য আরও একটা কারণও আছে...... হা হা হা
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন: আর হাসতে পারছি না। এবার হাসলে লোকে পাগল বলবে। এমনিতে মন্তব্যের উত্তর দিতে গিয়ে হাসছি বলে আশেপাশের লোকজন সরু চোখে তাকাচ্ছে। ভাবছে পাগল হয়ে গেছি। মনে হয় এরপরে পাগলা গারদে পাঠিয়ে দেবে ।
হাসির আরো একটা কারণ নাই বা বলি । যাকে নিয়ে হাসির কারণ তিনি নিশ্চয় আসবেন হা হা হা.....
২০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: লেখালেখিটা অব্যহত রাখুন। হঠাত থেমে যাবেন না।
আজকাল খুব বানান ভুল হচ্ছে। কারন ল্যাপটপ এ সমস্যা।
২৮ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৫
ইসিয়াক বলেছেন: দেখি কতটুকু দৌড়াতে পারি ।
আপনার ল্যাপটপের জন্য দোয়া রইলো
২১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৭
ঢুকিচেপা বলেছেন: “ -এই যে তোর নতুন মা, শায়মা।”
হায় হায়!!! এটা কোন শায়মা আপুকে বিয়ে দিয়ে দিলেন, তাও একটা বুইড়া ব্যাটার সাথে ?
যাইহোক, এমন ঘটনা আমাদের চারপাশেই ঘটছে। গল্পের প্লট আমার কাছে দারুণ লেগেছে, লেখাও ভালো হয়েছে।
৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৩
ইসিয়াক বলেছেন: হা হা হা.... ভাইয়া মন্তব্যে ভালো লাগা জানবেন।
গল্প ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।
২২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৮
শায়মা বলেছেন: হা হা হা জানতাম ঢুকিচেপা আপুকে এইখানে কমেন্ট করতে দেখেই জানতাম!!!!!!!!!
হা হা হা হা হা তাই তাড়াতাড়ি দেখটে আসলাম কি বলে ঢুকিচেপা আপু/ভাইয়া!!!!!!!!!!
২৩| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:৩০
ঢুকিচেপা বলেছেন: @শায়মা আপু
ক’দিন আগে আপনার পোস্টে খানাপিনার বিশাল আয়োজনের কথা মনে পড়লো। ভাবছি এটাই সেই বিয়ের খাওয়া কিনা ?
২৪| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মানুষের মানসিক বিকৃতি ও অসহায়ত্বের গল্প। ভালো হয়েছে।
কৌতুহলী মন জানতে চায়, আপনার গল্পকথকের আব্বার নতুন বউ শায়মা আপু রান্না শেষ করে ঘর সাজিয়েছেন? যদি সাজিয়ে থাকেন তো সেই ঘরের ছবি চাই।
২৫| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১:৪৮
শায়মা বলেছেন: ঢুকিচেপা আপু/ভাইয়ামনি আমিও ভাবছি এটা সেই খানাপিনার কথাই লিখলো কিনা ভাইয়া।
২৬| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১:৪৯
শায়মা বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন:
কৌতুহলী মন জানতে চায়, আপনার গল্পকথকের আব্বার নতুন বউ শায়মা আপু রান্না শেষ করে ঘর সাজিয়েছেন? যদি সাজিয়ে থাকেন তো সেই ঘরের ছবি চাই।
আরে আমার ঘরবাড়ি সাজিয়ে ছবি দিতে দিতে তো আমি শেষ!!!!!!!!!!!
যাও যাও দেখে আসো ভাইয়া......
২৭| ২৬ শে মার্চ, ২০২১ ভোর ৫:৩১
অনল চৌধুরী বলেছেন: শায়মা বলেছেন: ১৯৯৩ এর আগষ্টে সায়মা নামের এক মেয়ে.....কদিন আগে অনল ভাইয়ার প্রাক্তন টেলিফোনের প্রেমিকা আজ আবার আব্বার বউ ....... কই যাই কই যাই!!!! - উহা কোনোকালেই আমার প্রেমিকা ছিলো না, সে তো আমার টেলিফোন বন্ধু ছিলো। যার সাথে জীবনে কোনোদিন সামনাসামনি কথাও হয়নি তার সাথে প্রেম হয় কিভাবে?
বন্ধু আর প্রেমিকা যে এক না সেটা কি এখন অনলাইন ক্লাস করে বোঝাতে হবে ?
নাকি তুমিই ওই সায়মা??????? ওরা মিরপুরে থাকতো।
এখন থেকে ব্লগের সবাই সব নায়িকার নাম দেবে শায়মা / সায়মা !!!!!!
২৮| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩০
নেয়ামুল নাহিদ বলেছেন: ফেসবুকে দেখেছিলাম, এখানে পড়লাম।
গল্প ভালো হয়েছে।
২৯| ২৮ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৯
এমেরিকা বলেছেন: যারা বলছেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায়না - তারা ছাগলের স্বর্গে বাস করছেন? কয়জন স্ত্রী আছেন স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেবেন? যারা দ্বিতীয় বিয়ে করবেই, তারা প্রথম স্ত্রীর অনুমতির তোয়াক্কা করবে কেন? এ নিয়ে মামলা মোকাদ্দমাও কম হয়নি। কিন্তু একটিতেও শুনিনি স্ত্রী জিতেছেন বা ক্ষতিপূরণ পেয়েছেন।
প্রভাবশালী ছাড়া কেউ দ্বিতীয় বিয়ে করেনা। আর যারা করে তারা আইনের তোয়াক্কাও করেনা। তাদের কাছে প্রেমই আসল। আর সব মিথ্যা।
৩০| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাজের বাস্তব চিত্রই ফুটে উঠে
লেখকের লেখনীতে।
পোড় খাওয়া সমাজের
বাস্তবতা তুলে ধরার জন্য
আপনাকে ধন্যবাদ কবি।
৩১| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: গল্প ভালো হয়েছে। +
৩২| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৯
অধীতি বলেছেন: বাস্তব জীবন থেকে নেয়া।
৩৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০০
অধীতি বলেছেন: বাস্তব জীবন থেকে নেয়া। খুবই ভাল লাগল। সরল ভাষায় লেখা, জীবনের বাঁক পরিবর্তন।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪০
নীল আকাশ বলেছেন: নির্মম বাস্তবতা নিয়ে লেখা। এভাবে কত বিবাহিতা মেয়ের জীবন চিরতরে নষ্ট হয়ে যায়।