নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ জীবন যেখানে যেমন

১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩০

ছোট বৌমা ঘরে ঢুকে মৃদু উষ্মা নিয়ে বলল,
-কি হলো মা, আপনি এখনও শাড়ী কাপড় পরেন নি । গোসলও তো করেন নি দেখছি! দেরি হয়ে যাচ্ছে তো।
- আজ আমার কিছু ভালো লাগছে না বৌমা।শরীরটা ম্যাজ ম্যাজ করছে। তোমরা বেড়িয়ে এসো। আমাকে একটু একা ছেড়ে দাও, প্লিজ।
- কেন মা,যাবে না কেন?তুমি সাথে না থাকলে কি চলে? তোমার নাতি নাতনীরাও ঝামেলা বাঁধাবে কিন্তু তৈরি হয়ে নাও মা। চল আমাদের সাথে ,তোমার ভালো লাগবে।
বলল বড় ছেলে।
একটা দীর্ঘশ্বাস গোপন করলেন সুরাইয়া খানম।কি করে বোঝাবেন এদের। আজ বছরের বিশেষ একটা দিন। ঈদের খুশিতে সবাই ভুলেছে হয়তো, নয়তো এড়িয়ে গেছে । তিনিও ইচ্ছে করে মনে করিয়ে দেন নি কাউকে। এক সময় তার ক্ষেত্রেও এমনটা ঘটবে হয়তো।এটাই নিয়ম।সময়ের সাথে সাথে স্মৃতি সব ফিকে হয়ে আসে। আবেগও কমে যায়।

দোতালা থেকে সুরাইয়া খানম এক পলক দেখলেন বাড়ির সবাই হৈ হৈ বেরিয়ে যাচ্ছে।ওদের চোখে মুখে দারুণ আনন্দ। সুরাইয়া খানম জোহরের নামাজ পড়ে কোরান শরীফ নিয়ে বসলেন।শওকত জামিলের মৃত্যু দিন আর ঈদ একসাথে পড়েছে এবার।......

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৯

সৈকতসৈকত বলেছেন: আপ্নে মাত্র এক বছর ব্লগিং কইরা বই ছাপায়া ব্লগটারে ইউজ করলেন
আপ্নে বহুত চতুর লোক

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৪

ইসিয়াক বলেছেন: আমার কোন পোস্টে আপনার প্রথম মন্তব্য। আপনাকে স্বাগত জানানো উচিত আমার কিন্তু... ।
যাক, আমি ব্লগে আছি দুই বছর এগারো মাস। আমার ব্লগে পরিসংখ্যান দেওয়া আছে। আবার একটু কষ্ট করে দেখে নেবেন।ব্লগার হিসাবে নাম লিখিয়েছেন। পড়তে ভুল করলে চলবে কেমন করে?

#পরবর্তীতে পোস্ট সংক্রান্ত মন্তব্য আশা করবো। না হলে সোজা ব্লক করে দেবো।
ধন্যবাদ

২| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: এমনই হয়।

সবার দুঃখ সবাই মনে রাখে নে বেশি দিন।

শুধু কিছু মানুষের বুকে কিছু দুঃখ গেঁথে থাকে আমৃত্যু।

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১২

ইসিয়াক বলেছেন: ঠিক তাই,
কিছু কিছু দুঃখ কারও কারও মনে গেঁথে থাকে আমৃত্যু। সবার জন্য তা প্রযোজ্যও নয়।জীবন যেখানে যেমন।

চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভকামনা রইল।

ভালো থাকুন সবসময়।

৩| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১০

জটিল ভাই বলেছেন:
গল্পের পেছনে গল্প রয়েছে মনে হচ্ছে।

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৪

ইসিয়াক বলেছেন: হা হা হা সেজন্যই অনু গল্প।নিজের মত করে ভেবে নিন প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
জটিলবাদ ;)

৪| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: গল্প ভালো হয়েছে। আপনি অভিজ্ঞ মানুষ।
এখন বলুন, দিন দিন এত মোটা হচ্ছেন কেন?

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন:







গল্প ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।

৫| ১২ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

জুল ভার্ন বলেছেন: খুব ভালো লিখেছেন। ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৬| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: ঊন কথায় চমৎকার 'অনুগল্প' লিখেছেন।
সব স্মৃতিই এক সময় বিস্মৃতির অতলে হারিয়ে যায়, কিছু বিশেষ স্থান, কাল ও পাত্রের স্মৃতি ব্যতীত।
পোস্টে প্লাস।

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন:


মন্তব্যে ও লাইকে ভীষণ অনুপ্রাণিত হলাম ।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।

৭| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: কবিতা লিখছেন না আজকাল?

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

ইসিয়াক বলেছেন:

কবিতা লিখি তবে ব্লগে পোস্ট দেই না।

৮| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: অনুগল্প চমৎকার লাগলো !

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন:



লাইক ও কমেন্টে দারুণ অনুপ্রাণিত হলাম, প্রিয় ব্লগার।

শুভকামনা জানবেন।

৯| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর । পড়ে ভালো লাগলো।

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন:






ধন্যবাদ মহী ভাই।

ভালো থাকুন সবসময়।

১০| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩৩

মরুর পথে বলেছেন: চমৎকার। ভালো লাগলো।

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬

ইসিয়াক বলেছেন:


মরুর পথে আপনাকে আমার ব্লগে স্বাগতম।

গল্প ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। এভাবে সবসময় পাশে থাকবেন আশা করি।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

১১| ১৩ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০১

নীল আকাশ বলেছেন: বড় ছেলের লাইনটা যুতসই হয়নি। আরেকটু সুন্দর ক রে দেয়া যেতো।
থীম ভালো লেগেছে।

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯

ইসিয়াক বলেছেন:



আমার গল্প লেখার মূল প্রেরণা দাতা ,শিক্ষক এবং প্রিয় ব্লগার-

অনেকদিন পরে আমার পোস্টে আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।
লাইনটা ঠিক করে দিয়েছি। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।

১২| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: এটাই বাস্তবতা।

১৪ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন:

ঠিক তাই,
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

১৩| ১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: অনুগল্পে ভালো লাগা রইলো। ঠিকই তো সময়ের কালস্রোতে স্মৃতিরা হারিয়ে যায় বিস্মৃতির অতলে...

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

ইসিয়াক বলেছেন:



আমিও একদিন হারিয়ে যাবো। সেই গানটার কথা মনে পড়ছে -

মনে কর আমি নেই, বসন্ত এসে গেছে
কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে।।


শুভ কামনা রইলো প্রিয় দাদা।

ভালো থাকুন সবসময়।

১৪| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুক্ষ্ম দুঃখ অনুভূতি। খুব ভালো লাগলো ইসিয়াক ভাই।

মানুষ আজাইরা মন্তব্য করতে কেন আসে কে জানে। এত হিংসা মানুষের মনে।

আপনি লিখে যান ইসিয়াক ভাই। আমি অনন্ত আপনার গল্পের ফ্যান

১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

ইসিয়াক বলেছেন:



প্রিয় ব্লগার ,
এই গুলো মাল্টি নিক। কাজ কাম নাই শুধু খাই খাই করে আর লোকের পোস্টে গিয়ে আবোল তাবোল মন্তব্য করে।
#আমার গল্প আপনার ভালো লাগে জেনে অনেক অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.