নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রংমহল
________________
তালাটি মুঠো করে ধরার আগে একটু ভাবলাম। স্পর্শ করা কি ঠিক হবে?এদিক ওদিক তাকালাম। নাহ! হাতের কাছে তো তেমন কিছুও নেই যে পরিষ্কার করে নেব। মনে মনে একটা বিশ্রি গালি দিলাম। হারামজাদা, বর্জ্য ত্যাগ করার জায়গা পায় নি আর !
দেরি করা ঠিক হবে না।কেউ আসবার আগে আমাকে কাজ সেরে নিতে হবে।অন্যকিছু আর কিছু না ভেবে তাড়াহুড়ো করে চাবি ঢোকাতেই চাবি মধ্যখান থেকে ভেঙে গেল।
ধুস!
এদিকে আমার নেশার টান প্রবল হয়ে উঠছে ক্রমশ কিন্তু বিকল্প চাবির অভাবে তালা ভাঙতে গেলে শব্দ হবে এখন। সবাই টের পেয়ে যাবে। তিনতলার এই ঘরটার ভুতুড়ে বলে বদনাম আছে তাই এদিকটায় কেউ খুব একটা আসে না।সেই সুযোগে আমি আমার কাজ সারি নির্বিঘ্নে কিন্তু আমাদের তো এখন এই ঘরটাতে ঢুকতেই হবে। নিঃশব্দে।
উপায়?
গোশত
_________________
-মা তুমি খাইবা না?
- না রে বাপজান।তোমরা খাও। আরাম কইরা খাও। আরেকটু ভাত দেই? গোশত আরেকটা নিবা?
ছোট ছেলে জসীম অতি আনন্দে বলল
- মা গোসত রান্না খুব ভালো হইছে। মজা লাগতাছে খুব।
- তোরেও আরেকটু দেই।
বড় ছেলে খলিল এবার প্রশ্ন করে
- মা তুমি গোশত খাও না কেন?
- এম্নিই!
হঠাৎমাথা নিচু করে বাতাসী।কিছুক্ষণ পরে কি মনে হতে ঘরের কোনে এক দলা থুতু ফেলে সজোরে।
শরীর বেচা পয়সায় গোশত খেতে তার কেমন যেন ঘেন্না করে। কেন করে তার জানা নাই।
অবেলায় বকুল
_______________________
আসাদ গেট থেকে আটপৌরে শাড়ি পরা একজন ৩০/৩৫ বছরের নারী ভীষণ ব্যস্ততা নিয়ে বাসে উঠলো। আমি গেটেই ছিলাম সে দাঁড়ালো ঠিক আমার সামনে। কিছু সময় বাদে বিরক্তি নিয়ে বলল
- একটু সরে দাঁড়ান তো প্লিজ। আমি দাঁড়াতে পারছি না।
অনুপমা!
আমি সরবো কি বিষ্ময় নিয়ে তাকিয়েই রইলাম। কত বছর! বারো বছর তো হবেই। কিন্তু অনুপমা তো মারা গেছে সেই কবে? আবার কোথেকে উদয় হলো সে? তবে কি তার মৃত্যুর গল্প ইচ্ছে করে ছড়ানো হয়েছিল? নাকি আমারই ভুল!...
সব মিথ্যে!
--------------------------------
- একটু বসবো?
লুৎফর সবে দোকান খুলল। এখন বেঞ্চগুলো নামিয়ে রাখছে একে একে। আজ একটু বাড়তি কাজের চাপ আছে তাই সকাল সকাল দোকান খুলে বসেছে সে। রেজওয়ান সাহেবের মেয়ের বিয়ে অনেক বাজার সদাই নিবে তাই এই ব্যস্ততা। এর মধ্যে চেনা একটা মুখ উদয় হলো হঠাৎ। চরম বিরক্তিভাব জাগলো তার মনে। চোখ কটমট করে তাকিয়ে প্রথমে নিচু স্বরে একটা কুৎসিত গালি দিল তারপর বেশ জোরেই বলে উঠলো
-তোমাকে না কতবার বলেছি আমার দোকানে সামনে আসবা না। অপয়া অলক্ষী মেয়েছেলে কোথাকার!কথা বললে শোনে না। দিলে তো সকালটাকে মাটি করে। মাস গেলে টাকা পাঠিয়ে দিচ্ছি তাতেও হচ্ছে না,আবার এখানে আসা লাগছে?
- কি করবো?বাড়িওয়ালা কালকে বলল এ মাস থেকে ঘর ভাড়া আরো পাঁচশো টাকা বেশি দেওয়া লাগবে, সব জিনিসের দাম বেড়ে গেছে। আর আমাকেও কিছু টাকা বাড়িয়ে দিস সত্যি সব জিনিসের খুব দাম বেড়ে গেছে ।তোর দেওয়া ও কয়টা টাকায় চলতে খুব কষ্ট হয় ।
-তোমার কি মনে হয়? টাকা গাছের পাতা। চাইলেই পাওয়া যায়? সকাল সকাল আসছো ঝামেলা করতে। আমার সংসার নাই? বউ ছেলে মেয়ের পিছনে খরচ নাই? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না?
-তোর ওখানে নিয়ে গেলেই তো সব ঝামেলা চুকে যায়।একসাথে থাকি না হয়। আমিও একটু এই বয়সে শান্তি পাই।
-কোন পরিচয়ে থাকবা?তোমার পরিচয় দেওয়া মত আছে কিছু ? জন্ম দিয়েছো তাই পারি না ।অন্য কেউ হলে ঝামেলা অনেক আগে চুকাতাম। সবাই আমাকে বলে বেশ্যার ছেলে । কি লজ্জা! কি লজ্জা!! মুছতে পারি নি তোমার এই কলঙ্কের দাগ।
-তবুও আমি তোর মা রে লুৎফর ?
- বেশ্যাগিরি করতে ভালো কথা। মা হতে বলেছিল কে? জন্মের সময় আমার গলা টিপে মারতে পারো নাই? যাও যাও সকাল সকাল মেজাজ খারাপ করিয়ো না।এখান থেকে বের হও।
শেফালির খুব কষ্ট হচ্ছে,খুব ।যদিও কারো কথায় এখন আর সে কষ্ট পায় না।তবে নাড়ি ছেড়া ধন এমন করে বললে সে কোথায় যাবে? কোথায় মুখ লুকাবে? বুক ফেটে যাচ্ছে তার।এক দীর্ঘশ্বাস ছাড়ার পর মলিন আঁচল দিয়ে মুখটা মোছার ছলে সে চোখের পানি মুছল। আত্নহত্যা করার মত মানুষ সে নয়, তাই বেঁচে থাকা। তার জীবনের ভয়ঙ্কর অতীতের কথা সে কাউকে জানাতে চায় না। তবু সেসব কথা বারবার সামনে এসে যায়। কেন এমন হয়?
শেফালি ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তার ফুটপাত ধরে চলছে। এখনও পুরোপুরি জাগেনি এ শহর।
সে ধীর পায়ে হেঁটে চলেছে তাঁর গন্তব্যে। আজকাল তাঁর হাঁটতেও ভীষণ কষ্ট হয়, হাড়ের জোড় গুলোতে খুব ব্যথা । আজকাল প্রায় তার মনে হয় এ জীবন, সংসার আশেপাশের মানুষ, সন্তান, মায়ার টান,ভালোবাসা সব ভুল....ইন্দ্রজাল ..সব মিথ্যে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিঃ গুগল
২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।
শুভকামনা রইলো।
২| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭
প্রত্যাবর্তন@ বলেছেন: চমৎকার হয়েছে ।
২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২২
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।
৩| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২য় প্যারার শেষ লাইন চলতে খুব কষ্ট হয় হবে।
৩য় প্যারায় শেষের আগের লাইন- জন্ম দিয়েছ তাই পারিনা। এখানে বাক্যটা শেষ হয়নি।
এই শেষের গল্পটাই অন্যতম গল্প।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৪
ইসিয়াক বলেছেন:
কপি পেস্ট করার সময় কোন কারণে কষ্ট এই শব্দটি মিসিং হয়েছে। আর পরের ওই লাইনটা ওভাবেই লিখতে চেয়েছি প্রিয় ব্লগার।
মনোযোগ দিয়ে পড়ে সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।
ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।
৪| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
জুল ভার্ন বলেছেন: গল্প ভালো লেগেছে।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৫
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ সকাল।
৫| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
অপু তানভীর বলেছেন: অনু গল্প এমনিতেই ভাল লাগে সব সময় । অল্প কথায় কত বড় অনুভূতির প্রকাশ !
তিন নম্বরটা চমৎকার লাগলো বেশি ।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৮
ইসিয়াক বলেছেন:
আমারও অনু গল্প পড়তে খুব ভালো লাগে কিন্তু আজকের পোস্টের গল্পগুলো অনু গল্প হলো কি না বলতে পারবো না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
শুভ সকাল।
৬| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩০
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমাদেরই যাপিত জীবনের প্রতিচছবি । সব কিছুতেই মানুষ শুধু সমালোচনা করতে পারে তবে অর্ন্তনিহিত কারন কেউ খুজেনা বা জানতে চায়না । সে আপন কিংবা পর যেই হোক।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন:
ঠিক।
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৭| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: ''অবেলায় বকুল'' সবচেয়ে ভালো লেগেছে।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৮| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: দ্বিতীয় এবং শেষটা ভালো হয়েছে।
২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
৯| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯
মিরোরডডল বলেছেন:
ম্যান !!! ইউ মেইড মি ক্রাই
শেষের গল্পটা এতো কষ্টের .......
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২০
ইসিয়াক বলেছেন:
আপু আপনি খুব মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ। এই জন্য বলছি যে ,একটা গল্প পড়ে যার মন কাঁদে সে খুব বড় আর উদার মনের হয় । অনেকে তো আছে এরকম কত ঘটনা সামনে দেখেও দেখে না ,এড়িয়ে যায় । জগতের সকল প্রাণি সুখী হোক ,সবার ভালো হোক। এই কামনাই করি। ভালো থাকবেন।
প্রতি মন্তব্যে আসতে একটু দেরি হয়ে গেল আসলে কখনও কখনও আমার এমন হয়। একে বোধহয় আলসেমী বলে।
শুভকামনা রইলো।
১০| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: গোশত আর অবেলায় বকুল ভালো লেগেছে।
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২১
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা সতত।
১১| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ চলতে থাকুক...
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন:
খুব ফাঁকি দেওয়া শিখেছেন প্রিয় ব্লগার। এভাবেই কিন্তু মানুষ হারিয়ে যায়। আশা করি আবার নিয়মিত হবেন।
অপেক্ষায় আছি ...
১২| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১০:১৪
নেওয়াজ আলি বলেছেন: গল্প লেখার হাত ভালো
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৬
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই।
# আমার সংগৃহীত যায় যায় দিনের বিশেষ সংখ্যাগুলো দূর্ভাগ্যবশত আমার কাছ থেকে হারিয়ে গেছে। যায় যায় দিনে আপনার লেখাগুলো আবার কিভাবে পেতে পারি একটু জানাবেন প্লিজ।
১৩| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: আজকাল আপনাকে পাই না!!! খুব ব্যস্ত নাকি?
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮
ইসিয়াক বলেছেন: আপনার ধর্ম সংক্রান্ত উল্টোপাল্টা পোস্টগুলো আমার কাছে বিরক্ত লাগে। সেজন্য আপনার পোস্টে যাই না।
১৪| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: টুইস্ট থাকলে বেশি ভালো লাগে অণুগল্প।
ভালো হয়েছে।
২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৮
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
নূর আলম হিরণ বলেছেন: ভালো হয়েছে অনুগল্প।