নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
গল্পঃ বেলোয়াড়ী ঝাড়
#প্রথম_পর্ব
পুরানো আমলের এই দোতলা বাড়িটার জানলা দিয়ে অনেক দূর অবধি মাঠ,আর মাঠ ছুঁয়ে ছড়িয়ে পড়া বিশাল নীল আকাশ দেখা যায়।
মনমোহিনী আজকাল শুয়ে শুয়ে আকাশ দেখে,এছাড়া আর কিইবা করার আছে তার।জলসাঘরের বেলোয়াড়ী ঝাড় নিশি ফুরালে নিভবে, এটাই নিয়তি ।
আজ চমৎকার ঝলমলে একটা দিন। এতদিনে মমতা একটা জিনিস বুঝেছে মানুষের মন যেমন মর্জি মত সময়ের সাথে সাথে বদলায় তেমনি আকাশের রঙও ঘণ ঘণ পাল্টায়।এই হাসি এই কান্না এই আবার বিষন্ন বেদনা শেষে রোদ ঝলমল নির্মল।কি যে মায়াবী আর বৈচিত্র্যময় যে না গভীরভাবে পর্যবেক্ষক করেছে সে বুঝবে না।
চকোরী দুপুরের খাবার এনে সাইড টেবিলে রাখতে রাখতে বলল
-ম্যাডাম তাবাসসুম নামে একজন ভক্ত আপনার সাথে দেখা করতে এসেছে।
- তাবাসসুম! নামটা কেমন যেন চেনা চেনা লাগছে! আমাদের কোন আত্নীয় বা শুভাকাঙ্ক্ষীর নাম কি তাবাসসুম নামে আছে? মনে পড়ে?
- ম্যাডামের শরীর কি আজ বেশি খারাপ?
- না তেমনি তো আছে ।তুই আরেকটু ড্রিংকস দে ভাত টাত খাবো না।
- এই দিনে দুপুরে.. …ডাক্তার আপনাকে ড্রিংক করতে নিষেধ করেছে।
- বাদ দে তো তোর ওই ডাক্তারের কথা। যে কদিন বাঁচি রাজার মত বাঁচবো।আমার জীবন আমার সিদ্ধান্ত, অন্যের কথা মানবো কেন? তুই এই মনমোহিনীর সাথে এত বছর কাটালি তবু আমাকে চিনলি না। যাক সে যাক...বললি না তো তাবাসসুম নামে আমাদের পরিচিত কেউ আছে কি-না?
চকোরী একটা দীর্ঘশ্বাস লুকালো।তার চোখের কোনে অশ্রু।মনমোহিনীর আজকের করুন পরিণতি তাকে ভীষণ রকম কষ্ট দেয়। আহারে কি সব দিন ছিল সেই সব। এখন মনে হয় সবই স্বপ্ন সবই ভুল। কৌশলে চোখের জল মুছে সে একটু সময় নিয়ে গলা পরিষ্কার করে বলল,
-ম্যাডাম আপনার নামই তো তাবাসসুম ছিল।আপনার বাবা রেখেছিলেন।আপনি তার বড় আদরের ছিলেন।সেই ছোটবেলা... করিমগঞ্জ....
- ও হ্যাঁ তাইতো,তাই তো। মনেই নেই।কি যে ভুলো মন হলো আমার, আচ্ছা নিজের নাম নিজে কখন ভোলে মানুষ,বলতে পারিস চকোরী? আমি কিভাবে ভুলে গেলাম?
- ওসব কথা বাদ দিয়ে খাবারটা খেয়ে নিন।ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ওষুধগুলো ঠিক করে দিচ্ছি।
- কি হবে ঔষধ খেয়ে? কি হবে বেঁচে? যার দেখার কথা সেই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন বেঁচে থাকাটাই নিরর্থক । কি স্বার্থকতা আছে এ জীবনের? আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে চকোরী। আমি কি নিয়ে কাকে নিয়ে বাঁচবো বলতে পারিস চকোরী?
- ম্যাডাম!
- তুই তাবাসসুমকে পাঠিয়ে দে। দেখি মেয়েটাকে।
- আপনার শরীরটা ঠিক নেই। বাইরে গিয়ে কি না কি বলে। অকারণ নানা কথা ছড়াবে। পত্রিকায় নিউজ হবে।কোন কারণে আপনার মন খারাপ হোক তা আমি কিছুতেই চাই না।
-পাকামো করিস না।যা বলছি শোন, তুই এটা জেনে রাখ মনমোহিনী কাউকে কেয়ার করে না । আগেও করে নি এখনও করে না।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৫ ই জুন, ২০২২ রাত ৯:১০
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার মমতার জায়গায় মনমোহিনী হবে। মমতা মনমোহিনীর মায়ের নাম। যা ক্রমশঃ প্রকাশ্য..
স্যরি, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।ভুল ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।
২| ১৫ ই জুন, ২০২২ রাত ৯:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: নিজের নাম ভুলে যাওয়া ঠিক মনে ধরলো না। যদিও পরবর্তীতে কি হয় সে অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
১৫ ই জুন, ২০২২ রাত ১১:২৮
ইসিয়াক বলেছেন: মানুষ তখনই নিজের স্মৃতি নিজের অতীত ভোলে যখন সে আর কিছু মনে রাখতে পারে না বা মনে রাখতে চায় না।জীবনের প্রতি বিতৃষ্ণা তাকে পথভ্রষ্ট করে তবু জীবনের মায়ায় সে জীবন্মৃত হয়ে বেঁচে রয় কুহকীনির আশায়।
১৫ ই জুন, ২০২২ রাত ১১:২৯
ইসিয়াক বলেছেন: পাঠ মন্তব্য ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
শুভকামনা সতত।
৩| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রিয় শিল্পী মান্না'দের গাওয়া একটি
গানের কথা মনে পড়লোঃ
"আমি যে জলসাঘরে
বেলোয়াড়ী ঝাড়।
নিশি ফুরালে কেহ
চায় না আমায় জানি গো আর"।
১৫ ই জুন, ২০২২ রাত ১১:৩২
ইসিয়াক বলেছেন: কেন কোন মানুষের জীবনটা এমন। সে যেন শুধু দেবার জন্য ই জন্মেছে। আবার অন্য দিকে প্রয়োজন ফুরালে সুবিধাভোগীরা সবাই একে একে সরে যায়।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভকামনা রইলো।
৪| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:২০
সোনাগাজী বলেছেন:
আশপাশে চোখে যা দেখেন, সেগুলো থেকে কিছু লেখেন; বই পড়ে কিছু লিখতে হয় পরীক্ষার খাতায়, ব্লগে নয়।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২২ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
"মমতা" আর "মনমোহিনী" একই চরিত্রের নাম?
চলবে ! চলুক ...............