![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে দিবানি!
তুমি অবশ্যই অন্য কারো হবে,
হ্যাঁ, তুমি অন্য কারো হবে,
তবে,
সে হয়তো কখনো ন্যাকা গলায়
তোমায় প্রশ্ন করবেনা-
'এই শুনো, তোমার চোখ দুটো এতো সুন্দর কেন?'
তুমি হয়তো এমন কারোরই হবে,
যে তোমার নগ্ন পায়ে পায়েল
খুঁজে বেড়াবেনা,
শান্ত দু চোখে দীঘির জলের স্নিগ্ধতা
খুঁজে পাবে না।
তুমি হয়তো এমন কারোরই হবে,
যার বাড়ি-গাড়ি হরেক কিছু থাকবে
তবে,
মাঝরাত্রিরে হুট করে তোমায় ভেবে কবিতা লেখে চমকে দেবে না।
তোমার পরাধীন হবার রাতে,
আমি খোলা জানালার গ্রিল ধরে
তোমার মলিন মুখখানি একটিবার ভাববো,
তোমার মেকি সুখ আঁচ করতে পেরে,
মুচকি হাসবো,
ভোরের কাকটি ঈশ্বরের প্রতিনিধি হয়ে আমায় বলে দেবে-
'তুই শান্তিতে ঘুমোয়, সেও ভালোবাসা পায় নি।'
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৬
অপরাজেয় বিদ্রোহি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৪
আরুশা বলেছেন: তুই শান্তিতে ঘুমোয়, সেও ভালোবাসা পায় নি
দারুন লাগলো +++++্