![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে প্রায় ২৫০০ বছর ( খ্রিষ্টপূর্ব ৫০০ সাল) আগের কথা। এই বাংলা অঞ্চলের সমাজ ব্যবস্থা তখনো ছিল কৃষিভিত্তিক। তবে ইতিহাসের এই সমাজ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। জন্ম নেয় শহর বা নগরের।
খুবি সাম্প্রতিক কালে আবিষ্কার হওয়া উয়ারি-বটেশ্বর (নরসিংদি) এই সময়কার একটি হারিয়ে যাওয়া শহর। এই এলাকায় মানুষের বসবাস প্রায় ৪০০০ হাজার বছর আগে থেকে। আর এই জনপদই বিবর্তন হয়ে প্রায় ২৫০০ বছর আগে নগরে রূপ নেয়। এরপর ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে যাবার সাথে সাথে একসময় এই নগর আবার ধ্বংসও হয়ে যায়। এই হারানো নগরের খনন কাজ এখনো চলছে। তবে এরি মধ্যে জানা গেছে অনেক বিষ্ময়কর তথ্য যা কিনা এই ভুখন্ড নিয়ে অতীতের অনেক ধারণাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে।
উয়ারি-বটেশ্বর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি বন্দর-নগরী ছিল- যার সাথে সরাসরি নদী-সমুদ্র পথে যোগাযোগ ছিল দক্ষিন-পূর্ব এশিয়ার বড় বড় বন্দর গুলোর (যেমন ইন্দোনেশিয়ার সুমাত্রা), এমনকি ইউরোপের রোমান সাম্রাজ্যের! একমুহূর্ত চিন্তা করুন ব্যাপারটা- আজ থেকে ২৫০০ বছর আগে আমাদের এই এলাকার মানুষ সমুদ্র পথে যোগাযোগ করতো ইউরোপের সাথে, ভাবা যায় ব্যাপারটা!
উয়ারি-বটেশ্বরে অস্তিত্ব মিলেছে একটি সুরক্ষিত দুর্গের। এছাড়া পাওয়া গেছে রূপার পয়সা, ব্রোঞ্জ ও লোহার বিভিন্ন জিনিসপত্র। ইটের খোয়া দিয়ে বানান রাস্তা, ও আয়রন গলানোর কারখানা। এইখানের পোড়ামাটির ফলক থেকে পাওয়া গেছে তখনকার মানুষের জীবন-যাত্রা সম্পর্কে চমকপ্রদ সব তথ্য।
সমসাময়িক আরো কিছু বড় বড় নগরকেন্দ্র গড়ে ওঠে এই বাংলা ভুখন্ডে। এই যেমন, তাম্রলিপ্তি ( অথবা তামলুক- বর্তমানে পশ্চিমবঙ্গের কাছে), মহাস্থানগড় (বর্তমান বগুড়ায়), এবং ময়নামতি (বর্তমান কুমিল্লায়)।
মহাস্থানগড় খুবই গুরুত্বপূর্ণ নগর ছিল বলে ধারনা করা হয়। এই এলাকা তখন উত্তর ভারতের মৌর্য সভ্যতার অন্তর্ভুক্ত ছিল, এবং মহাস্থানগড় ছিল প্রাদেশিক রাজধানী। এই মহাস্থানগড়েই পাওয়া গেছে একটি পাথরের টুকরায় লিখা এই অঞ্চলের প্রথম লিখিত ভাষার নিদর্শন। পাথরের টুকুরাটিতে লিখা ছিল নির্দেশনা, যেন দূর্যোগের প্রস্তুতি হিসেবে চাল, তেল, ও পয়সা-কড়ি গুগামে মজুদ করে রাখা হয়। এই নির্দেশনামা লিখা হয়েছিল প্রাকৃত ভাষায়- বাংলা ভাষার উৎপত্তি তখনো হয়নি, যার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো প্রায় এক হাজার বছর।
(চলবে)
তথ্যসূত্রঃ
A History of Bangladesh -Book by Willem Schendel
Wikipedia
Images: AI generated - for providing context only.
©somewhere in net ltd.