নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দারুচিনি পাতা

সত্ত্বার সন্ধানে

দারুচিনি পাতা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের উন্নয়ন - মিরাকল নাকি হতাশার গল্প

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:১৫


বেশ ইন্টারেস্টিং দুইটা গ্রাফ শেয়ার করি আপনাদের সাথে।


এই গ্রাফে দেখা যাচ্ছে ভিয়েতনাম, বাংলাদেশ, এবং ইন্ডিয়ার মাথাপিছু জিডিপির (GDP per Capita) একটা তুলনা ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। আমাদের বাংলাদেশ কই থেকে কই আসছে, আর দূর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এইসব হাবিজাবি না থাকলে আমরা আজ কই থাকতে পারতাম তার একটা হালকার উপ্রে ঝাপসা ধারণা পাওয়া যায়। ।

এতদেশ থাকতে ভিয়েতনাম ও ভারতের সাথে তুলনা কেন? ভিয়েতনাম ও বাংলাদেশের শুরুটা অনেকটা একই রকম। শত বছরের ঔপনিবেশিক শাসনে জর্জরি হয়েছে দুই দেশই - ভিয়েতনাম ফ্রান্সের হাতে, বাংলাদেশ ব্রিটেনের হাতে। এরপর হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধের ভিতর দিয়ে গেছে দুই দেশই। ভিয়েতনাম লড়েছে প্রথমে ফ্রান্স এরপর পরাশক্তি আমেরিকার হাতে - ১৯৭৫ সালে স্বাধীনতা অর্জন করে দেশটি; আর বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা পায় ১৯৭১ সালে। জন্মের সময় দুইদেশেরই অবস্থা একেবারে যারপরনাই বিধ্বস্ত, আর্থিক সক্ষমতার দিক থেকে বিশ্বের দরবারে একেবারে তলানীতে পড়ে থাকা যাকে বলে। যেহেতু আমাদের ইতিহাসের শুরটা একই রকম, তুলনা করে দেখা যাক কোন দেশ কেমন করলো এই প্রায় ৫০ বছরে। আর ভারত আমাদের প্রতিবেশী, বলা যায় মায়ের পেটের ভাই (পাকিস্তানও তা-ই; তবে চান্স পাইলে মাঝে মাঝে এরা দুজনই সৎভাইয়ের মতো আচরণ করে)- তাই তুলনাটা স্বাভাবিক।

মোটাদাগে বললে ভিয়েতনাম এবং বাংলাদেশ -এই দুই দেশের অর্থনৈতিক উত্থানকেই বিশ্বের বুকে Miracle বা অলৌকিক/অবিশ্বাস্য বলে ধরে নেয়া হচ্ছে। প্রথম গ্রাফের দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবার কথা। ১৯৯০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল মাত্র ২৩৮ ডলার। কেবলি গণতন্ত্রের পথে যাত্রা করা দেশটির অর্থনীতি সবে মাথা উচু করে দাঁড়াতে শরু করেছে। এর পরের ৩০ বছরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের মাথাপিছু জিডিপি ২০২8 সালে এসে ২৭০০ ডলার (estimated) ছুইছুই করছে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি আজ ভারত, পাকিস্তান দুই দেশের থেকেও বেশি। আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের সোনার ডিমপাড়া হাঁস তৈরীপোশাকশিল্প।

এবার আসি ভিয়েতনামের প্রসঙ্গে। ১৯৯০ সালে তাদের মাথাপিছু জিডিপি মাত্র ৯৮ ডলার - যা কিনা বাংলাদেশের মাথাপিছু আয়ের অর্ধেকেরও কম। এরপরের ৩০ বছরে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নতি অনেকটা রূপকথার গল্পের মতো। দুনিয়ার দ্বিতীয় দরিদ্রতম দেশ হিসেনে যাত্রা শুরু করে আজ তারা দক্ষিণ-পুর্ব এশিয়ার আর্থিক উন্নতির পোস্টার চাইল্ড। ২০২৪ সালে তাদের মাথাপিছু জিডিপি estimated ৪৭০০ ডলার। বাংলাদেশের মতোই ভিয়েতনামেরও যাদুর কাঠি সেই তৈরীপোশাকশিল্প।

তবে দুই দেশের মধ্যে বেশ বড়সড় তথাত আছে। একনম্বর, ভিয়েতনামের মাথাপিছু জিডিপি বাংলাদেশের অর্ধেক থেকে শুরু করে আজকে প্রায় দ্বিগুনের কাছাকাছি। তারকারণ বার্ষিক উন্নয়নেএ হার ভিয়েতনামের অনেক Consistent, মানে খুব-বেশি চড়াই-উতরাই নাই, অন্যদিকে বাংলাদেশ একের পর এক হোচট খেয়েছে, এখনো খাচ্ছে। ভিয়েতনাম আজকে Low Middle Income দেশ, আর আমরা এখনো Low Income এ পড়ে আছি। দারিদ্র‍্যের হার, দূর্নীতি সব দিক থেকেই ভিয়েতনাম অনেক ভাল অবস্থায় আছে। যেখানে আমরা এখনো সেই সোনার ডিমপাড়া হাঁস তৈরীপোশাকশিল্প নিয়েই পড়ে আছি, সেখানে ভিয়েতনাম অন্য অনেক খাতে অভূতপূর্ব উন্নতি করছে। আজ ইলেক্ট্রনিক্স রপ্তানিতে তারা বিশ্বে ৭ম। Intel, Apple, Samsung সহ অনেক বড় বড় কোম্পানির বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ভিয়েতনামে।

একটা দেশে ভাল ইনফ্রাস্ট্রাকচার থাকলে, দূর্নীতি কম থাকলে, আর রাজনৈতিক অস্থিরতা না থাকলে কি পরিমাণ উন্নতি করতে পারে সেটা বুঝতে ভিয়েতনামের চেয়ে ভাল উদাহরণ আমাদের জন্যে হতে পারে না।
একদিকে যেমন আমাদের নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন আশাবাদী করে, সেইসাথে একটু হতাশাও হয়, এইভেবে যে আমরা আরো ভালো যায়গায় থাকতে পারতাম হয়তো। What if.....

শেষ করা যাক একটা ভাল কথা দিয়ে। মধুরণ সমাপয়েৎ না কি যেন বলে। দ্বিতীয় গ্রাফটা দেখুন।


বাংলাদেশের সাথে যেই দুইটা দেশকে সচরাচর তুলনা করা হয়। বলছি ভারত আর পাকিস্তানের কথা। দ্বিতীয় গ্রাফে দেখা যাচ্ছে তিন দেশের দারিদ্রের হার। বিশ্বাস হচ্ছে না? আপনি ঠিকই ধরেছেন। এই দুই প্রতিবেশি বন্ধু (বা শত্রু - নির্ভর করে কাকে জিজ্ঞেস করছেন তার উপর) থেকে আমাদের দারিদ্রের হার বেশ কম। যা কিনা আজ থেকে তিনযুগ আগে অকল্পনীয় ছিল। আর্থিক, সামাজিক সব সূচকের ক্ষেত্রেই আমরা পকিস্তানকে পিছনে ফেলে দিয়েছি বেশ আগেই। আর ২০১৮ সালের পর থেকে আমরা মাথাপিছু জিডিপিতে ভারতেরও আগে অবস্থান করছি। To understand how significant this information is, ভারতের স্বাধীনতার বয়স বাংলাদেশের থেকে ২৪ বছর বেশী, আর গণতান্ত্রিক বাংলাদেশের বয়স ভারতের থেকে ৪৩ বছর কম।
আল্লাহ আমাদের আরো এগিয়ে যাওয়ার তাওফিক দিন।
(One might laugh at me for comparing Bangladesh with India. There are a ton of indicators where India is doing much better than Bangladesh, and in general they are a stronger, and much diverse economy. But with regards to some crucial socio-economic indicators such as child mortality, women's participation in workforce etc., we have recently surpassed India. This is not to brag, its just a testament to the hardwork and dedication of our people in Bangladesh. With regards to comparison with India, you do not have to believe me, just listen to Dhruv Rathee on YouTube, who btw is an Indian. Link below.)

সূত্র
1. World Bank : Click This Link.
2. Wikipedia
3. Is bangladesh doing better than India? : Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.