![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষকতা ছাড়াও কবিতা,গান,প্রবন্ধ ইত্যাদি লিখতে পছন্দ করি।সমমনস্ক বন্ধু পেলে খুশি হই।
পঁচিশের উত্তাপ ছিল দেহে-মনে
বিকেলে প্রেমিকার হাতছানি,
দু'চোখে নীল স্বপ্ন, কম্পিত অধর--
বজ্রসঙ্কেত সারা আকাশ জুড়ে!
সহসা বিদ্যুতরেখা,স্ফিতবক্ষের
কম্পিত নির্বাক আহ্বান---
ভুলেছিলাম একুশ তুমি,
দুরন্ত বাঁধভাঙা আলিঙ্গন,
পঁচিশ-একুশের অবাধ্য ঝড়,
নির্বিরোধ ফাল্গুনি সন্ধ্যায়।
মুখোমুখি নিবিড় বন্ধনে,
পঁচিশ-একুশের দীর্ঘ রাত যেন মিনিট।
নিদ্রাহীন আবেশে কয়েক পশলা বৃষ্টি---
স্নিগ্ধ-শান্ত-অবসন্ন নতুন সকাল।
সেদিনের ডায়েরি আজ অশ্লীল কবিতা!!
২| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৮
রইসউদ্দিন গায়েন বলেছেন: প্রিয় পাঠক শ্রাবণ্য,
আমার কবিতায় অসাধারণ মন্তব্য প্রকাশের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই!!
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৮
শ্রাবন্য বলেছেন: সুখসৃতির বদলে ‘সেদিনের ডায়েরী আজ এক অশ্লীল কবিতা’! কবির উপর ঈমানের বজ্রসহ বর্ষণ না হলে সম্ভব নয়...