নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“গুরু দক্ষিণা”—প্রচুর কাঁচা টাকা
প্রতি বছর গুরু-দক্ষিণার (গুরু মানে এখানে গেরুয়া পতাকা, ভাগোয়া ঝান্ডা) দিন বিশাল পরিমাণ কাঁচা টাকা সঙ্ঘের তহবিলে জমা পড়ে । প্রায় পুরোটাই ক্যাশ । ফলে, কালো টাকা সাদা করার সুবর্ণ সুযোগ ব্যবসায়ী মহলের কাছে । কত টাকা জমা পড়লো, তার কোনো হিসাব সরকারকে দেওয়া হয় না, ফলে কর দেওয়ারও প্রশ্ন নেই । এছাড়া আরএসএস বিদেশে তার সদস্য ও সমর্থকদের কাছ থেকেও বিশাল পরিমাণ টাকা পায় ।
বিজেপি-র নির্বাচনী তহবিলে টাকা দেওয়া ছাড়াও বিদেশে বসবাসকারী সঙ্ঘ-সমর্থকরা আরএসএস-এর বিদেশি সংস্করণ হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের বিভিন্ন শাখায় ‘গুরু দক্ষিণা’ জমা দেন । এছাড়াও ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি, ভিএইচপি অপ আমেরিকা ও হিন্দু স্টুডেন্টস কাউন্সিল অফ আমেরিকা-র মাধ্যমেও টাকা আসে বলে জানা যায় । মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে যেসব হিন্দু মন্দির আছে সেগুলি সাধারণত রক্ষণশীল ও অরাজনৈতিক । দ্বিতীয় প্রজন্মের অভিবাসী মার্কিন-ভারতীয় যুবকদের ধরার জন্য বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত হিন্দু-সামার ক্যাম্প ও হিন্দু স্টুডেন্ট কাউন্সিল আয়োজিত নানা ধর্মীয় সভার মধ্য দিয়ে আরএসএস এখন মন্দিরগুলিকে হাতের মধ্যে আনার চেষ্টা করছে । সাংস্কৃতিক শিক্ষার নামে একটি গোটা প্রজন্মকে অন্ধ, বিচ্ছিন্নতাকামী ধর্মান্ধে পরিণত করার প্রচেষ্টা চলছে । ভারত থেকে আসা অনেকেই বিজেপি ও আরএসএস-এর সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু স্টুডেন্ট কাউন্সিলের সম্পর্কের কথা জানেন না । সঙ্ঘ পরিবারের ফ্যাসিবাদী ধরনের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে এদের ব্যবহার করা হচ্ছে। (ক্রমশঃ)
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭
গায়েন রইসউদ্দিন বলেছেন: না, পাঠক- লেখক বন্ধু জ্যাকেল--এটা আমার লেখা নয়--এই লেখা ইংরেজিতে IN THE BELLY OF THE BEAST-এর বাংলা অনুবাদ। এ-বিষয়ে আমি আমার এই উপস্থাপনার প্রথম পর্বে বলেছি। অনুরোধ, পড়ে দেখুন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: যেহেতু আমি অনুবাদ বইটি পড়িনি তাই জানতে চাইছি।
যদি কিছু মনে না করেন -
এই লেখাগুলিকি আপনি নিজের মতো করে লিখছেন? নাকি বই থেকে হুবহু টাইপ করে যাচ্ছেন?
০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: হবহু টাইপ করে যাচ্ছি। সাদর আমন্ত্রণ পড়ার জন্য, যতক্ষণ না আপনি বইটি সংগ্রহ করতে পারছেন।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: আপনাকে বলেছিলাম ছবি উপরের দিকে দিতে।
এই পোষ্ট আপনি কেন দিচ্ছেন? টাইপ স্প্রীড বাড়াচ্ছেন?
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: নুর ভাই, এই পোস্ট কেন দিচ্ছেন-- এ প্রশ্ন কেন? এটা একটি বইএর অনুবাদ। আপনি বইটি পারলে সংগ্রহ করুন। এটা আমার নিজের লেখা নয়। এ-বিষয়ে শুরুতেই আমি বলেছি। আপনি ভাল লাগলে পড়ুন। না লাগলে মন্তব্য থেকে দূরে থাকুন। অন্য পাঠক-বন্ধুুদের পড়ার সুযোগ দিন। সারা পৃথিবীর মানুষ এ বইটি পড়েছেন ও পড়ছেন। প্রথম পর্বের লেখা পড়ুন--আপনি সব বুঝতে পারবেন।
০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৯
গায়েন রইসউদ্দিন বলেছেন: নুর ভাই, এখন দেখুন, আপনার অনুরোধে আমি ছবিটি উপরে দিয়েছি নবম পর্বে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫০
জ্যাকেল বলেছেন: আপনার এই সিরিজ পড়ার চেস্টা করব। লেখক কি আপনিই? (কভারে নাম অন্যটা)