![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে এগিয়ে যাওয়া আর কোন ইচ্ছা নেই। কেন জানি মনে হয় পিছের দিন গুলোই ভাল, এখন শুধু আমাদের দেশ শুধূ অস্থির হচ্ছে।
বসে বসে নিষ্ঠুর চেয়ে থাকা,
সামনে ক্লান্তিহীন অসীম পথ ।
নিষ্ঠুর সময় যেন এক মুহ্যূর্তের জন্যও দাড়াঁতে নারাজ ।
র্সূয্যটাকে ভাসিয়ে নিয়ে যায় এপাড় থেকে ওপাড়,
পাখীগুলো সঙ্গী ছিলো গানে গানে;
এখন হয়তো ফিরে যাবে নীড়ে ভালোবাসার টানে !
নিসঙ্গতার সাথে যুক্ত হবে নিস্পাপ নীরবতা ।
তারপরো শেষ হয়না চেয়ে থাকা,
র্নিঘূম কঠিন চোখ খুঁজে সজীবতার ছোঁয়া ।
এক টুকরো সপ্ন যদি ঢেকে যেতো তাকে !
সে আসবে, তাকে আসতেই হবে
আজ নাহোক কাল, ভালোবাসার টানে আসবেই সে
সুখ ছেড়ে সপ্নকি থাকতে পারে দূরে !!
২| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬
তানভী৯৬ বলেছেন: িকের খবর িক
৩| ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: ভাল
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:২৬
নিহন বলেছেন: +