নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, নই কোন কবি-সাহিত্যিক কিংবা সাংবাদিক। অবসরে কিছু লেখালেখির চেষ্টা করি মাত্র।

Rajib327

আমি লেখক নই, নই কোন কবি-সাহিত্যিক কিংবা সাংবাদিক। অবসরে কিছু লেখালেখির চেষ্টা করি মাত্র।

Rajib327 › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক চিকিৎসা জেনে রাখা ভালো

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১



পানিতে ডুবে যাওয়া শিশুকে অনেক সময় উদ্ধার করা গেলেও দেখা যায় তাকে বাঁচানো যায় না। এর প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা। অনেকে জানেই না, শিশু পানিতে ডুবে গেলে বা পানি খেলে কী করতে হবে। চিকিৎসকদের মতে, সঠিক জ্ঞান থাকলে পানিতে ডুবে গেলেও শিশুকে সহজেই বাঁচানো সম্ভব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন হরিদাস সাহা পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচানোর উপায় সম্পর্কে বলেন।



১. শিশু যেহেতু বড় মানুষের মতো সামর্থ্যবান নয় এবং বেশিক্ষণ শ্বাস না নিয়ে বাঁচতে পারে না, তাই পানিতে ডুবে যাওয়ার পর তাকে যত দ্রুত সম্ভব পানি থেকে উদ্ধার করতে হবে।

২. উদ্ধারের সঙ্গে সঙ্গে শিশুকে শুকনা স্থানে নিয়ে আসতে হবে।

৩. প্রথমেই কাত করে শুইয়ে দিতে হবে এবং পিঠে আস্তে আস্তে চাপড় দিয়ে পানি বের করার চেষ্টা করতে হবে।

৪. এরপর দেখতে হবে শিশুর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে কি না এবং নাড়ির গতি ঠিক আছে কি না। না চললে তার মুখের সঙ্গে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে তার নাক-মুখ পরিষ্কার করে দিতে হবে।

৫. শিশু যদি বমি করতে চায়, তাহলে তাকে বমি করতে সহায়তা করা উচিত। এতে শিশুর ভেতরের পানি বেরিয়ে আসে। তবে বমি করানোর সময় তাকে কাত করে ধরতে হবে।

৬. সব ভেজা কাপড় দ্রুত খুলে ফেলে গরম কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে দিতে হবে।

৭. পানিতে ডুবে যাওয়ার পর শিশু মারা যাওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে শিশুর ভয় পাওয়া। শিশুকে উদ্ধারের পর পর যদি সম্ভব হয় তাকে অভয় দিতে হবে। তবে পানিতে শিশু ডুবে যাওয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে কিছু না জেনে নিজে নিজে কিছু না করাই উত্তম।

৮. পানিতে ডোবা শিশুকে উদ্ধারের পর যত দ্রুত সম্ভব তাকে কাছের হাসপাতালে নিয়ে দ্রুত জরুরি চিকিৎসা দিতে হবে। কেননা, ডুবে যাওয়ার পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ। এই সময়ের মধ্যে শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে, বুকে সংক্রমণ দেখা দিতে পারে এবং হার্টফেল করতে পারে।

ওপরের এই কয়েকটি বিষয় জানা থাকলে পানিতে ডুবে যাওয়ার পরও আপনার শিশুকে আবার ফিরে পেতে পারেন।

সূত্র প্রথমআলো

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮

নক্ষত্রের আমি বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

সুজাহায়দার বলেছেন: আমার এখনো মনে আছে অনেক দিন আগে আমি একটা ডুবন্ত শিশুকে উদ্ধার করেছিলাম। পানি থেকে তোলার সময় শুধু পা ধরে উল্টিয়ে ঝাকা দিয়েছি তাতে ই জীবনটা বেচে গেল।

৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

খাটাস বলেছেন: প্রথম আলোতে শিশুর পানিতে ডুবে মৃত্যু নিয়ে প্রতিবেদনের প্রেক্ষিতে ঘটনা পরবর্তী বেবস্থা মুলক পোষ্ট দেয়ায় আপনার সচেতনতাকে অভিবাদন জানাই। ধন্যবাদ আপনার সচেতনতার জন্য। প্লাস।

৪| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:০২

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

সাজিদ ঢাকা বলেছেন: ভালো পোস্ট ++++

৬| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:০২

Rajib327 বলেছেন: ধন্যবাদ

৭| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল জিনিস শেয়ার দিছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.