নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবই তোমার তরে

রাজিবুল হাসান দুরন্ত

নিজের সম্পর্কে বলার কিছুই নাই। শুধুই একজন সাধারণ মানুষ আমি। মাঝে মাঝে ভালো কিছু লেখার চেষ্টা করি। জানিনা কতটুকু পেরেছি। আমার লেখা পড়ে যদি কারো বিন্দু মাত্র ভালোলেগে থাকে তাহলেই আমি স্বার্থক।

রাজিবুল হাসান দুরন্ত › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য মানবী

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

রাজিবুল হাসান দুরন্ত

দেখিনি তোমায় কখনো!
নয়নের জমিনে আজ অব্দি পড়েনি তোমার ছায়া।
শুনেছি তোমার সুরেলা কণ্ঠের সুর,
তাইতো বক্ষে করিলাম বপন ক্ষুদ্র একটি মায়া।

কিভাবে বাঁধবো তারে?
ক্ষুদ্র মায়া দিন আর দিন যাচ্ছে ছুঁয়ে মহাকাশ।
তবুও তারে বলি,
বেড়না তুমি, মানবে না তোমায় এ ধরনীবাস।

পেরেছি কি আমি?
লাগাম দিতে দুরন্তপনা মনে।
মনেহয় পারিনি,
মনটা চলে তার গতিতে, বারণ নাহি শোনে।

জানি তুমি আসবে না!
তবুও মনের গহীনে এক পৃথিবী স্বপ্ন সাজাই।
জানি না কি লাভ?
অনিশ্চয়তায় পা বাড়িয়ে বিরহের সুর গাই।

আমি তো জানি,
আমি মাটি তুমি আকাশ অনেক বড় ব্যবধান।
ছুটছি মরিচিকার পিছনে,
জানিনা কে দিবে এ অংকের সমাধান।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৪

বলেছেন: দেখিনি তোমায় কখনো!
জানি না কি লাভ?
দারুণ কবিতা ---


যতি চিহ্নের সন্নিবেশনের ভুল আছে মনে হয় --

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

রাজিবুল হাসান দুরন্ত বলেছেন: ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

রাজিবুল হাসান দুরন্ত বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

হাবিব বলেছেন: মন্তব্যের উত্তর দিতে ক্রসে চিহ্নের পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করুন, তারপর আপনার মন্তব্য লিখে প্রকাশ করুন।
ব্লগে পরিচিতি বাড়াতে বেশিবেশি কমেন্টস করুন

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

রাজিবুল হাসান দুরন্ত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.