নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রাজু খান

মোঃ রাজু খান › বিস্তারিত পোস্টঃ

াধারন জ্ঞান

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২০

আসসালামু আলাইকুম ।
আমি নতুন তাই ভুল হলে জানিয়ে দিবেন ।
বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান
--------------
প্রথমে নিজেই প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার
চেষ্টা করুন। পোস্টের শেষে উত্তর দেওয়া
আছে। তখন মিলিয়ে নিবেন আপনার কয়টা
হলো।
১. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী?
---
ক. মেঘনা খ. যমুনা গ. পদ্মা ঘ. সুরমা
২. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির
সুরকার কে?
---
ক.রফিকুন-নবী খ. আপেল মাহমুদ
গ. আলতাফ মাহমুদ ঘ. আবদুল গাফফার চৌধুরী
৩ . বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ
কোনটি?
---
ক. ভোলা খ. মহেশখালী
গ. কুতুবদিয়া ঘ. সেন্টমার্টিন
৪ . তামাবিল কোথায় অবস্থিত?
---
ক. নেত্রকোনায় খ. মৌলভীবাজারে
গ. চট্টগ্রামে ঘ. সিলেটে
৫. বাংলাদেশের কোন সমাজে মাতৃতান্ত্রিক
পরিবার দেখা যায়?
---
ক. মারমা খ. চাকমা গ. গারো ঘ. খাসিয়া
৬. দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় বাংলাদেশের
বৃহত্তম নদী কোনটি?
---
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
৭. বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা
লাভ করে?
---
ক. ১৯৯৯ সালে খ. ২০০০ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০০২ সালে
৮. OSD -এর পূর্ণরূপ কি?
---
ক. Officer in Special Duties.
খ. Officer of Special Duties.
গ. Officer in Special Desk..
ঘ. Officer on Special Duty.
৯. চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
---
ক. সাতক্ষীরায় খ. খুলনায় গ. বাগেরহাটে
ঘ.বরগুনায়
১০. দ্বৈতশাসন ব্যবস্থার অবসান হয় কখন?
---
ক. ১৭৭২ সালে খ. ১৭৯৯ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৮৯৯ সালে
১১. ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূতের নাম কি?
---
ক. মো. আইয়ুব খ. মো. ইজ্জত
গ. মো. নাসের ঘ. মো. হামজা
১২. ‘রয়টার্স’ কি?
---
ক. একটি সংবাদপত্র খ. লেখক সমিতি
গ. একটি বার্তা সংস্থা ঘ. সেবামূলক
প্রতিষ্ঠান
১৩. কে বঙ্গবন্ধুর একজন হত্যাকারী?
---
ক. এ বি মুসা খ. নূর চৌধুরী
গ. সানাউল হক ঘ. আবু তাহের
১৪. বাঘাইছড়ি উপজেলা কোন জেলায়
অবস্থিত?
---

ক. বান্দরবান খ. খাগড়াছড়ি
গ. চট্টগ্রাম ঘ. রাঙামাটি
১৫. বাংলাদেশে ‘মূসক’ চালু হয় কত সাল থেকে?
---
ক. ১৯৯০ সাল খ. ১৯৯১ সাল
গ. ১৯৯২ সাল ঘ. ১৯৯৫ সাল
এবার উত্তর গুলো মিলিয়ে নিন:
---------
১.খ ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ
১০.ক ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.খ।
সত্যি করে বলুনতো কার কয়টা হয়েছে ??? |-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.