নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চালু থাকুক

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

ছোট এক বাচ্চা খেলা করতে করতে একটা গাছ জড়িয়ে ধরলো। তারপর হঠাৎ করে সে ভয় পেয়ে ভুলে গেল কি করে গাছটা ছাড়তে হবে। সে এক হাত দিয়ে আর এক হাত ধরে রেখেই টানাটানি শুরু করলো হাত ছাড়ানোর জন্য, কিন্তু হাত আর ছাড়ায় না। তারপর এলাকার বুদ্ধিমান মোড়লদের ডাকা হলো কি করা যায় সেই উপায় বের করার জন্য। মোড়লেরা অনেক চিন্তা ভাবনা করে উপায় বের করলো, বাচ্চার হাততো আর কাটা যায় না, সুতরাং গাছটাই গোড়া থেকে কেটে ফেলা হোক!!

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থিদের দেশব্যাপী ঘুরে বেড়ানোর কষ্ট, প্রশ্ন ফাস, ইত্যাদি সমালোচনা আছে। কিন্তু তার জন্য ভর্তি পরীক্ষা বাদ দেয়া গাছের গোড়া কেটে ফেলার মত সমাধান বলেই মনেকরি। যেখানে পরীক্ষা না দিয়ে এ+ পাওয়ার মত ‘অসাধারন’ ঘটনা এবং পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া ও ‘পাইকারী’ হারে এ+ পাওয়ার মত নৈমত্তিক ‘সাধারন’ ঘটনা ঘটে, সেখানে এসএসসি-এইচএসসির ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত প্রকৃত মেধাবীদের নিরুৎসাহীত করা থেকে বেশি কিছু করবে না। তাছাড়াও মোট এ+ এর সংখ্যাও বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা থেকে বেশি। সহজ সমাধান হতে পারেঃ

১) সমজাতীয় বিষয়ের জন্য একক ভর্তি পরীক্ষা (মেডিকেলের জন্য দেশব্যাপী একটা, ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা, বিশ্ববিদ্যালয়ের জন্য একটা)।

২) শুধু মাত্র এসএসসি-এইচএসসির মুল বই থেকে প্রশ্ন করা।

৩) এইচএসসির ১ মাসের ভেতর ভর্তি পরীক্ষা নিয়ে নেয়া। এইচএসসির ফলাফল প্রকাশের পর চুড়ান্ত মেধা তালিকা প্রকাশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

রানা সোহেল বলেছেন: এসএসসি-এইচএসসির ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনাঃ Click This Link

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:

ভালো বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.