নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

তোমার পতাকা যারে দিয়েছ, বহন করিবার ইচ্ছাটা অন্তত দাও!

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

অনেকদিন বন্ধ থাকার পর মাত্র ২৭০০ টাকায় বিমান ভ্রমনের স্লোগান নিয়ে পুনরায় যাত্রা শুরুর দিনই ‘তেপান্তরের মাঠে’ আটকা পড়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের নতুন কেনা উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’। যাত্রীবোঝাই বিমানটি রানওয়েতে যাওয়া মাত্র এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়! ভাগ্য ভালো উড্ডয়নের পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়নি! ২৭০০টাকা না, ৩৫০০ টাকা করেও যদি মাঝারি সেবা দিয়ে [ভালোর দরকার নেই!] বিমান যাত্রী বহন করে তাহলে বেসরকারী খাতে চলা বিমান গুলোতে প্রায় দ্বিগুন ভাড়ায় চলা যাত্রীরা সেদিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই বিমান অচল হয়ে যায় নাকি কিছু স্বার্থান্বেষি গোষ্টি বিমানকে সচল হতে দেয় না, এই চিন্তা মাথায় আসেই।

আরেকটা ঘটনা বলি। তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। বাজারে দেশী ফোন ‘টেলিটক’ আসলো। ব্যাপক দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ঠিক করলাম আর সব অপারেটর বাদ। এখন থেকে ‘দেশের টাকা দেশেই রাখবো’। বাজারে আসার কিছুদিন পর সিমের দাম বেশ কমে গেল। এক দোকানে গিয়ে টেলিটকের সিম চাইতে বের করে দিল।

বললাম ‘রেজিষ্ট্রেশনের কাগজ পত্র দেন’।

দোকানদার বললো ‘টেলিটকের সিম রেজিষ্ট্রেশন হয় না!’ সীমের সাথে নাকি কোন কাগজপত্রই দেয়নি!

জানতে চাইলাম, এই নাম্বারটা ব্যবহার করবো। কোন কারনে সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কি করবো?’

সাফ জবাব ‘আরেকটা কিনে নেবেন। দামতো বেশি না ফ্রি টক টাইম হিসাব করলে আর ৫০ টাকার মত দাম পড়ে।”

‘আমি যদি এই নাম্বারটাই নিতে চাই?’

‘ভাই আমাদের কাছে কাগজপত্র নেই। আপনি কাস্টমার কেয়ারে চলে যান।’

পরের দিন চলে গেলাম কাস্টমার কেয়ারে। এবং ঢুকেই প্রথম ধাক্কা! ততদিন অন্যান্য অপারেটর ব্যবহারের কারনে কাস্টমার কেয়ার সম্পর্কে একটা ধারনা জন্মেছিল। এখানে এসে তেমন কিছু পেলাম না। কিছু চেয়ার টেবিল আছে। কয়েকজন নিজের মনে কিছু একটা করছে। কয়েকজন গল্প করছে। আমিই একমাত্র ‘কাষ্টমার’, ‘কেয়ার’ নিতে গেছি। আমার সাথে কথা বলার কারো সময় নেই।

কিছুক্ষন হ্যালো,হ্যালো করার পর এক ভদ্রলোক আসলেন। তাকে সমস্যার কথা বলার পর তিনি জানালেন তার কিছু করার নেই। জানতে চাইলাম সিম হারালে কি করবো? উত্তর একই, ‘আরেকটা কিনে নেবেন।’ কিছুটা রেগেই জিজ্ঞাস করলাম ‘তাহলে কাস্টমার কেয়ারের কাজ কি?’ তিনি আরো রেগে উত্তর দিলেন, ‘আপনারা টেলিটক ব্যবহার করেন কেন? অন্য অপারেটর ব্যবহার করতে পারেন না? আপনারা আসেন বলেই আমাদের কাজ করা লাগে। না হলেতো আমরা এমনি এমনিই বেতন পাই। যত্তসব!’

তারপরও ব্যবহার করার চেষ্টা করেছিলাম, দেশপ্রেম বলে কথা! আমাদের বাড়ি ছিল মুল শহর থেকে বেশ দুরে। ফোনে পুরো নেটওয়ার্ক দেখাতো কিন্তু কথা শুরুর ৩০-৪০ সেকেন্ডের মধ্যেই কল কেটে যেত। সপ্তাহ দুয়েক চেষ্টার পর বাদ দিয়েছিলাম, আর কখনো ব্যবহারের চেষ্টা করিনি। আরো পরে দেশের আরেক প্রান্তের এক বন্ধুর সাথে কথায় কথায় জানতে পারি সেও একটি ‘সেবা’ নিতে যেয়ে একি উত্তরই পেয়েছিল। এখন শুনেছি টেলিটকের সেবা অনেক ভাল। কিন্তু আর সাহস হয়নি।

আমার বিশ্বাস করতে ইচ্ছা করে এখন নিশ্চই সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বেড়েছে। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে রাষ্ট্রীয় পতাকাবাহী শব্দ যুগল কতটা দায়িত্বকে নির্দেশ করে সেটা বোঝার শক্তিও আমাদের হয়েছে। ‘ময়ূরপঙ্খি’ কোন এক রাজপুত্রের হাত ধরে নতুন দিনের উদ্দ্যেশে পাখা মেলুক।

তোমার পতাকা যারে দিয়েছ,
বহন করিবার শক্তি না দাও,
বহন করিবার ইচ্ছাটা অন্তত দাও!”

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি কি বলতে চাইছেন, একটা কাস্টমার কেয়ারে এই ধরনের কথা বলা হয়েছে? যতই অপেশাদার আচরন থাকুক, তারপরও এই ধরনের কথা বলার বিষয়টি খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩০

রানা সোহেল বলেছেন: সত্যিই অবিশ্বাস্য ভাই। কিন্তু আমার নিজের সাথেই যে এ ঘটনা ঘটেছে! :(

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৮

বটপাকুড় বলেছেন: আমার মতে সরকার অংশিদারীর ভিত্তিতে এই সেবা খাত গুলো চালাতে পারে। যদি এমন হয়, বিমানের লভ্যাংশ তার কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে বছর শেষে ভাগ কর্মে দিয়ে দেয়া হব্যে তাহলে কিছ্যটা ভাল পরিস্থিতি হতে পারে বলে আমার বিশ্বাস। কারণ সারা বিশ্ব এখন এই নিয়মে চলে। আঃর চাকুরী স্থায়ী বলে ব্যাপারটিকে উঠিয়ে দেয়া উচিত। তাহলে সেবার মান বাড়বে

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩

রানা সোহেল বলেছেন: ভালো ব্যবস্থাপনার বিকল্প নেই। সরকারী-বেসরকারী কোন সমস্যা মনেহয় না। একটি বড় বেসরকারী বিমানের নামেও ইদানিং অনেক যাত্রী দূর্ভোগের খবর পাওয়া যায়।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৬

নিয়ামুল ইসলাম বলেছেন: আমি বর্তমান টেলিটকের সার্ভিসের উপর সন্তুষ্ট। নেটওয়ার্ক এর অনেক উন্নতি করেছে ২জি টা ভালো না তবে বিশ্বাস করুন ৩জি অন্য যে কোন অপারেটর থেকে কয়েক গুন ভালো। সে দিন আবার কেয়ার থেকে বর্ণমালা সিম তুল্লাম ঝামেলা মনে হোল না। ওই আজাইরা এক এমডি ছিলো ওই শালারে দুর্নীতির দায়ে অপসারণের পর আচমকা পরিবর্তন হয়েছে :) B-)) । আর বিমানের কি হয় তাতো ওপেন সিক্রেট সিবিএ দের জ্বালায় কেউ ঠিক মত কিছুই করতে পারেনা। X(( X((

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৫

রানা সোহেল বলেছেন: সহমত। টেলিটকের সার্ভিস এখন অনেক ভালো। 3Gটাও নাকি অসাধারন। আবার চেষ্টা করার ইচ্ছা আছে। দেশি একটা জিনিস ভালো চলছে দেখলেও ভাল লাগে। :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

ফ্রস্ট বাইট বলেছেন: ++++

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০২

রানা সোহেল বলেছেন: ধন্যবাদ!

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

মাঘের নীল আকাশ বলেছেন: খকসোবাজার যাওনের প্ল্যান করছিলাম যে....

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩০

রানা সোহেল বলেছেন: চলে যান, ঘুরে আসুন! 'মেঘদুত' উড়ছে। ‘ময়ূরপঙ্খি’ উড়ছে কিনা বলতে পারছি না।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
@কাল্পনিক ভালবাসা ভাই

কাস্টমার কেয়ারের ঘটনা ১০০% সত্য। আমিও একজন ভূক্তভূগী।

আর আজকাল দোকানে সিম কিনতে গেলে প্রিএ্ক্টিভেট সিম কেনা লাগে। রেজিস্টেশন করা সিম নেই বললেই চলে। কাল আমি বর্ণমালা সিম কিনতে গেলাম দেখি আগেই এক্টিভেট করা। এবার বুঝুন অবস্থা।

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮

রানা সোহেল বলেছেন: "প্রিএ্ক্টিভেট সিম কেনা লাগে" বলেন কি? এইটাতো জানতাম না!! আমি নেড়ার আবার বেল তলায় যাওয়ার শখ হয়েছিল! দিলেনতো ভয় ধরিয়ে!! :-/

৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

ঢাকাবাসী বলেছেন: সরকারী সেবার মান দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট হল বাংলাদেশে। এখানে কোনো জবাবদিহিতা নেই, বেতনের চাইতে ১০০ গুন বেশী ঘুষ বা কমিশন পাওয়া যায়। যেকোনো একটার নাম বলেন, একই কাহিনী!

০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯

রানা সোহেল বলেছেন: জবাবদিহিতা আছেতো! আপনার যে কোন সমস্যা নিয়ে যান। জবাবদিহী করতে করতে মাথা খারাপ হয়ে যাবে! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.