![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর পিচাই কে নিয়ে গত কয়েকদিন বেশ আলাপ আলোচনা চলছে। ভারতীয় বংশোদ্ভুত এই ভদ্রলোক মোটামুটি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আজ Google এর CEO । ভালো কথা! আরেক ভারতীয় সত্য নাদেলা বর্তমানে Microsoft এর CEO। এভাবে দেখতে গেলে MasterCard, Pepsico, Adobe এর মত বড় বড় প্রতিষ্ঠানে ভারতীয় CEO দেখতে পারবো। আমাদের পাশের দেশের নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্তরা যদি এত ভালো করে আমরাও করতে পারি, এই ভেবে অনেকেই অনুপ্রানীত হতে দেখে কষ্ট হচ্ছে। কারন, আমি মোটেও আশাবাদী হওয়ার মত কিছু খুজে পাচ্ছি না।
ভারত আমাদের পাশের দেশ হতে পারে, কিন্তু তাদের আর আমাদের Strategy'র ভেতর পার্থক্য বিস্তর। গত কয়েক দশকে ভারত যেখানে সারা পৃথীবিতে টপ-লেভেল এক্সিকিউটিভ রপ্তানীতে শীর্ষ পর্যায়ে চলে গেছে, সেখানে আমরা পৃথীবিতে শ্রমিক রপ্তানীতে প্রথম সারীর দেশ হয়েই আনন্দে বগল বাজাচ্ছি!! :/
আমাদের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা তাতে সুন্দর পিচাই, সত্য নাদেলার মত কেউ উঠে আসবে সে আশা করা রীতিমত হাস্যকর আশা। ক্লাস থ্রী তেও বইপড়ে মুখস্ত করে খাতায় ঢেলে দিয়ে পাশ করতে হয়, মাষ্টার্সেও তাই! পার্থক্য শুধু মাষ্টার্সের বইটা একটু বেশি মোটা! রিসার্চ, থিসিস, গবেষনা এই শব্দগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। দেশের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম সারির CGPA নিয়ে স্নাতকোত্তর করেও বুকে হাত দিয়ে বলতে পারি, ছোট খাটো কোন দেশী প্রতিষ্ঠানেও উচু পদের দায়িত্ব নেয়ার যোগ্যতা আমার হয় নি!! এবং এই দোষ আমার না, আমাদের শিক্ষা ব্যবস্থার।
যখন সারা পৃথীবি সামনের দিকে 'আগাইতেছে' তখন মুখস্ত বিদ্যার জ্ঞান নিয়ে আমরা শুধু 'পিছাইতেছি'। এবং বেশ সুন্দর ভাবেই 'পিছাইতেছি'। তাই আমাদের দেশ থেকে কোন 'সুন্দর পিচাই' আসবে না, তবে আমরা যে 'সুন্দর পিছাই' এই জিনিসটা বোধ হয় সারা পৃথীবিকে আমরা জানিয়ে দিতে পারবো! :/
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
রানা সোহেল বলেছেন: হতেও পারে! অথবা বেশি বেশি গোলঠেন এ+ দিলেও হতে পারে। কিসে যে কি হয়, কিচ্ছু বলা যায় না!
২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯
লেখোয়াড়. বলেছেন:
আমি ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করবেন!
তবে আপনি কিন্তু ঠিকই বলেছেন................পার্থক্য শুধু মাষ্টার্সের বইটা একটু বেশি মোটা! রিসার্চ, থিসিস, গবেষনা এই শব্দগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই।
যখন সারা পৃথীবি সামনের দিকে 'আগাইতেছে' তখন মুখস্ত বিদ্যার জ্ঞান নিয়ে আমরা শুধু 'পিছাইতেছি'।
ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
রানা সোহেল বলেছেন: ব্লগিং করতে এসে রাগারাগি, গালাগালি, চাপাতির কোপাকুপির পক্ষে না। ভিন্নমত থাকুক। ভিন্নমত না থাকলে পৃথীবি এত সুন্দর হতো না। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার কবিতা পড়ে এলাম। বেশ লাগলো কিন্তু।
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
নতুন বলেছেন: আমারা ভাল জিনিস গুলি বিদেশিদের কাছ থেকে শিখি না।
এখন যেই শিশুরা স্কুলে আছে তাদের প্রস্তুত করতে হবে ২০ বছর পরের বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য। সেই চিন্তা কেউই করেনা।
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯
রানা সোহেল বলেছেন: এইযে আপনি করছেন, আমি করছি, আরো অনেকেই করছে। একদিন দিন বদলাবেই, হয়তো সময় একটু বেশি লাগবে।
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭
লেখোয়াড়. বলেছেন:
আপনাকে ভাল মানুষ মনে হচ্ছে।
দেখা যাক, সামনের দিনগুলোতে তার প্রমাণ হবে।
আমার কিন্তু দুটো নিক..........বর্তমানটি 'লেখোয়াড়.' আর আগেরটি 'লেখোয়াড়'।
আগেরটিতে অনেক কবিতা আছে, সময় করে পড়বেন। কবিতা পড়লে দেখবেন মন ভাল হয়ে উঠবে!!
ভাল থাকুন, সাথে থাকুন।
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮
রানা সোহেল বলেছেন: এত দ্রুত মানুষ চেনা যায়না।
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮
মামুন হাসান১৩৯৮ বলেছেন: ক্লাস থ্রী তেও বইপড়ে মুখস্ত করে খাতায় ঢেলে দিয়ে পাশ করতে হয়, মাষ্টার্সেও তাই! পার্থক্য শুধু মাষ্টার্সের বইটা একটু বেশি মোটা! রিসার্চ, থিসিস, গবেষনা এই শব্দগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই
কথা সত্য........................................।
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
রানা সোহেল বলেছেন: 'কথা সত্য'- সেটাই দুঃখ!
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: শিক্ষাঙ্গন গুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চত করতে হবে।
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১
রানা সোহেল বলেছেন: পুরো ব্যাপারটাই মনেহয় ঢেলে সাজানোর দরকার।
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫
মাঘের নীল আকাশ বলেছেন: দীর্ঘ ১৬ বছরের (সেশনজট বাদে) অন্তঃসারহীন, উদ্দেশ্যহীন পড়াশোনা...প্রতিভা ধ্বংসের এক অদ্ভুত প্রক্রিয়া চলে আসছে আমাদের দেশে!
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২
রানা সোহেল বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪
লেখোয়াড়. বলেছেন:
আমার মনে হয় ধর্ম বেশী করে পড়লে পিচাই মতো হতে পারবেন!!