![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিএসসি (৫ম শ্রেনী) থেকে বিসিএস কোন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁসই যদি কোন ভাবেই ঠেকাতে না পারেন তা হলে নিজেদের ব্যার্থতা মেনে নিয়ে দায়িত্ব থেকে সরে যান। তাও যদি না পারেন তাহলে ‘প্রশ্নফাঁস’কে ক্ষুদ্র ও কুটির শিল্প হিসাবে ঘোষনা করেন। প্রশ্নফাঁসের সাথে জড়িত লোকজন ট্রেড লাইসেন্স নিয়ে দোকান দিয়ে বসুক! সেখান থেকে যাদের সামর্থ্য আছে প্রশ্ন কিনে পরীক্ষা দেবে। যাদের টাকা নেই তারা মেনে নেবে, টাকা নেই বলে প্রশ্ন পায়নি, কোন ঝামেলা করবে না। :/
যুক্তরাষ্ট্রে ‘আহাম্মদ’কে পুলিশে ধরে জিজ্ঞাসাবাদ করায় তার ‘শেখার মানসিকতা’র উপর যে আঘাত পড়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন সয়ং বারাক ওবামা। সেখানে বছরের পর বছর ধরে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় ‘আহাম্মক’ হয়ে যাচ্ছে আমাদের সামনের প্রজন্ম! কারোর কোন মাথা ব্যাথা নেই! ভালো তো, ভালো না?
মেডিকেল ভর্তির জন্য যারা পড়ালেখা করে তাদেরকে মোটামুটি অমানবিক পরিমান কষ্ট করতে হয়। পরীক্ষার পর তারা জীবনে প্রথমবারের মত একটু বিশ্রাম করবে কি তাদের রোদ-বৃষ্টির মধ্যে রাজপথে আন্দোলন করতে হচ্ছে! এই ব্যার্থতা কার? এই লজ্জা কার?
আমি কখনোই বিশ্বাস করিনা যারা ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ন হয়েছে তাদের সবাই সেই ফাঁস হওয়া প্রশ্ন পেয়েই পরীক্ষায় ভালো করেছে। এটা অসম্ভব। প্রশ্ন ফাঁস হলেও যারা চান্স পেয়েছে তাদের সর্বোচ্ছ ৫ ভাগ ‘হয়তো’ প্রশ্ন পেয়ে থাকতে পারে। বাকি যারা, তারা সবাই প্রচন্ড পরীশ্রম করেই সুযোগ পেয়েছে। তাই গনহারে সবাইকে দোষারোপ করার কারন দেখি না। আবার সর্বোচ্ছ নম্বর ১০০ তে ৯৪.৭৫ শুধু পড়ালেখা করে পাওয়া সম্ভব এটাও বিশ্বাস করতে কষ্ট হয় (গত বছর সর্বোচ্ছ ছিল ৮১.৫০)। আগের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিলে পড়ালেখা করে সুযোগ পাওয়া এই ৯৫ ভাগের অর্ধেকই হয়তো চান্স পাবে না, তখন তারা আন্দোলনে নামবে! সুতরাং এখন যুক্তিযুক্ত সমাধান কি হতে পারে জানিনা। এই ধরনের একটি অভিযোগ ওঠার পর যাচাই বাছায় করে ঈদের পর ফলাফল দেয়া যেত। তাড়াহুড়া করে ফলাফল দেয়ার কি এতই প্রয়োজন ছিল?
প্রাথমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় (কলেজ), বিশ্ববিদ্যালয়- তথা প্রত্যেক পর্যায়ের শিক্ষকেরা তাদের ‘মর্যাদা’র দাবীতে আন্দোলন করছে। শিক্ষায় ভ্যাট বিরোধী আন্দোলনে উত্তাল ছিল গত সপ্তাহ। এই সপ্তাহে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস। পাবলিক পরীক্ষা ও চাকুরীর পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। কলেজের ভর্তি নিয়ে ভজঘট। গনহারে এ+ আবার গোপন মার্কের ভিত্তিতে কলেজ ভর্তি!! ভয়ংকর রকমের প্রশ্নবিদ্ধ ছাত্র রাজনীতি! একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে আর কি বাকি থাকে? শিক্ষাখাত নিয়ে আপনারা কি করছেন?
©somewhere in net ltd.