![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি হচ্ছে হৃদয়বৃত্তির আধার। রাজনীতি মানুষের চেতনাকে শানিত করে। এই চেতনাকে ধারণ করেই লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছিল ১৯৭১ সালে।আজকের তারুন্যের এই জাগরনও রাজনীতি বহির্ভুত নয়। যারা এটাকে অরাজনৈতিক বলছেন তারা রাজনীতি বলতে গত ৪২ বছর ধরে চলে আসা দৃশ্যমান বুর্জোয়া আওয়ামীলীগ-বিএনপি’র নেতৃত্বে শোষণ লুটপাটের রাজনীতির কথাই বুঝাচ্ছেন, যার সঙ্গে হৃদয়বৃত্তির সর্ম্পক নেই। আজকের এই গণআকাঙ্খাকে বস্তবরূপ প্রদানের জন্য বিপ্লবী রাজনৈতীক ধারার উত্থানের কোন বিকল্প নেই, যেটা ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। এই চেতনার সুর যেদিন আজকের জগ্রত জনতার কন্ঠে ধ্বনিত হবে সেই দিনই শোষণ মুক্তির নবযুগের সূচনা ঘটবে। আর ততদিন পযর্ন্ত এই জাগরণ মুক্তিকামী সৈনিকদের কাছে আলোবর্তিকা হিসেবে জগরুক হয়ে থাকবে।
©somewhere in net ltd.